Dec 6, 2011

রিপেয়ার করুন নোকিয়া ফোন – বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই [উইন্ডোজ ৭ ৬৪বিট সহ সকল ভার্সন সাপোর্টেড]

*** পোস্টটি ব্যাকডেটেড। অনেক নতুন মডেল এভাবে ফ্লাশ দেওয়া সম্ভব না। সকল কাজ নিজ দায়িত্বে করবেন ***

যাদের নোকিয়া মোবাইল ফোন আছে, তারা সহজেই JAF দিয়ে আপনার ফোনটিকে ফ্ল্যাশ করে নিতে পারেন। তবে JAF দিয়ে সকল নকিয়া ফোন ফ্ল্যাশ করা যায়না। যেসব ফোন BB5 মডেলের অর্থাৎ Base Brand 5 সিরিজের শুধু সেগুলোই ফ্ল্যাশ করা সম্ভব। যারা ফ্ল্যাশ দিতে চান তারা আগে JAF ইন্সটল করে নিশ্চিত হয় নিন যে তাদের মডেলের ফোন লিস্টে আছে কিনা। তারপর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে কাজ শুরু করুন :)

যা যা লাগবে -

১) ইন্টারনেট কানেকশানসহ পিসি।
২) JAF v1.98 JAF PKEY Emulator v3 20.22MB ডাউনলোড করুন এখান থেকে
৪) navifirm - 71KB ডাউনলোড করুন এখান থেকে
৫) নকিয়া ফোন যার ফার্মওয়ার ইন্সটল করতে হবে
৬) পিসি-তে কানেক্ট করার জন্য USB কেবল
চলুন কাজ শুরু করে দিই...
১) প্রথমে নকিয়ার সব সফটওয়্যার আনইন্সটল করুন। কারন Nokia PC Suite, Synchronization, Ovi Suite ব্যাকগ্রাউন্ডে কাজ করলে সমস্যা হবে। এগুলো ভালমতো Close করতে পারলে (System Tray থেকেও) আনইন্সটলের দরকার নাই।
২) Firmware ডাউনলোড করা:
এই লিঙ্ক এ যেয়ে মডেল দেখে Firmware ডাউনলোড করে নিন। এখানে Firmware Executable আকারে থাকে, তাই ইন্সটল করা সুবিধা হবে। র‍্যাপিডশেয়ার থেকে ফাইল ডাউনলোড করার পুর্বে IDM ডিজ্যাবল করে দিন। অথবা ডাউনলোড বাটনে ক্লিক করার সময় Alt চেপে ধরে ক্লিক করুন। এতে কোনো এরর ছাড়াই ডাউনলোড করতে পারবেন। এই নিয়মটাই ভালো। রেপিডশেয়ার থেকে ডাউনলোড করতে সমস্যা হলে গুগল এ যান। তারপর এভাবে আপনার মডেল নাম্বার লিখে সার্চ দিন "site:mediafire.com RM-XXX" এখানে XXX হল নোকিয়া এর কোড, যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495. এভাবে মিডিয়াফায়ার থেকে ফাইল পেয়ে যাবেন।
উপরের টুকু কঠিন লাগলে navifirm চালু করুন। ইন্টারনেট কানেকশান on থাকতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। Products কলামে মোবাইলের মডেল আসবে। আপনার ফোন মডেল সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে Releases কলামে ভার্সন লিস্ট আসবে, কাঙ্খিতটি সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে Variants লিস্ট আসবে, এগুলো বিভিন্ন দেশ, এলাকা ও ভাষা-র Firmware প্রদর্শন করে। যেমন আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিকটি বাংলায়, ও লাল মডেলের। আমি তাই BENGA-RED সিলেক্ট করেছি। তারপর পাশে Firmware Files এর লিস্ট আসবে। All এ ক্লিক করে ডাউনলোড দিন। এগুলো হল ফোনের জন্য প্রয়োজনীয় File. ডাউনলোড হয়ে গেলে ফাইল গুলো C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\* ফোল্ডার এ রাখুন। লক্ষ করুন, আপনি যে মডেলের ফোন সিলেক্ট করবেন, তার কোড দিয়ে ফোল্ডার বানাতে হবে। যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495, এর ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-495 এ রাখতে হবে। এন৭২ এর কোড RM-180, এর ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-180 এ রাখতে হবে। কাজ না করলে C:\Program Files\Nokia\Phoenix\Products ফোল্ডার এ ফাইল গুলো রাখুন। navifirm থেকে সহজেই আপনার ফোনের কোড বুঝতে পারবেন।
৩) JAF ডাউনলোড করুন। ইন্সটল করার পর Run করবেন না।
৪) JAF PKEY Emulator ডাউনলোড করে Run করুন। ছবির মত করে Go তে ক্লিক করুন।
অনেকেই সেভেন বা ভিস্তা ব্যাবহার করেন। উইন্ডোজ সেভেনে কাজ করতে হলে JAF PKEY Emulator এর প্রোপারটিজ এ যান, তারপর Compatibility Mood এ Run as Windows XP দিন।
এবার JAF Box চালু হবে। ছবির মত Box driver notinstalled এরর দিতে পারে।
ভয় পাবেন না। OK তে ক্লিক করুন। J.A.F. by ODEON নাম এ উইন্ডো আসবে।
৫) ছবি দেখুন। BB5 Tab এ ক্লিক করুন। এখানে অনেক গুলো অপশন রয়েছে। প্রথমে Manual Flash এ টিক দিন। তারপর Use INI তে টিক দিন। তখন ছোট্ট একটা উইন্ডো তে নকিয়ার মডেলের লিস্ট আসবে। সেখান থেকে আপনার টা সিলেক্ট করুন।
দেখবেন MCU, PPM আর CNT এর আইকন তা সবুজ হয়ে গেছে। Dropdown menu থেকে আপনার প্রয়জনীয় ভাষা ও মডেল সিলেক্ট করুন। ফোন Dead হলে Dead USB তে টিক দিন। Normal Mode আর Factory Set এ টিক দিলে ইন্সটল শেষে ফোন Factory reset হবে ও Normal mode এ চালু হবে। আগের ভার্সন ইন্সটল করতে চাইলে Downgrade এ টিক দিন। তবে Downgrade করার সময় সাবধান থাকবেন, Firmware ভাল না হলে ফোন dead হয়ে যাবে।
৬) আল্লাহর নাম নিয়ে Flash বাটন এ ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে ফোন ফ্ল্যাশ হওয়া শুরু হবে। বক্সে এরকম টেক্সট আসবে যা দেখে Progress বুঝতে পারবেন।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
