Dec 6, 2011

POSER pro 2012 . 3D এ্যানিমেশন তৈরীতে নতুন মাইল ফলক। আপনিও বানিয়ে ফেলুন ভার্চুয়াল সবকিছু।

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। ভালো থাকুন,সুন্দর থাকুন। ভেবেছিলাম আজকে AUTODESK AUTOCAD ARCHITECHTER 2012 নিয়ে টিউন করবো কিন্তু সিদ্ধান্ত পাল্টালাম। খাবার যত ভালোই হোক প্রতিদিন এক খাবার খেতে যেমন ভালো লাগে না তেমনি এক কোম্পানীর সফটওয়্যার নিয়ে টিউন করাটাকেও হয়তো ভালো দেখায় না। তাই সিদ্ধান্ত পালটে আজ নিয়ে এলাম সম্পূর্ণ ভিন্ন রকম এবং ভিন্ন এক কোম্পানীর সফটওয়্যার। আশা করি এই পরিবর্তনে খুশী হবেন অনেকেই। কাজের সফটওয়্যারগুলো বরাবরই একটু বড় সাইজের হয়। অপেক্ষাকৃত বড় সফটওয়্যারগুলো যে সবসময়ই কাজের হয় তা বিশ্ববিখ্যাত সফটওয়্যারগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন। সে তুলনায় কম মেগাবাইটের খেলনা এবং চটকদার সফটওয়্যারগুলো কতটুকু কার্যকর ও প্রয়োজনীয় তা গুণীজন মাত্রই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমার এই সরল স্বীকারক্তি নিয়ে মতভেদ দেখাতে পারেন অনেকেই কিন্তু তাতে সত্যর বিন্দুমাত্র ক্ষতি হবার কথা নয়। শুরু করছি আজকের টিউনের বিষয়বস্তু নিয়ে। চলুন ঘুরে আসি ভিন্ন জগতে।

POSER PRO 2012


এটি বিখ্যাত smith micro কোম্পানীর সফটওয়্যার। যারা প্রফেশনালী এ্যানিমেটেড 3D নিয়ে কাজ করেন তাদের জন্য এই সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে নিখুঁত অঙ্গবিন্যাস, ডায়নামিক চুল, ডায়নামিক কাপড় এবং মুখের মর্ফ তৈরী করতে পারবেন সহজেই। এছাড়া মাউসের মাধ্যমে শরীরের প্রতিটি অংগ-প্রতঙ্গ নাড়াতে পারবেন ঠিক আপনার শরীরের প্রতিটি ভাঁজ যে ভাবে আপনি নাড়াতে পারেন।ছবি দেখুন।

শুধুমাত্র মাউস দিয়ে নাড়াতে পারবেন প্রতিটি অংগ-প্রতঙ্গ। ছবি দেখুন

চিত্রে দেখানো প্রতিটি জিনিস দিয়ে আপনি আপনার মডেলের শরীর কে কন্ট্রোল করতে পারবেন

আমি তেমন কিছু জানাতে পারলাম না। আর তাই লিঙ্ক দিচ্ছি এদের ওয়েব সাইট থেকে ঘুরে আসার জন্য। ঘুরে আসুন কিন্তু প্রেমে পরবেন না। তাহলে ডাউনলোড না করে উপায় নেই।
অফিসিয়াল সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন

এবার আসুন ডাউনলোডের ব্যাপারে কথা বলি। আপনি কি সফটওয়্যারটি পছন্দ করেছেন? তাহলে ডাউনলোড করতে পারেন ৯৮০ মেগাবাইটের এই ফুলভার্সন সফটওয়্যারটি যা আপনাদের ডাউনলোডের সুবিধার্থে ৭ টি ফাইলে আপলোড করা হয়েছে মিডিয়া ফায়ারে।প্রথম ৬ টি ফাইল ১৫০ মেগাবাইট করে এবং শেষেরটি ৮০ মেগাবাইট।
পার্ট ১

পার্ট ২

পার্ট ৩

পার্ট ৪

পার্ট ৫

পার্ট ৬

পার্ট ৭

ক্র্যাক ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে

যদি আপনার ডাউনলোড শেষ হয়ে থাকে তবে সবগুলো পার্ট জোড়া লাগান। ইন্সটল করুন। সবকিছু শেষ হলে ক্র্যাক ফাইলটি খুলে MY COMPUTER >>> ALL PROGRAMS >>> SMITH MICRO তে ঢুকিয়ে দিয়ে ক্র্যাক ফাইলটিতে ২ বার ক্লিক করুন। এবার কম্পিউটার রি ষ্টার্ট করুন। ঝামেলা শেষ। আশা করি সফটওয়্যারটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনি যদি টিউটোরিয়াল দেখতে চান তবে ইউটিউবে দেখতে পারেন। আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না। আপনি নীচের ইউটিউব লিখাতে ক্লিক করুন তাহলে টাইম মেশিনে পৌছে যাবেন গন্তব্যে।

উল্লেখ্য যে এটি শুধুমাত্র ৩২ বিটের কম্পিউটারের জন্য। এবার ২/১ টি ছবি দেখি কি বলেন?


সাবধান !! আপনিও হয়ে যেতে পারেন

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test