ফাস্ট CPU একটি ধারাবাহিক লেখা এর প্রথম পাঠ এন্টিভাইরাস নিয়ে পরের অংশ বিভিন্ন সফটওয়্যার নিয়ে তারপর ইউজেস নিয়ে এভাবে চলবে.................. ইনশাআল্লাহ
টিউনের ভেতর যা যা পাচ্ছেনঃ
১.এন্টি ভাইরাস কী করে।
২.এন্টি ভাইরাস কেন লাগবে না।
৩.এন্টি ভাইরাস ছাড়াই সিকিউরিটি পাবেন যেভাবে।
৪.টোটাল কেয়ার
প্রশ্নঃ এন্টিভাইরাস কেন ব্যাবহার করেন?
ভুল উত্তরঃ ভাইরাস থেকে মুক্ত থাকতে।
সঠিক উত্তরঃ “হুজুগে”
ভাই নাকি কম্পিউটার কিছেন? এন্টিভাইরাস কোনটা? হ্যা নাই ? খাইছে ভাইরাস আপনারে................
শুনলাম কম্পিউটার কিতাছস? এক্সচক্স এন্টিভাইরাস কিনে আনিস। এটা তোর পিসি ঠিক রাখবে..............
আচ্ছা মামা আমি আইপড লাগালে তুমি ওটা কি কর? এটা ভাইরাস স্ক্যান। দেখ দেখ। দেখে শিখ। বড় হলে কাজে দিবে................
মোট কথা ছোট থেকে দেখতে দেখতে, অন্যকে ব্যাবহার করতে দেখে আমারাও বিনা বাক্যে উন্ডোজের মত এন্টিভাইরাস কেও একটি অবিচ্ছেদ্য অংশ্য বানিয়ে ফেলেছি।
কখনো ভেবেছেন এন্টিভাইরাস কেন চাচ্ছেন?
না
নিশ্চয় উইন্ডোজ আর এন্টিভাইরাস অবিচ্ছেদ্য অংশ বানিয়েছেন?
জ্বী
এন্টিভাইরাস পাইরেটেড?
জ্বী ৭৫% , না ২০% ও পাইরেসি খাদ্য? নাকি বাদ্য? ৫%
এন্টিভাইরাস ছাড়া কম্পিউটার চালাবেন?
হেল নো
কেন?
ভাইরাস ঢুকবে তো!
আমার মনে হয় জানি আপনি কখনোই আর এন্টিভাইরাস ইন্সটল করবেন না।
পরীক্ষা ভাল হয়েছে এবং বিশেষ কাজটাও সফল হয়েছে। আমার জন্য দোয়া করবেন যেন পরীক্ষার রেজাল্ট মনের মত হয়।
ও হ্যা আরেকটা কথা যারা আমার ইমেল আর মেসেজ বক্স ‘শ্রভ্র রঙের গ্রহ’ এর দ্বিতীয় পর্বের জন্য ভরিয়েছেন তাদের জন্য, আসছে...............
অসাধু টিউনারের কেচ্ছা কাহিনী জানতে এই টিউন দেখুন।
কোন কোন সাইটের ব্যাবহারকারীরা বেশি প্রতারিত হয় তা দেখতে এই টিউনে স্ক্রল করুন
হাতে সময় আছে? সায়েন্স ফিকশান পড়বেন? তাহলে এই টিউনে সচিত্র সায়েন্স ফিকশান পড়ে নিতে পারেন
আরও টিউন পাবেন আমার টিউনার পাতায়।
আমার কুখাদ্য (পচাঁ টিউন) খাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভ বিদায়।
টিউনের ভেতর যা যা পাচ্ছেনঃ
১.এন্টি ভাইরাস কী করে।
২.এন্টি ভাইরাস কেন লাগবে না।
৩.এন্টি ভাইরাস ছাড়াই সিকিউরিটি পাবেন যেভাবে।
৪.টোটাল কেয়ার
শুরুর কথা
বুকে হাত দেন (অবশ্যই নিজের বুকে ) এবার সত্য ভাবে নিচের প্রশ্ন গুলোর উত্তর দিন অবশ্যই আমার সাথে মিলে যাবে নয়ত আপনি মিথ্যা বলছেন।প্রশ্নঃ এন্টিভাইরাস কেন ব্যাবহার করেন?
ভুল উত্তরঃ ভাইরাস থেকে মুক্ত থাকতে।
সঠিক উত্তরঃ “হুজুগে”
ভাই নাকি কম্পিউটার কিছেন? এন্টিভাইরাস কোনটা? হ্যা নাই ? খাইছে ভাইরাস আপনারে................
শুনলাম কম্পিউটার কিতাছস? এক্সচক্স এন্টিভাইরাস কিনে আনিস। এটা তোর পিসি ঠিক রাখবে..............
আচ্ছা মামা আমি আইপড লাগালে তুমি ওটা কি কর? এটা ভাইরাস স্ক্যান। দেখ দেখ। দেখে শিখ। বড় হলে কাজে দিবে................
মোট কথা ছোট থেকে দেখতে দেখতে, অন্যকে ব্যাবহার করতে দেখে আমারাও বিনা বাক্যে উন্ডোজের মত এন্টিভাইরাস কেও একটি অবিচ্ছেদ্য অংশ্য বানিয়ে ফেলেছি।
কখনো ভেবেছেন এন্টিভাইরাস কেন চাচ্ছেন?
না
নিশ্চয় উইন্ডোজ আর এন্টিভাইরাস অবিচ্ছেদ্য অংশ বানিয়েছেন?
জ্বী
এন্টিভাইরাস পাইরেটেড?
