Apr 27, 2012

যেকোনো অ্যাপাসার পেনড্রাইভ ফরম্যাট করুন সহজেই

৩ মাস আগের কথা। আমার ৪ গিগাবাইট অ্যাপাসার পেনড্রাইভ থেকে সব ধরনের কপি প্রোটেকশন দূর করার পরেও পেনড্রাইভ থেকে কোন কিছু কপি, মুভ এমনকি পেনড্রাইভ ফরম্যাট করতে গেলেও বলতঃ
 "The disk is write protected"
সপ্তাহখানেক পেনড্রাইভের পেছনে সময় দিয়ে কোন সমাধান না পেয়ে পেনড্রাইভটির আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলাম।
তারপর হঠাত একদিন পেয়ে গেলাম সমাধান। উদ্ধার করে ফেললাম ভাইরাসের শৃঙ্খলে চিরবন্দি আমার তথাকথিত সেই পেনড্রাইভটিকে। এরকম সমস্যায় আপনি পড়ে থাকলে এই পোস্টটি আপনার জন্যই।
১) প্রথমে এই ঠিকানায় গিয়ে আপনার পেনড্রাইভের মডেল নম্বর জেনে নিন। পেনড্রাইভের মডেল নম্বর পেনড্রাইভটির প্যাকেট থেকেও সংগ্রহ করতে পারেন। যাইহোক, যেভাবে পারেন আপনার পেনড্রাইভটির মডেল নম্বর জোগাড় করতে হবে।
২) এবার এই ঠিকানায় যান।
৩) Product Category এর ঘরে USB Flash Drives, Download Type এর ঘরে Utility এবং Model No. এর ঘরে পেনড্রাইভটির মডেল নম্বর সিলেক্ট করে দিয়ে Submit এ ক্লিক করুন।

৪) তাহলে পেয়ে যাবেন পেনড্রাইভটির ফরম্যাটারকে। নিচের দেখানো স্থানে ক্লিক করে ইউটিলিটিটি ডাউনলোড করে নিন।
এবার ইউটিলিটিটি পিসিতে সেটআপ দিয়ে ভাইরাসে আক্রান্ত পেনড্রাইভটি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে।
>>> শহরতলী ব্যান্ডের ফেলানি-২০১১ এক্সক্লুসিভ এম্পিথ্রি সংটি ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করে।
কাজ হইলে মিষ্টি পাঠাইয়া দিয়েন। ভাল থাকবেন সবাই।
ব্যাতিক্রমি ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে বিকন ব্লগে আসুন।
============ ধন্যবাদ ============

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test