Dec 6, 2011

3D paintbrush.তৈরী করুন আপনার 3D প্রজেক্ট মনের রঙ্গে রঙ মিশিয়ে।

বরাবরের মতই সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।আশা করছি ভালো আছেন সবাই এবং বরাবরের মতই প্রত্যাশাও তাই।আজ আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটি সফটওয়্যার যা ডাউনলোড করতে অসুবিধা হবার কথা নয়।তবে একটা জিনিস আমাকে যারপর নাই অবাক করেছে তা হলো আমার গত টিউনে করা magix এর বিশাল দু'টি সফটওয়্যার রেকর্ড পরিমান ডাউনলোড হয়েছে।আমি ভাবতে শিখছি প্রয়োজনীয় জিনিস তা যত বড়ই হোক না কেন ডাউনলোড করতে আপনারা পিছু পা হন না।ধন্যবাদ এই সাহসীকতাকে।

সফটওয়্যারটির নাম 3D paintbrush.মজার এই সফটওয়্যারটি 3D প্রেমিকদের ভালো না লেগেই পারে না।আসলেই জটিল এই 3D paintbrush সফটওয়্যারটি।মনে করুন আপনি একটি 3D ছবি আপলোড করলেন এভাবে

এবার আপনার মনের রঙ মাখিয়ে তা 3D paintbrush দিয়ে রঙ্গীন করে তুলুন মনের মাধুর্য্য দিয়ে ঠিক এভাবে

আপনি যদি স্কেচ তৈরীতে পারদর্শী হন তা হতে পারে SketchUp, AutoCAD, Rhino, 3DS, STEP, IGES এবং OBJ ফাইল ফরম্যাট থেকে।তারপর সেই স্কেচে রংতুলি মেশান এভাবে

এছাড়া তৈরী করতে পারবেন বিভিন্ন রকম 3D text

শুধু 3D text তৈরী করলেই হবে?যদি মনে করেন তা স্থাপন করবেন আপনার প্রিয় কোন ওয়াল পেপারের উপরে তবে তাও সম্ভব

আপনি হয় তো ভাবছেন আমি গোবেচারা মানুষ আমি তো স্কেচ তৈরী করতে পারি না।সফটওয়্যারটির কতৃর্পক্ষ আপনার/আমার কথাও চিন্তা করে রেখেছে।

দেখানো জায়গাতে ক্লিক করলে হাজার হাজার এমন স্কেচ পাবেন।ধরুন আমরা একটা ডাউনলোড করলাম

এবার তা স্থাপন করি এবং মনের মত করে সাজিয়ে নেই।আমি একটু সাজিয়েছি কেমন হলো জানাবেন

এবার ছোট খাটো কিছু কথা।ব্যাগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন,Scale/ Copy/ Paste/ Move/ Show/ Hide/ Delete parts এসব করতে পারবেন,আলো কম কিংবা বেশী করতে পারবেন,ইচ্ছে মত রঙ পরিবর্তন করতে পারবেন,Drag এবং drop করতে পারবেন সরাসরি সফটওয়্যারটি্র ম্যাটেরিয়াল গুলো থেকে,মাউস দিয়ে যেভাবে খুশী যেমন খুশী ছবিটি নাড়াচাড়া করতে পারবেন,এছাড়া যা পারবেন তা হলো আপনার তৈরীকৃত প্রজেক্টটিকে এ্যানিমেশন দিতে।এরপর তা সেভ করতে পারবেন বিভিন্ন ফরম্যাটে।এক্ষেত্রে কপি/পেষ্টের আশ্রয় নিলাম
* Export as standard image formats (JPG, BMP, PNG, TIFF, GIF)
* Export as 3D PDF
* Export as EXE (Executable file format)
* Export as 3DS format
* Create animations for presentations and video tutorials
* Export as Shockwave Flash for your web based applications
* Export as SVG format
* Export as XAML for Microsoft Expressions Blend
যারা সফটওয়্যারটি ডাউনলোডে আগ্রহী তারা মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে পারেন ৫৮ মেগাবাইটের এই সফটওয়্যারটি
ডাউনলোড করতে ক্লিক করুন
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন।সিরিয়াল কী' দিয়ে বুঝে নিন আপনার ফুল ভার্সন।আশা করি আপনাদের ভালো লাগবে।আর কি?সবাই ভালো থাউন এই কামনায় বিদায় নিচ্ছি।আল্লাহ হাফেজ।।।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test