আসসালামু আলাইকুম। TechTunes এর সবাইকে মাহে রমযানের মোবারকবাদ।
আজ আমি একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেখানে আপনি নিজের Twitter page,FaceBook page,Youtube video অথবা কোন ওয়েবসাইট submit করতে পারবেন।এতে আপনার টুইটার পেজের Follower বাড়তে থাকবে হুহু করে, ফেসবুক এ অনেক Like পাবেন,Youtube ভিডিও র জন্য প্রচুর দর্শক পাবেন, আর যদি আপনার নিজের কোন সাইট সাবমিট করেন তাহলে প্রচুর Click পাবেন।
তাহলে চলুন দেখা যাক পুরো ব্যপারখানা !!!
- সাইটটি তে যেতে হলে এখানে ক্লিক করুন
- এরপর চিত্রের মতো লাল বৃত্তের ভিতর Register Button এ ক্লিক করুন
- Register page এ আপনার ইমেল আর পাস ওয়ার্ড দিন এবং SUBMIT বাটনে ক্লিক করুন।
- আপনার ইমেল চেক করুন এবং সেমত তাদের দেওয়া LINK এ ক্লিক করুন।
- এবার Sign In করুন
- চিত্রের মতো Collect Free Token এ ক্লিক করে কিছু token collect করুন। এটা কয়েক ভাবে করা যায়,কার facebook এ লাইক দিয়ে ,twitter এ টুইট করে বা follow করে টোকেন earn করতে পারেন। তবে সবচেয়ে সহজ হল AUTO mode.এখানে শুধু AUTO এ ক্লিক দিয়ে রাখলে স্বয়ংক্রিয় ভাবে টোকেন বাড়তে থাকে।
- নীচের চিত্রের মতো "Post website/Facebook" link এ ক্লিক করে আপনার সাইট submit করুন।
- submit কৃত সাইট গুলো মনিটর করুন My Website Link এ ক্লিক করে।
1 comments:
Post a Comment