আমি কম্পু ভাই কে আমার ঘরে নিয়া আসি ২০০১ সালে। তখন আমি সবে কুষ্টিয়া জিলা
স্কুল থেকে মানবিক বিভাগে সবচেয়ে ভালো ফলাফল করলাম। কুষ্টিয়ার মধ্যেও ২য়
সর্বোচ্চ গ্রেড পেলাম। কুষ্টিয়া সরকারী কলেজে ব্যবসায় শিক্ষায় ভর্তি হোলাম।
আব্বা আমার কম্পু ভাই কে নিয়ে এলো। সেই থেকে কম্পু ভাই আমার গাইড। আমি আর
কম্পু ভাই একজন আর একজনকে ছাড়া থাকতে পারতাম না। এর মাঝে আমি পত্রিকাতে
দেখলাম লিনাক্স এর কথা। একদিন একটি আটি পত্রকায় একটি লেখা পড়লাম " লিনাক্স
এর বর্নিল ভুবনে আপনাকে স্বাগতম।" হঠাতই যেন বিষয় টা বেশ ভালো লাগলো। হন্নে
হয়ে খুজতে থাকলাম লিনাক্স এর সিডি। কিন্তু হায় কুষ্টিয়ার কোথাও পেলাম না
লিনাক্স এর ১ টা সিডি । শেষে প্রায় এক বছরের বেশী সময় পর পেলাম। আব্বা
ঢাকা গেলেন। আমি গো ধরলাম যে আমার একটা সিডি সহ লিনাক্স এর বই এনে দিতে
হবে। এটা ছিলো ২০০৩ সাল। আব্বা আমার জন্য লিনাক্স এর সিডি আর বই আনলো তবে
তা আমার আমার H.S.C. পরীক্ষার এর মধ্যে। আমার সেই প্রথম লিনাক্স ছিলো
Mandrake 8.0. আমার ২ হিসাববিঞ্জান পরীক্ষার মধ্যে ৭ দিন ফাকা ছিলো। আমার
যে আর সয় না। আমি আর নিজেকে ধরে রাখতে পরলাম না। ছুটির ৩য় দিনে আমি
Mandrake 8.0 সেটআপ দিলাম।
শুরু হলো আমার আলোর পথের যাত্রা। এথন পর্যন্ত আমি প্রায় ২৫ এর বেশি Linux নানা ধরনের Distribution ব্যবহার করেছি। এর পর আমাদের কুষ্টিয়াতে অনেক কে লিনাক্স সেটআপ দিয়ে দয়েছি। অনেক কে লিনাক্স ব্যবহারের জন্য উৎসাহিত করেছি। অনেকে এখন Linux নানা ধরনের Distribution ব্যবহার করছে। আমার খুব ভালো লাগে যখন দেখি একজন Linux সম্পর্কে জানতে চায় বা বুঝতে চায়। ২০০৪ সাল থেকে Linux এ আমি আমার BTTB(বর্তমানে BTCL) ইন্টারনেট ব্যবহার শুরু করি। (বর্মমানে আমি অবশ্য Ubuntu 9.10 ব্যবহার করছি) কেন জানি না আমি Windows ঘৃনা করতে শুরু করি সেই মসয় থেকেই, যেটা এখন পর্যন্ত করে যাচ্ছি, হয় তো বা ভিবষ্যতেও করবো।
আমার আইনের ব্লগ: http://www.lawinbd.blogspot.com
আমার আইনের PDF বইয়ের ওয়েবসাইট: http://www.lawinbd.yolasite.com
শুরু হলো আমার আলোর পথের যাত্রা। এথন পর্যন্ত আমি প্রায় ২৫ এর বেশি Linux নানা ধরনের Distribution ব্যবহার করেছি। এর পর আমাদের কুষ্টিয়াতে অনেক কে লিনাক্স সেটআপ দিয়ে দয়েছি। অনেক কে লিনাক্স ব্যবহারের জন্য উৎসাহিত করেছি। অনেকে এখন Linux নানা ধরনের Distribution ব্যবহার করছে। আমার খুব ভালো লাগে যখন দেখি একজন Linux সম্পর্কে জানতে চায় বা বুঝতে চায়। ২০০৪ সাল থেকে Linux এ আমি আমার BTTB(বর্তমানে BTCL) ইন্টারনেট ব্যবহার শুরু করি। (বর্মমানে আমি অবশ্য Ubuntu 9.10 ব্যবহার করছি) কেন জানি না আমি Windows ঘৃনা করতে শুরু করি সেই মসয় থেকেই, যেটা এখন পর্যন্ত করে যাচ্ছি, হয় তো বা ভিবষ্যতেও করবো।
আমার আইনের ব্লগ: http://www.lawinbd.blogspot.com
আমার আইনের PDF বইয়ের ওয়েবসাইট: http://www.lawinbd.yolasite.com
0 comments:
Post a Comment