Dec 6, 2011

DraftSight উবুন্টুতে AutoCAD সম সফ্টওয়্যর

প্রকৌশল অংকনের জন্য AutoCAD নিঃশন্দেহে সবচেয়ে প্রসিদ্ধ ও জনপ্রিয় সফ্টওয়্যর। কিন্তু এতদিন লিনাক্স এর সম সফ্টওয়্যর খুব একটা ছিলনা বলেই আমার ধারনা। QCAD নামে একটি অংকনের সফ্টওয়্যর থাকলেও, কিউক্যড আবার অটোক্যড এর .dwg ফাইল খুলতে সক্ষম নয়। তার মানে নতুন করে সব করা! যেটা অটোক্যড এর অনেকেই মেনে নেবেন না।
DraftSight রিলিজ ১২ থেকে শুরু করে রিলিজ ২০১০ পর্যন্ত .dwg ফাইল খুলতে পারার কথা। খুলতে পারার কথা এই জন্য বলছি, সংরক্ষন করার সময় এই সিলেকশান গুলো দেখেছি।

যদিও লিনাক্স (উবুন্টু) এর জন্য ড্রাফ্টসাইটের প্যকেজ করা হয়েছে, উইন্ডোজ তথা "জানালা" তেও এটা পাওয়া যাচ্ছে।

নামাতে পারবেন, এখান থেকে

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test