Dec 6, 2011

AUTODESK autocad 2010 ফুল ভার্সন (ইংলিশ+পোর্টেবল) এবং MICROSOFT visual basic professional 5.যথার্থ ব্যবহারকারীদের জন্য।

সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি ভালো আছেন এবং ভালো থাকুন এই শুভ কামনা ক্ষনিকের নয়,সব সময়ের জন্য।বুকটা কাঁপছে কারন আজ আপনাদের সাথে এমন দু'টি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি যা শেয়ার করার যোগ্যতা আমার নেই কারন এর সম্পর্কে আমি তেমন কোন ধারনা আপনাদের দিতে পারবো না।তারপরেও টিউন করছি কারন আপনারা যদি সবক্ষেত্রে আমার ধারনার উপরে নির্ভরশীল হয়ে থাকেন তবে অনেক মূল্যবান সফটওয়্যার পাওয়া থেকে বঞ্চিত হবেন তা বলাই বাহুল্য।এই সফটওয়্যার গুলো আমার কাছে মূল্যবান মনে হলো তাই শ্যার করতে বসলাম সময় নষ্ট না করে।অনুরোধ-যারা এর সমঝদার কিংবা এর কাজ বোঝেন শুধু তারাই ডাউনলোড করুন।বাকিটা আপনাদের ইচ্ছা।

AUTODESK AUTOCAD 2010 (PORTABLE)


এক সঙ্গে অনেক ধরনের পেশাজীবি এবং ছাত্ররা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন ।আসুন জানা যাক কি কি কাজে এর ব্যবহার এবং কোন পেশাজীবিরা এটি ব্যবহার করতে পারবেন।
* architechture
* civil engineering
* electrical engineering
* manufacturing
* mechanical, electrical and plumbing (mep)
* structural engineering
* other (general design and documentation)
যারা এসব পেশাজীবি কিংবা ছাত্রজীবি তাদের জন্য উত্তম এই সফটওয়্যারটি।এর দ্বারা আপনারা আপনাদের প্রজেক্টের কাজগুলো করতে পারবেন।সফটওয়্যারটি যে এক্টিভ তার প্রমান স্বরুপ আমার কম্পিউটার থেকে তিনটি স্ক্রীনশর্ট সংযোগ করছি।

এর পরপরেই খুলে যাবে আপনার কাংখীত সফটওয়্যারটি এবং আপনি তৈরি করতে পারবেন আপনার স্বপ্নের প্রজেক্ট।

আমি অনেক দিন থেকেই চেষ্টায় আছি আপনাদের সঙ্গে AUTODESK কোম্পানীর সফটওয়্যারগুলো শেয়ার করার জন্য।কিন্তু অনেকবার ডাউনলোড করেও সফল হতে পারিনি।কিছু না কিছু সমস্যা থেকেই গেছে।পাসওয়ার্ড প্রটেক্টেড,ফাইল মিসিং,সিরিয়াল কী' কাজ না করা এমন হাজারো কারনঙ্গাজ আমি একটি শেয়ার করলাম।ভবিষ্যতে আরো এই AUTODESK কোম্পানীর সফটওয়্যার শেয়ার করতে পারবো বলে আশা রাখি।
এবার গুগল থেকে পাওয়া কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।বুঝতে সুবিধা হবে।




যারা এই দূর্লভ সফটওয়্যারটি ডাউনলোডে আগ্রহী তারা মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে পারেন।সাইজে একটু বেশীই বলতে হবে।৫৭৩ মেগাবাইট।
পার্ট ১ (১০০ মেগাবাইট)

পার্ট ২ (১০০ মেগাবাইট)

পার্ট ৩ (১০০ মেগাবাইট)

পার্ট ৪ (১০০ মেগাবাইট)

পার্ট ৫ (১০০ মেগাবাইট)

পার্ট ৬ (৭৩ মেগাবাইট)
এবার ফাইলগুলো জোড়া লাগিয়ে চলে যান আপনার স্বপ্নের ঠিকানায়।যেহেতূ পোর্টেবল তাই বাড়তি কোন ঝামেলা নেই।

MICROSOFT VISUAL BASIC PROFESSIONAL 5



যদিও সফটওয়্যারটি একটু পুরানো ভার্সন কিন্তু সমঝদারদের কাছে মূল্যবান হিসেবে সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।খুব সম্ভব এটি ওয়েব সাইট ডিজাইন সহ আরো অন্যান্য কিছু কাজে লাগে যা আমার বোধগম্য নয়।আসুন দেখি কি কি কাজে লাগে।

সফটওয়্যারটি আপনারা পাবেন সিরিয়াল কী'সহ ফুল ভার্সন হিসাবে।ইন্সটলের সময় সিরিয়াল কী চাইবে দিয়ে দিন

সিরিয়াল কী'পাওয়ার পর মাইক্রোসফট যখন নিজে থেকে আপনাকে product id দিয়ে দেয় তখন তো বুঝতেই হবে এটি জেনুইন ভার্সন

ইন্সটল শেষ করুন এবং উপভোগ করুন একটি পরিপূর্ণ সফটওয়্যার।এই সফটওয়্যারটির সাইজ ১৬৬ মেগাবাইট।ডাউনলোডে আগ্রহীরা নীচে থেকে ডাউনলোড করুন
ডাউনলোড করতে ক্লিক করুন

তো আজ এই পর্যন্তই।সফটওয়্যার দু'টি কাজে লাগলে আমার ৫ টি ঘন্টার পরিশ্রম স্বার্থক হবে।সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।।।
দুঃখের সঙ্গে জানাচ্ছি মিডিয়া ফায়ার কতৃপক্ষ autokad autodesk 2010 সফটওয়্যারটি কপিরাইটের দায়ে মুছে ফেলেছে।যারা ডাউনলোড করেছেন তারা ভাগ্যবান আর যারা ডাউনলোড করতে পারেননি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।
মিডিয়া ফায়ারের দেয়া ম্যাসেজ

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test