May 28, 2011

আসুন আমরা আমাদের ফ্রিজের সমস্যা নিজেরাই সমাদান করি

১=ফ্রিজে নিওটেল বা আরতিং কম পেলে।
২=কমপ্রেশার বা মটরের কয়েল জলে গেলে।
এই সমস্যা২টি সাধারণত কারেন্ট এর কারনে হই।যেমন অনেক সময় দেখাজাই কারেন্ট চলেগিয়ে সাতে সাতে চলেআসে।
সমাধান
জুদি ফ্রিজে ধরলে শর্ট করে। তাহলে আপনি একটি তার ও একটি লুহার পাত হাতে নিন এবং তারের দু মাতা ছিলুন এবং তারের এক মাতাই লোহার পাতটি ভাল করে লাগান।বুচতে নাপারলে নিচের ছবিতে দেখুন
ff 1 আসুন আমরা আমাদের ফ্রিজের সমস্যা নিজেরাই সমাদান করি | Techtunes
এখানে তারের দুন মাতা ছিলেচি।তার পর নিচে
ff আসুন আমরা আমাদের ফ্রিজের সমস্যা নিজেরাই সমাদান করি | Techtunes
এখানে তারের এক মাথাই লুহার পাত লাগিয়েচি।তার পর।
f 1 আসুন আমরা আমাদের ফ্রিজের সমস্যা নিজেরাই সমাদান করি | Techtunes
প্রথমে ফ্রিজটি off করে নিবেন।তার পর ফ্রিজের পিছনের বডির একটি ইসকুরুতে তারের খালি মাতাটি ভালকরে পেচিয়ে লাগাবেন।তারপর লুহার পাত জুক্ত মাতাতি মাটিতে পুতে দিবেন অথবা ফ্রিজের পায়ের নিচে রেখেদিবেন জেন ফ্লুট বা মাটি থেকে আরতিং পাই।তার পর এখানে কয়েক ফুটা পানি দিয়ে দেবেন।ওপরের ছবিতে ১ ফ্রিজের পিছনের বডির ইসকুরু ২ ফ্রিজের পায়ের নিচে ফ্লুটে লুহার পাতের অংস।
এই ভাবে না হলে,কম্প্রেসারকে হুমছ মিটার দিয়ে চেক করতে হবে। কম্প্রেসারকে চেক করার কথা এই কারনে বল্লাম জে ওপরে আমি বলেছি
২=কমপ্রেশার বা মটরের কয়েল জলে গেলেও শর্ট করে।
কম্প্রেসার চেক করার পুরবে।কম্প্রেসারে রিলে ও ওভারলোড নামক ছুট দুটি পারছ আছে,এগুলু খুলেনিন।তার পর নিচের ছবির ওনুসারে চেক করুন।
f আসুন আমরা আমাদের ফ্রিজের সমস্যা নিজেরাই সমাদান করি | Techtunes
এখানে প্রথমে ১নঃপিন থেকে ২নঃপিন এবং ২নঃপিন থেকে ৩নঃপিন এবং ৩নঃপিন থেকে ১নঃপিনএ চেক করুন।জুদি মিটারে কুনু একটা শু নাকরে তাহলে কম্প্রেসারের কয়েল কাটা মনেকরবেন।আর জুদি সবগুলি মিটারে শু করে।তাহলে আবার এই ভাবে চেক করবেন।১নঃপিন থেকে কম্প্রেসারের জেকুন অংসে,এই ভাবে তিন পিন চেক করবেন।জুদি এখানে কুনুটা শু করে তাহলে মনেকরবেন কম্প্রেসারের কয়েল জলে গেছে আর শু নাকরলে ভাল মনেকরবেন।
আমি অভ্র নতুন চালাই তাই বানানে অনেক সমসসা বুজেনিবেন,আর আমার জন্ন দোয়া করবেন।এই টিউনটি জদি কারু কাজে আসে তাহলে কমেন্ট করবেন।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test