আসসালামুআলাইকুম।
সবাই কেমন আছেন? ভাল নিশ্চই? এখন আমি আপনাদের কী উপহার দিতে যাচ্ছি তা হয়ত আপনারা শিরনাম দেখেই বুঝতে পেরেছেন। আমরা সবাই জানি অটোডেস্ক ত্রীডি স্টুডিও ম্যাক্স হলো ইফেক্টস,মুভি মেকিং এবং মডিলিং করার জন্য একটি উল্লেখযোগ্য সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে ত্রীমাত্রিক এনিমেশনকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসা সম্ভব।
অটোডেস্ক ত্রীডি স্টুডিও ম্যাক্স দিয়ে তৈরী করা এমনি কিছু প্রোজেক্ট নিম্নে দেওয়া হলো:
অটোডেস্ক ত্রীডি স্টুডিও ম্যাক্স ২০০৯ এ যেসব নতুন অপশন যুক্ত করা হয়েছে:
মুলত ত্রীডি স্টুডিও ম্যাক্স ২০০৯ এ যেসব অপশন যুক্ত করা হয়েছে তার সম্পূর্ণ বর্ণনা এখানে করা সম্ভব নয়। তাই নিম্নে মেইন অপশন গুলোর নাম দেওয়া হলো:
হেল্প মুভি
লাইটস
মেটিরিয়াল এবং ম্যাপ
রেন্ডারিং
হেয়ার ইমপ্রোভিমেন্স
ক্যারেক্টার ইমপ্রোভিমেন্স
মডেলিং ইমপ্রোভিমেন্স
0 comments:
Post a Comment