হ্যালো গাইজ,
আমাকে তো মনে হয় নেশায় পেয়ে বসছে, যা শিখছি, শেয়ার করতেছি, । তাই বলে এক দিনে দুটা টিউন ? নাহ আমি গেছি।
যাহোক কাজের কথায় আসি।
আজ আমরা শিখবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়েই কিভাবে কোন টরেন্ট ফাইল ডাউনলোড করা যায়, তাও কোন টরেন্ট ক্লায়েন্ট এর হেল্প ছারাই। শুরু করা যাক।
এবার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড করে ফেলেন কি দরকার।
আমাকে তো মনে হয় নেশায় পেয়ে বসছে, যা শিখছি, শেয়ার করতেছি, । তাই বলে এক দিনে দুটা টিউন ? নাহ আমি গেছি।
যাহোক কাজের কথায় আসি।
আজ আমরা শিখবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়েই কিভাবে কোন টরেন্ট ফাইল ডাউনলোড করা যায়, তাও কোন টরেন্ট ক্লায়েন্ট এর হেল্প ছারাই। শুরু করা যাক।
- প্রথমে .torrent ফরমেটের ফাইল টা সরাসরি ডাউনলোড করে নেন । সরাসরি বললাম, কেননা কোন রকম টরেন্ট ক্লায়েন্ট ব্যাবহার করার দরকার নাই। কইরেন ও না।
- ফাইল টা কই ডাউনলোড হইলো খেয়াল আছে তো ?
- এবার http://zbigz.com সাইটে ঢুকেন
- আগে থেকে ডাউনলোড করে রাখা ফাইল টা সিলেক্ট করে আপলোড এ ক্লিক করেন।
- এবার এরা আপনাকে জিগেস করবে আপনি প্রিমিয়াম না ফ্রি সার্ভিস ব্যাবহার করবেন। ফ্রি তা তো জানা কথা। ক্লিকান।
- একটু অপেক্ষা করেন, ফাইল টা ক্যাচে করতে সময় নিবে অল্প একটু।
এবার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড করে ফেলেন কি দরকার।
- আপনার পিসিতে ডাউনলোড ম্যানেজার ইনস্টল না করা থাকলেও সমস্যা নাই, সাধারন ভাবেই ডাউনলোড হবে। ইনজয়।
লেখাটি এর আগে আমার ব্লগ ফাজলামী ডট কম এ প্রকাশিত। ভালো বা কাজে লাগলে কমেন্ট করতে ভুলবেন না, আগ্রহ পাই।
1 comments:
Post a Comment