আমি
আজ আপনাদের যে বিষয়টি জানাতে চাচ্ছি তা হলো বাড়ির ডিজাইন বিষয়ক। আমাদের
বাড়ির ডিজাইন করতে হলে সাধারণত প্রয়োজন হয় সিভিল ইঞ্জনিয়ারদের, কিন্তু আমি
আজ আপনাদের সাথে এমন একটা সফটওয়ার শেয়ার করব যেটার সাহায্যে আপনি আপনার
বাড়ির ডিজাইন খুব সহজেই করতে পারেন।
এটা একটি 3D সফটওয়ার। এটার নাম হচ্ছে DesignWorkshop Lite । সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সাথে টিউটোরিয়াল ও দিয়ে দিচ্ছি।এবার কিভাবে ডাউনলোড করবেন তা দেখুন:
- প্রথমে এই ওয়েব সাইটে প্রবেশ করুন;
- Download free 3D software এ ক্লিক করুন;
- প্রয়োজনীয় তথ্যাবলি দিন (ফ্যাক আইডি/ই-মেইল দিলেও ব্যাপার না);
- step 1 থেকে সফটওয়ারদি ডাউনলোড করুন;
- step 2 থেকে টিউটোরিয়ালটি ডাউনলোড করে নিন;
এবার আসুন ইন্সটলেশনে:
- DesignWorkshop_Lite-Win.exe রান করুন;
- exe ফাইলঠি আনজিপ হবে C ডাইভে;
- C ডাইভে DesignWorkshop Lite Installer নামের একটা সেটাপ ফোল্ডার পাবেন;
- এখান থেকে সেটাপ দিন DesignWorkshop Lite।
- All Programs থেকে DesignWorkshop Lite রান করে শুরু করে দিন আপনার বাড়ির ডিজাইনের কাজ।
শুধু টিউন পড়লেই হবে না। এবার আমাকে মেইল করে দেখাবেন কে কেমন ডিজাইন তৈরি করলেন।
সবাই ভালো থাকবেন, সকলের শুভকামনায় শেষ করছি আমার আজকের এই টিউন।
ধন্যবাদান্তে- উইন্ডোজ শোয়েব।
0 comments:
Post a Comment