Dec 6, 2011

AURORA 3D animation maker 11. এ্যানিমেটেড টেমপ্লেটস এ যুক্ত করুন এ্যানিমেটেড 3D টেক্সটস

সবাইকে সালাম ও শুভেচ্ছা। সকলের জন্য শুভ কামনা রেখে শুরু করছি। আজ টিউন করার কোন ইচ্ছা কিংবা প্রস্তুতি কোনটাই ছিলো না। হঠাৎ সিদ্ধান্তে টিউন করতে বসলাম। দায়সারা টিউন আর কি। অনেকটা মিনি টিউন বলতে পারেন। আজ আর বেশী কথা নয়,শুধুই কাজের কথায় আসি। হঠাৎ সিদ্ধান্তে যে সফটওয়্যারটি শেয়ার করবো বলে এসেছি তার নাম AURORA 3D ANIMATION MAKER 11. যারা মনের মত করে এ্যানিমেটেড টেক্সট,বিভিন্ন ডিজাইন এবং ব্যানার তৈরী করতে চান তাদের জন্য আদর্শ সফটওয়্যার এটি।

আসুন এর কিছু অপশনের সাথে পরিচয় করিয়ে দেই। বিভিন্ন এ্যানিমেটেড টেক্সট এ্যানিমেটেড টেমপ্লেটের সঙ্গে যুক্ত করতে পারবেন। যেমন -

এছাড়া রয়েছে বিভিন্ন রকম টেক্সট যার কিছু নমুনা দিলাম

পাবেন বিভিন্ন রকম সেপ

বিভিন্ন রকম ফ্রেম

আইকোন

চোখ ধাঁধাঁনো লাইট যা আপনার প্রজেক্টে যুক্ত করতে পারবেন।

আমি চেষ্টা করেছি একটা তৈরী করতে যার নমুনা এখানে

GIF এ্যানিমেশনটা অনেক ছোট হলো অনেক চেষ্টা করেও বড় করতে পারলাম না। উল্লেখ্য gif ছাড়াও wmv , avi , flash ইত্যাদিতে ফাইল সেভ করতে পারবেন।

যারা আগ্রহী তারা মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করে নিতে পারেন ৩৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড শেষ হলে যখন সিরিয়া কী চাইবে তখন কী'জেন ওপেন করুন এবং লিখুন

কালকে দেখা হবে রাত ১২টার পর যেকোন সময়।নিয়ে আসবো সাইজে বড় কিন্তু কাজের একটি সফটওয়্যার।যাদের প্রয়োজন তারা যে ঠিকই ডাউনলোড করবেন তার প্রমান পেয়েছি AUTOCAD এ।অতএব সাহসীরা কাল অপেক্ষা করবেন রাত ১২ টার পরে। আশা করছি ঠকবেন না।
তাহলে এই পর্যন্তই।ভালো থাকুন সবাই। শুভ রাত্রি এবং ||| আল্লাহ হাফেজ |||

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test