জ্বী ৭৫% , না ২০% ও পাইরেসি খাদ্য? নাকি বাদ্য? ৫%
এন্টিভাইরাস ছাড়া কম্পিউটার চালাবেন?
হেল নো
কেন?
ভাইরাস ঢুকবে তো!
১. এন্টি ভাইরাস কী করে?
- একটা ফোল্ডার খুলছেন তার সাব ফোল্ডার ও ফাইল রিড করা শুরু করে। যদি ফোল্ডারে অনেক ফাইল থাকে তবে দেখবেন খুলতে দেরি হচ্ছে। অর্থাৎ পিসি যে স্লো করে তা কিছুটা বুঝবেন। আর দোষ সব আপনার বাবার সেই তো লেটেস্ট প্রোসেসর কিনে দেয়নি!
- একটা গান ছাড়ছেন সেটা চেক করে তবেই রিড অনুমতি দিবে। একটা গান ছাড়লে স্লো হচ্ছে বুঝবেন না। ২০০০ ছাড়ুন তারপর...............
- গেম খেলছেন মিনিমাম ২০০০ টিএক্স লোড হবে প্রতিটা সার্চ করলে কেমন হবে? আর ইএক্সই টা তো কয়েক মিনিট সার্চ করে অনুমুতি নিয়ে কনফার্ম করে তবেই ছাড়পত্র পাবে। নাহ! দোষ গ্রফিক্স কার্ডের!
- ইন্টারনেটের স্পীডও খেয়ে ফেলে এন্টি ভাইরাস। “নাহ! অমুক তমুক দিয়ে দেখি ১০০% ই পাচ্ছি”. ভুল. যখন রিকোয়েস্ট আসে বা যায় তখন সেটা চেক করে পোর্ট ও লিংক মনিটার করে যা রিকোয়েস্ট পাঠাতে দেরি করে। আবার পুরো স্পিডেই ডাটা আসল। তারপর সেগুলো চেক করে প্রসেস স্লো করে দেয় ফলে ওয়েব পেজ শো করতে দেরি হয়।□□□ □□□□ □□□□□□□□□ □□□□ □□□□□ □□□ এটা পরীক্ষা করতে পারেন।
- সিপিইউ আর আরএএম এর একটা নির্দিষ্ট স্থান রিজার্ভ করে রাখে।
- চলতি সব প্রসেস মনিটর করে যা অন্যন্ত বেদনাদায়ক।
- “নারে ভাই! আমি এক্সক্সক্স ইউস করি এটা পিসি একদম স্লো করে না!” আপনি যদি জানতেন আপনি কি বলছেন তবে মনের কথা মনেই রাখতেন। আপনি বলছেন আমি তাপ ছাড়াই রান্না করি। মানে হয় আপনি রান্না করেন না কিংবা কাচাই খান।
আমার মনে হয় জানি আপনি কখনোই আর এন্টিভাইরাস ইন্সটল করবেন না।
এন্টিভাইরাস কেন লাগবে না?
- কারন আপনি স্লো সিস্টেম চান না।
- আপনি ফাস্ট কাজ করতে চান
- আপনি গ্রাফিক্স বা গেম নিয়ে থাকতে চান
- ফাস্ট বুট চান
- ঝামেলা মুক্ত সিস্টেম চান
- আপনি এক্সট্রিম কনফিগারাশানের সিপিইউ চালান না।
- পাইরেটেড এন্টিভাইরাস ব্যাবহার কাজের না
- আপনি ভাইরাস মুক্ত থাকার কৌশল জানেন
- সঠিক ব্রাউসিং জানেন তাই ফিশিঙের ভয় নেই
- আপনি এমন কিছু ট্রিক্স পাচ্ছেন যাতে নিজেই এন্টিহাইরাসে পরিনত হবেন
শেষ কথাঃ
পরীক্ষা ও বিশেষ কাজে গত ২ তারিখ থেকে ৩০ তারিখ টিটি তে আসতে পারিনি। পিসি তে নেট অফ ছিল। মোবাইল দিয়ে টিটি ভিসিট করতে পার পেজ গড়ে ৭-১০ টাকা খরচ হয় যা বিলাসিতা। মোবাইল ভার্শনের আবেদন থাকবে।পরীক্ষা ভাল হয়েছে এবং বিশেষ কাজটাও সফল হয়েছে। আমার জন্য দোয়া করবেন যেন পরীক্ষার রেজাল্ট মনের মত হয়।
ও হ্যা আরেকটা কথা যারা আমার ইমেল আর মেসেজ বক্স ‘শ্রভ্র রঙের গ্রহ’ এর দ্বিতীয় পর্বের জন্য ভরিয়েছেন তাদের জন্য, আসছে...............
আপনি নতুন? আমার আগের লেখা টিউন গুলো মিস করেন নি তো?
উইন্ডোজ ৮ কেমন হবে? জানতে চান? তাহলে এই টিউনে চোখ বুলান!অসাধু টিউনারের কেচ্ছা কাহিনী জানতে এই টিউন দেখুন।
কোন কোন সাইটের ব্যাবহারকারীরা বেশি প্রতারিত হয় তা দেখতে এই টিউনে স্ক্রল করুন
হাতে সময় আছে? সায়েন্স ফিকশান পড়বেন? তাহলে এই টিউনে সচিত্র সায়েন্স ফিকশান পড়ে নিতে পারেন
আরও টিউন পাবেন আমার টিউনার পাতায়।
আমার কুখাদ্য (পচাঁ টিউন) খাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভ বিদায়।
0 comments:
Post a Comment