Dec 6, 2011

আপনি কি টিপস গুলো জানেন? না জানলে শিখে নিন।

আসসলামু আলাইকুম আশাকরি আপনারা  ভাল আছেন। আমি ও আপনাদের দোযায় ভাল আছি। আজ আমি আপনাদের আমার জানা দুটি টিপস শেয়ার করবো। হয়তো এটা অনেকেই জানেন। যারা জানেন না   তারা শিখে নিতে  পারেন। কাজে আসতে পারে। আমরা প্রতিদিন নেট ব্যবহার করি, আমাদের প্রয়োজনে অনেক সফ্টওয়্যার ডাওনলোড এবং আপলোড করে থাকি। আর আদের দেশের নেটের যে অবস্থা ?  ফলে আমাদের অনেক সময় ও ডাটা নষ্ট হয়। আমাদের যে সফ্টওয়্যার টি প্রয়োজন সেটি হয়তো  নেটে অন্য কেউ আপলোড করে রাখতে পারে, কিন্তু  আমরা  সেটা খুজে বের করতে পারি না বলে আমাদের নতুন করে ফাইল আপলোড করতে হয়।তাই আমাদের সময় ও ডাটা বাচানোর জন্য চলুন কিছু করা যায় কিনা । আমরা জানি মিডিয়া ফায়ার হচ্ছে আপলোড ও ডাওনলোড এর জন্য জনপ্রিয়। চলুন আপনার প্রয়োজনীয় ফাইলটি মিডিয়া ফায়ার  এ আছে কিনা জানতে,শেয়ার করতে ও ডাউন করতে,...................
টিপস- ০১
মনে করি আমি AUTODESK.AUTOCAD  নামে ফাইলটি দরকার তো গুগলে সার্চ করে দিখি রেজাল্ট কি আসে।
 সার্চ ইঞ্জিনে AUTOCAD এর মেইন ওয়েব সাইট গুলো শো করছে। কিন্তু আমাদের দরকার AUTOCAD এর ফাইলটি কোথা থেকে সহজে ডাওনলোড করা যাবে। এখানে আমদের টাগেট হচ্ছে মিডিয়া ফায়ার কিন্তু মিডিয়া ফায়ার গুগলে অনেক পেছনে শো করছে। এই কাজ টি সহজে করতে পারি আমরা এভাবে।...........
প্রথমে গুগলে যান।  mediafire search   লিখে এন্টার দিন। রেজাল্ট থেকে যে কোন একটা সিলেক্ট করুন।

এবার টাইপ করুন এবং রেজাল্ট দেখুন।

টিপস- ০২
অনেক সময় সফ্টওয়্যারকে ফুল ভারসন করার জন্য  ক্রোক বা সিরিয়াল নাম্বারের প্রয়োজন পডে। গুগলে সাধারণ ভাবে সার্চ করলে কিন্তু ক্রোক বা সিরিয়াল  শো করে না । ক্রোক বা সিরিয়াল  পেতে গুগলে আপনার সফ্টওয়্যার এর নামের সাথে  warez    যোগ করে সার্চ করবেন। দেখুন সাধারণ ভাবে সার্চ করলে রেজাল্ট কি আসে।
আর  warez    যোগ করার পডে..........
আশা করি সবার উপকারে আসবে। ধন্যবাদ।
মুভিখোর দের জন্য একটা দারুন সাইট প্রতিদিন নতুন নতুন মুভি এবং software পোষ্ট করা হয়।
যারা ক্রিকেট দেখতে ভালবাসে তাদের জন্য এই সাইট অনেক গুলো ইন্ডিয়ান টিভি চ্যানেল।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test