Dec 2, 2011

মাত্র তিনটি কাজ ই আপনার সাইটের এলেক্সা রেংকিং ইম্প্রুভ করতে যথেষ্ঠ !

যারা এলেক্সা রেংকিং এর মুল্য বোঝেন তারা সবসম্য় ই চান খুব ভাল একটা রেংকিং, আমি নিজে ও জানি এলেক্সা রেংকিং এর মুল্য কতটুকু তাই অনেক আর্টিকেল পরেছি কিভাবে এলেক্সা রেংকিং ইম্প্রুভ করা যায়. এবং আমার পঠিত আর্টিকেল গুলোতে যে বিষ্য় গুলি কমন পেয়েছি সেগুলো ই প্রয়োগ করেছি এবং আমি ভাল ফলাফল পেয়েছি. তাই আজকে আমি আপনাদের সাথে সে বিষ্য় গুলি শেয়ার করতে যাচ্ছি আশাকরি কাজে লাগবে


প্রথ্ম কাজ

আপনার সাইট টি এলেক্সা তে ক্লেইম কর. আপনি খুব সহজেই আপনার সাইট টি এলেক্সা তে ক্লেইম করতে পারেন. এটা মুল্ত আপনার প্রধান এবং প্রথ্ম কাজ

দ্বিতীয় কাজ

আপনার দ্বিতীয় কাজ টি হল আপনার ব্রাউজারে এলেক্সার টুলবার টি ইন্সটল করা. এলেক্সা মুল্ত এই টুল বারের মাধ্য্মেই আপনার সাইটের তথ্য পায়. তাই এটা মুল্ত আপনার মুল হাতিয়ার
এলেক্সা টুলবার টি এখান থেকে ইন্সটল করেন নিন

তৃতীয় কাজ

আপনার সাইটে এলেক্সা সাইট উইজেট ব্যাবহার করা. যখ্ন কেউ আপনার সাইটের এই উইজেট টিতে কেউ ক্লিক করবে তখ্ন এটা অনেক কাজ দেবে. এবং আপনার সাইটের ভিজিটর দের অনেকের ই হয়তো এলেক্সা টুলবার ইন্সট্ল করা থাকেনা সে ক্ষেত্রে এটা মারাত্তক কাজ দেবে. অন্য দিকে আপনার সাইট টি যখ্ন ওপেন হবে, সাথে এলেক্সা সার্ভার থেকে আপনার সাইট উইজেট টির ইমেজ ও ওপেন হবে এতে এলেক্সা আপনার সাইটের ইনফো ট্রাক করতে পারবে.

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test