Jul 3, 2014

ফ্রি আইটি কোর্স! নিশ্চিত চাকুরী!!

আইটিতে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট’  নিয়ে এলো বিশাল দুটি লোভনীয় অফার।
১। ফ্রি আইটি কোর্স।
২। কোর্স শেষে নিশ্চিত চাকুরীর অফার।

 ক্রিয়েটিভ আইটিতে আবারো শুরু হয়েছে ফ্রি আইটি কোর্স

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের আওতাধীন হাইটেকপার্কের উদ্যোগে স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বিশেষ স্কলারশিপ ঘোষনা করেছে। এর আওতায় প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, অ্যাডভান্স এসইও এবং নেটওয়ার্কিং প্রশিক্ষনের সুযোগ রয়েছে।

কোন কোন কোর্সে স্কলারশীপ পাচ্ছেন?

  • প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন (৩ মাস): ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফ্লাশ এনিমেশন
  • অ্যাডভান্স এসইও কোর্স (২মাস): কীওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইস, ওয়েবসাইট অপ্টিমাইজেশন, অনলাইন মার্কেটিং, লিংকবিল্ডিং, কনটেন্ট ডেভোলপ
  • হার্ডওয়্যার এবং নেটওয়ার্কি কোর্স (৩মাস): সিসিএনএ, লিনাক্স, উইনডোজ সার্ভার ২০০৮, মাইক্রোটিক সার্ভার

কারা পাবেন এই স্কলারশীপ?

  • গ্রাজুয়েটধারী যেকোন ব্যক্তি
  • চার বছরের ডিপ্লোমা সার্টিফিকেটধারী যেকোন ব্যক্তি।
স্কলারশীপটি পাওয়ার জন্য আবেদন করতে ভিজিট করুন: http://www.creativeit-inst.com
আবেদেনের শেষ তারিখঃ ২৫ জুন,২০১৪।

নিশ্চিত চাকুরীর অফারসহ গ্রাফিক্স কোর্স

ক্রিয়েটিভ আইটিতে আবারও নিশ্চিত চাকুরীর অফারসহ গ্রাফিক্স কোর্স শুরু হচ্ছে। একটি  ইমেজ প্রসেসিং কোম্পানীর চাহিদা অনুযায়ি ৬০ জন ক্লিপিং পাথ এক্সপার্ট দরকার। পল্টনে অবস্থিত নেদারল্যান্ডভিত্তিক এ কোম্পানীতে আগস্টের ১ম সপ্তাহের মধ্যে ইমেজ প্রসেসিংয়ে দক্ষ লোক দরকার।

 চাকুরীর বিস্তারিতঃ

  • লোকেশনঃ পল্টন
  • বেতনঃ ৮,০০০- ১০,০০০ টাকা,
  • চাকুরীতে আসন সংখ্যাঃ ৬০টি।
  • জব টাইপঃ ফুলটাইম চাকুরী। ৩ টি শিফটে অফিস হবে।
  • এ চাকুরীর অফারের উপর ভিত্তি করে বিশেষ ১মাসের গ্রাফিকস কোর্স শুরু হচ্ছে।

 কোর্স বিস্তারিতঃ

  • কোর্সের বিষয়ঃ ক্লিপিং পাথ (সফটওয়্যারঃ অ্যাডোব ফটোশপ)
  • কোর্স ফিঃ ৮,০০০টাকা
  • কোর্স মেয়াদকালঃ ১মাস (১৪ ক্লাশ)
  • ভর্তির শেষ সময়ঃ ২৫ জুন’২০১৪
এ অফারটির বিস্তারিত জানতে নিচের লিংকঃ http://goo.gl/wzEaYf
আইটি সেক্টরে ক্রিয়েটিভ আইটির অবদান এবং ভবিষ্যত কিছু পরিকল্পনা। ক্রিয়েটিভ আইটি দেশের আইটি সেক্টরে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছে। সেই সাথে অবদান রাখছে, দেশের বেকার সমস্যা দূরীকরনে।

