Apr 28, 2012

এক ক্লিকেই রিফ্রেশ করুন আপনার পুরো পিসি

আমরা পিসি তে কাজ করার সময় প্রায়ই স্লো হয়ে যায়। তখন রিফ্রেশ করলে কিছুটা হলেও গতি বাড়ে । সাধারন ভাবে রাইট ক্লিক করে রিফ্রেশ করলে শুধুমাত্র বর্তমান পেজটি রিফ্রেশ হয়।
আচ্ছা যদি এমন হয়, এক ক্লিকেই রিফ্রেশ হয়ে যায় আপনার পুরো পিসি তাহলে কেমন হয় ? :lol: :lol: :lol:  !!! আজ আমি আপনাদের তেমন একটি সফটওয়্যার দেব। যদিও সফটওয়্যার বলাটা ঠিক হবেনা কেননা এটি শুধুমাত্র নোটপ্যাড দিয়ে তৈরি একটি Batch ফাইল। শুধু ডাউনলোড করুন আর ক্লিক করুন এবং পরবর্তীতে ব্যাবহারের জন্য রেখে দিন।
সাইজ মাত্র ৬৯ বাইট্‌স্‌ !!!
ডাউনলোড করুন এখান থেকে

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test