Dec 6, 2011

Autodesk AutoCad 2011 ফুল ভার্সন।টিউনটি সবার জন্য নয়,কারো কারো জন্য।

সবাইকে সালাম ও শুভেচ্ছা। প্রত্যাশা মত সবাই ভালো আছেন বলে আশা করছি। আজ আমি আপনাদের সাথে AUTODESK AUTOCAD 2011 শেয়ার করবো যা সিরিয়াল কী'দিয়ে ফুল ভার্সন করা। অতীতে আমি AUTOCAD 2010 পোর্টেবল নিয়ে টিউন করেছি আর ১১ই জুন ২০১১ জনৈক টিউনার AUTODESK AUTOCAD 2012 নিয়ে টিউন করেছেন।উনার টিউন থেকে তিনবার ডাউনলোড করেছি কিন্তু পার্ট ৩ এর কারনে এক্টিভ করতে পারিনি। এরপর একটু খুঁজতেই পেয়ে গেলাম ২০১১ ভার্সন। ইন্সটল করলাম এবং প্রানপন চেষ্টার পর অবশেষে এক্টিভ করতে পেরেছি। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি।হয়তো কারো কাজে লাগবে।
AUTODESK AUTOCAD . বিস্তারীত লিখার ক্ষমতা নেই। তবে খুব শখ শিখবো । এই দু'টো সফটওয়্যার আমাকে খুব টানে আর শিখবো সে নিয়তেই ডাউনলোড করা।একটা হলো ফটোশপ আর অন্যটা অটোক্যাড। ( জীবনে কতকিছু শিখতে চেয়েছি কিন্তু কিছুই শিখতে পারিনি।অন্যসব না পাওয়ার ভিড়ে আমার এই চাওয়াটাও মিশে একাকার হবে তা বেশ জানি।তবু প্রত্যাশা করা দোষের কিছু নয়) ।
যারা 2D এবং 3D প্রজেক্টের কাজ করে থাকেন বা ডিজাইনিং বা আর্কিটেক্ট,সিভিল ইঞ্জিনিয়ারিং,ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং,মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত তাদের জন্য আদর্শ এই সফটওয়্যারটি। যাইহোক এই সফটওয়্যারটি যারাই ডাউনলোড করবেন তারা যে জানলেওয়ালারাই হবেন তাতে কোন সন্দেহ নেই। ভুল তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করতে চাইনা কিংবা তাদের তোপের মুখে পড়তে চাই না।



যারা এই সফটওয়্যারটি সিরিয়াল সহ ফুল ভার্সন করতে ইচ্ছুক তারা মিডিয়া ফায়ারে ডাউনলোড করতে পারেন ৮ খন্ডে যার প্রতিটি খন্ড ১৩৩ মেগাবাইট করে।তাহলে শুরু করা যাক
পার্ট ১ (১৩৩ মেগাবাইট)
পার্ট ২ (১৩৩ মেগাবাইট)
পার্ট ৩ (১৩৩ মেগাবাইট)
পার্ট ৪ (১৩৩ মেগাবাইট)
পার্ট ৫ (১৩৩ মেগাবাইট)
পার্ট ৬ (১৩৩ মেগাবাইট)
পার্ট ৭ (১৩৩ মেগাবাইট)
পার্ট ৮ (১৩৩ মেগাবাইট)
আপনার যদি সবগুলো পার্ট ডাউনলোড হয়ে থাকে তবে এখন আসুন মূল পর্বে।একটু মনযোগ এবং ধৈর্য্যের প্রয়োজন।সবগুলো পার্ট এক করে এক্সক্ট্রাক্ট করুন।এক্সট্রাক্ট করার পর এরকম ফাইল পাবেন।

যদি এরকম ফাইল পান তবে আপনাকে সিডিতে বার্ণ করতে হবে।আপনাকে কিছুই করতে হবে না শুধু একটি ডিভিডি সিডি ঢুকালেই হবে।বাকি সব কাজ নিজেই করবে।
আর যদি এরকমফাইল পান

তবে setup এ ক্লিক করে সরাসরি ইন্সটল করা শুরু করুন।
এবার দেখুন কি ভাবে কি করবেন।
শুরুর দিকে ট্রায়াল অথবা সিরিয়াল দিতে বলবে। নোটপ্যাডে যা আছে কপি করে পেষ্ট করুন।ছবি দেখুন

এবার আপনাকে নিয়ে যাবে এই পেজে।এই পেজে তখনি যাবেন যখন আপনার সিরিয়াল গ্রহনযোগ্য হবে

এবার দেখুন ইন্সটল প্রায় শেষের পথে।

ইন্সটল শেষ

এবার আপনার জন্য থাকবে এরকম একটি পেজ। activiti তে ক্লিক করুন

এবার আপনাকে এমন একটা পেজ দেখাবে।স্বাভাবীক ভাবেই মনটা খারাপ হয়ে যাবে কারন এত বড় ফাইল ডাউনলোডের পর সিরিয়াল এরোর দেখানোর যন্ত্রনায়।

।এবার যা বলি শুনুন। কী'জেন ওপেন করুন এবং mem path লেখাতে ক্লিক করুন।প্যাচ সাকসেস হলে কী'জেন বন্ধ করবেন না। এবার customer service request লেখাতে ক্লিক করুন এবং পরবর্তী পেজে যান

অংকগুলো ভালো করে লক্ষ্য করুন। ১নং লেখা request code টি কী'জেনের ২ নং জায়গায় হাতে লিখুন।এবার ৩ নং জায়গাতে generate লেখাতে ক্লিক করুন। তাহলে ৪ নং জায়গাতে আপনাকে একটি activition কোড দিবে। ৫ নং জায়গাতে নিয়ে সেটা হাতে লিখুন। ৬ নং জায়গায় country বাংলাদেশ সিলেক্ট করুন এবং ৭ নং জায়গায় next ক্লিক করুন।
এবার এমন পেজ আসবে।

close লেখাতে ক্লিক করলে পুনরায় এই পেজ আসবে।কী' জেন বন্ধ করবেন না।

activate ক্লিক করুন এবং নতুন পেজ পাবেন নীচের মত।

i have an activition code from autodesk সিলেক্ট করুন।কী' জেনে থাকা activation ঘরের কোডগুলো নীচের ঘরে লিখুন।আপনি লিখুন ও নিজে থেকেই সাজিয়ে নিবে।লেখা শেষ হলে next ক্লিক করুন

উল্লেখ্য এটি শুধু ৩২ বিট কম্পিউটারের জন্য।কোন কোন এন্টিভাইরাস কী'জেন কে ভাইরাস হিসেবে ধরতে পারে।এরপর সিদ্ধান্ত আপনার। AUTODESK AUTOCAD 2011 দিয়ে তৈরী একটি ডিজাইন শেয়ার করে বিদায় নিচ্ছি।ভালো থাকবেন। শুভ রাত্রি এবং ||| আল্লাহ হাফেজ |||

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test