Dec 10, 2011

Linux এ Root password Recovery

Linux এ root পাসওয়ার্ড ভুলে গেলে নিচের নিয়ম অনুসরন করে তা উদ্ধার করা যায়।
স্টেপ-১। প্রথমে সিষ্টেম এর পাওয়ার অন করতে হবে। নিচের স্ক্রিন দেখা যাবে।


স্টেপ-২। এরপর 'e' প্রেস করতে হবে। 'e' প্রেস করার পর নিম্নোক্ত স্ক্রিন দেখা যাবে-


স্টেপ-৩। তারপর যে ইমেজ থেকে বুট করাতে চান তা সিলেক্ট করতে হবে। এবং আবারো 'e' প্রেস করতে হবে । করার পর তা নিম্নোক্ত স্ক্রিন দেখা যাবে-

স্টেপ-৪। এখন "1" প্রেস করতে হবে। (যা উপরোক্ত স্ক্রিনে দেওয়া আছে।) এবং এন্টার প্রেস করতে হবে । তার সাথে সাথে 'b' প্রেস করতে হবে ।


স্টেপ-৫ । এখন passwd লিখে এন্টার প্রেস করতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড দিতে হবে।

স্টেপ- ৬ । সর্বশেষে reboot লিখে এন্টার প্রেস করতে হবে। সিষ্টেম রিবুট হবার পর root account দিয়ে লগনইন করুন আর পাসওয়ার্ড হিসাবে দিবেন আপনার নতুন পাসওয়ার্ড।

এই ভাবে আপনি হারিয়ে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করতে পারেন।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test