আজ আমরা একটি মজার জিনিস শিখবো। আর এই মজার জিনিসটি হলো Shutdown Virus । চলুন দেখি কিভাবে ভাইরাসটি তৈরী করা যায়।
যা যা করতে হবে :
(১) ডেক্সটপে মাউচ রেখে মাউচের বামপাশের বোতামে ক্লিক করুন।
এখন New তে গিয়ে Shortcut এ ক্লিক করুন।
(2) এখন Type করুন shutdown –s –t 10 –c “A Virus was found !!! “Your computer will restart now.”
বুঝতে সমস্যা হলে নিজের ছবির দিকে খেয়াল করুন।
(10 এর স্থানে আপনি যা লিখবেন ঠিক সেই সময় পর আপনার কম্পিউটারটি বন্ধ হবে। ধরুন আপনি 20 সেকেন্ড পর বন্ধ করতে চাচ্ছেন, তাহলে 20 লিখবেন। 1 মিনিট হলে 60, 2 মিনিট হলে 2*60=120 , 5 মিনিট হলে 5*60=300 , 30 মিনিট হলে 30*60=1800 ইত্যাদি। অর্থাৎ সময় কে সেকেন্ডে কনভার্ট করে নিবেন। আর ইনভার্টেট কমার ভিতর যা লিখবেন, ঠিক সেই মেসেজটি কম্পিউটার বন্ধ হওয়ার আগে দেখাবে।)
(৩) এখন Next-এ ক্লিক করুন। ফলে নিচের ছবির ন্যায় একটি উইনডো দেখাবে।
(৪) এখন Finish-এ ক্লিক করুন।
তৈরী হয়ে গেল shutdown virus । এখন এটিকে cut করে start-এ গিয়ে startup Folder-এ paste করুন। এখন কম্পিউটারটিকে একবার restart দিন। ব্যাস কাজ শেষ। এখন সময় দেখুন। ঠিক 10 সেকেন্ড পর কম্পিটার একটি মেসেজ দেখাবে A Virus was found !!! “Your computer will restart now. এবং বন্ধ হয়ে যাবে। আবার অন করলে 10 সেকেন্ড পর তা আবার একই মেসেজ দেখিয়ে বন্ধ হয়ে যাবে।
সমাধান :
আপনার কম্পিউটারটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে start-এ গিয়ে startup Folder-এ গিয়ে shutdown.exe এই ফাইলটিকে delete করে দিন।
0 comments:
Post a Comment