Dec 11, 2011

মজিলা ইউজারদের জন্য(সার্ভার ব্রেক করে ২০০% বেশি স্পীডে নেট ব্রাউজ)

যারা মজিলা ইউজার তাদের জন্য, আসুন এবার জানি কিভাবে মজিলা ইউস করে ২০০% বেশী স্পিডে আমরা ব্রাউস করতে পারি।

জানি প্রথমে বিলিভ নাও করতে পারেন, তাই শুরুতে বলে নেই প্রথমে ৫মিনিট নরমাল ভাবে কয়েকটা সাইট ব্রাউস করুন। সেই সাইট গুলো নিচের ট্রিকস টি করার পর আবার ব্রাউস করুন। এবার দেখুন মজা। যাই হোক চলেন শুরু করি।


১। প্রথমে মজিলা বন্ধ করুন এখন নিচের ফাইল টা ক্লিক করে ডাউনলোড করুন। তারপর ডাউনলোড করুন:
Win32/i386 (XP/7/vista/8)

Linux/i386

Linux/AMD64

Linux/ARM

Linux/MIPS

Linux/PPC

DOS/i386
Atari TOS-MiNT/m68k

Source code (you will need UCL)


এছাড়া আপনি মেইন সাইড থেকে ডাউনলোড করতে পারেন।



২। এখন এটা ইউন রার দিয়ে আনজিপ করুন। আনজিপ হয়ে গেলে এবার এটাকে কপি করে নিয়ে যান মজিলা যেখানে ইনস্টল করেছেন মানে C:\Program Files\Mozilla Firefox তার পর সেখানে পেস্ট করে দিন পুরা ফোল্ডার টা।

৩। এবার নিচের কোড গুলো একটি নোটপেডে লিখুন সেভ করুন pp.bat নামে।

for %v in (*.exe *.dll components\*.dll plugins\*.dll) do upx “C:\Program Files\Mozilla Firefox\%v”

৪। pp.bat নামের যে ফাইল টা বানালেন সেটা ডাবল ক্লিক করুন। (দরকার হলে ২বার করুন ভালো করে সিউর হবার জন্য যে ডাউব ক্লিক হয়েছে) বাস হয়ে গেছে। এবার মজিলা ওপেন করুন এবং দেখুন কত বেশী স্পিডে আপনে ব্রাউসিং করছেন।

৫। আপনে যদি মনে করেন পুরা সিসটেম টা মুছে ফেলবেন তাহলে ডাউনলোড করা ফোল্ডার টি মুছুন এবং নিচের কোড গুলো নোটপেডে লিখে p.bat নামে সেভ করে ডাবল ক্লিক করুন। বাস আপনার পিসি থেকে মাত্র আমরা যা যা করলাম সব মুছে যাবে।

for %v in (*.exe *.dll components\*.dll plugins\*.dll) do upx -d “C:\Program Files\Mozilla Firefox\%v”



এবার উপভোগ করুন নতুন বাড়তি স্পীড।
ধন্যবাদ সবাইকে।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test