গত ১বছরে সেইরকম উল্লেখযোগ্য কিছু অবদান একপলকে

  • ২৮ ডিসেম্বর’২০১৩ তে বাংলাদেশ জাতীয় যাদুঘরে দেশের ১৫০ জন নারীকে গ্রাফিকস এবং ওয়েব ডিজাইন সেক্টরে মোট ২০লাখ টাকার আইটি স্কলারশীপ প্রদান করা হয়।
  • ২০১৪ সালের জানুয়ারীতে ৮০ জন ছেলেকে একসাথে একটি অফিসে ক্লিপিং পাথ বিষয়ক চাকুরীর ব্যবস্থা করে দেওয়া হয়।
  • ২০১৪ সালের এপ্রিল মাসে হাইটেক পার্কের সহযোগীতায় সর্বমোট ২৭৫ জন গ্রাজুয়েটকে ফ্রি আইটি প্রশিক্ষণ শুরু হয়। এক্ষেত্রে গ্রাফিকস, এসইও, নেটওয়ার্কিংযের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়, যা এখনও চলছে।
  • এগুলোর বাইরেও অসংখ্য স্টুডেন্ট কোর্স ফি দিয়ে কোর্স সম্পন্ন করেছে।
  • এবছর সর্বমো্ট ২৩০জনকে (লোকাল: ১২০ জন, আউটসোর্সিং: ১১০জন) কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
  •  ঢাকার বাইরে এবং দেশের বাইরের স্টুডেন্টদের জন্য বাংলাদেশে সর্বপ্রথম অনলাইনে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ক্রিয়েটিভ আইটি।
  • এ বছর এখন পযন্ত ১৫টি ফ্রি আউটসোর্সিং বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ, গ্রাফিকস, এসইও, ওয়েবডিজাইন, থ্রিডি অ্যানিমেশন এবং নেটওয়ার্কিংয়ের উপর ৩০টি ফ্রি সেমিনার আয়োজন করা হয়েছে। এ সেমিনারগুলো সবার জন্যই উন্মুক্ত ছিল।

সামনে আরো যা যা অফার আসছে

  • হাইটেক পার্কের সহযোগীতাতে আবারও ৩০০ জনকে ফ্রি আইটি প্রশিক্ষনের (গ্রাফিকস, এসইও, নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন, থ্রিডি ডিজাইন, মোবাইল অ্যাপস) অফার আসছে খুব শীঘ্রই।
  • এর আগেরবার শুধু মাত্র গ্রাজুয়েটদেরকে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হলেও এবার গ্রাজুয়েটদের পাশাপাশি ডিপ্লোমা সম্পন্ন করা স্টুডেন্টদেরও দেওয়া হবে ফ্রি প্রশিক্ষণ।
  • চট্টগ্রামবাসীদের জন্য সুখবর। আপনাদের প্রাণপ্রিয় আইটি প্রতিষ্ঠান খুব শীঘ্রই আসছে আপনাদের শহরে। তাও আবার ফ্রি প্রশিক্ষণ নিয়ে।
  • অনলাইনেও গ্রাজুয়েটদের জন্য ফ্রি প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।
  • আগামী সেপ্টেম্বরের মধ্যে ১১০ জনকে গ্রাফিকস বিষয়ক (ইমেজ প্রসেসিং) চাকুরী প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।
  • ক্রিয়েটিভ আইটির সকল অফারগুলো নিয়মিত জানতে সাথেই থাকুন সবসময়।

যোগাযোগ করুনঃ

  • ওয়েবসাইটঃ http://www.creativeit-inst.com
  • ফেসবুক গ্রুপঃ facebook.com/groups/creativeit/
  • ফেসবুক পেজঃ facebook.com/CreativeBangladesh
  • স্থানঃ মমতাজ প্লাজা (৫ম তলা )(ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা
  • ফোনঃ ০১৬১৪১৩৪৪২৪, ০১৯৭৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd

1 comments:

Anonymous said...

You have given very nice post it is very knowledgeable and result oriented. Website is very good tool for any companyWeb Designing Company Bangalore | Website Development Bangalore graphic design training

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test