JAF version 1.98.62
Detected PKEY: 9000BC25
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.29.0
Changing mode...Done!
Detected P-KEY: 9000BC25
P-key nokia module version 01.02
Init usb communication...
Reading product code...
Product Code: 0571945
Searching for JAF saved location of ini...
Checking path: C:\Program Files (x86)\Nokia\Phoenix\Products\RM-495\
Searching for default location of ini...
Checking path: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\
Scanning ini files...
Searching for default location of ini...
Checking path: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw
PPM Flash file: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.ppm_ms
CNT Flash file: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.image_ms_red
APE Variant file: NONE
Backing up CRT...
Detected P-KEY: 9000BC25
P-key nokia module version 01.02
Init usb communication...
Reading IMEI...
C:\Program Files (x86)\ODEON\JAF\ProgData\358268032450034_CRT_backup_22844.pm
Done!
Backup CRT OK!
Detected P-KEY: 9000BC25
P-key nokia module version 01.02
Init usb communication...
Searching for phone...Found
Reading SW version...07.97
Reading battery value...3892 mV
Init usb flashing...
Reading flashid...
CMT: 307E0001 <=> SPANSION -> Type not in database
APE: 00000000 <=> Flash -> not detected
Verifing ADL communication... Status byte 2
Scanning selected flash files...
Found CMT ULO server in flash file...
ADL->Loader: Update Application Loader -> Single Chip
Loader len: 308032, CHK: 0x048B
ADL -> Sending loader...
.................................................................................................................................................................
Waiting for the phone to boot...
Searching for phone...
Status byte: 8000
Selecting CMT flash...
Result: 0000
Phone is in flash mode...
CMT blocks: 2289, APE blocks: 0
Erasing cmt...
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw...
Erasing cmt zone 00000000 - 000006BF ... Erase result: 0000
Erasing cmt zone 000006C0 - 0001FFFF ... Erase result: 0000
Erasing cmt zone 00040000 - 000BFFFF ... Erase result: 0000
Erasing cmt zone 000C0000 - 0013FFFF ... Erase result: 0000
Erasing cmt zone 00140000 - 0137FFFF ... Erase result: 0000
Erasing cmt zone 01380000 - 0151FFFF ... Erase result: 0000
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.ppm_ms...
Erasing cmt zone 01520000 - 01DBFFFF ... Erase result: 0000
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.image_ms_red...
Erasing cmt zone 01DC0000 - 0215FFFF ... Erase result: 0000
Erasing cmt zone 02160000 - 03FBFFFF ... Erase result: 0000
Send CMT CFG...
Writing cmt...
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw...
Sending CMT HASH for NOLO
Sending CMT HASH for KEYS
Sending CMT HASH for PRIMAPP
Sending CMT HASH for PASUBTOC
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected, sending...
cmt->PAPUB keys already sent...
Sending CMT HASH for UPDAPP
Sending CMT HASH for DSP0
Sending CMT HASH for MCUSW
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.ppm_ms...
Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.image_ms_red...
Rebooting...
Finishing CMT session...
Restarting CMT...
Pooling phone...
MCUSW: V 07.97
13-09-10
RM-495
(c) Nokia
APESW: (null)
VariantSW: (null)
Prodcode: 0571945
Done!
৭) Done দেখে বুঝবেন যে সব complete. এখন ফোনটি USB থেকে খুলুন, আর অন করে দেখুন কত সহজেই ফোন ফ্ল্যাশ, লক খোলা যায়।

সতর্কবার্তা

১) কাজ চলাকালে কেব্‌ল টান দিবেন না, এতে ফোন টি মারাত্তক ক্ষতিগ্রস্ত হবে।
২) কাজ চলাকালে পিসি যেন অফ না হয় সেদিকে খেয়াল রাখুন, ল্যাপটপ এ কাজ করলে সুবিধা হবে।
৩) Firmware যেন করাপ্টেড না হয়, তাহলে ফোন চালু হবেনা।
৪) অধৈর্য হবেননা, কাজটি করতে সময় লাগবে, ১০-৩০ মিনিট লাগতে পারে।
৫) সব নিজ দায়িত্বে করবেন। কারো কোনো ক্ষতি হলে আমি  নই। তবে আমি এটা নিজে করে ১০০ ভাগ সফল, অন্যদের ক্ষেত্রে না ও হতে পারে।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test