Apr 28, 2012

Desktop এর হোম স্ক্রীন থেকেই নিয়ন্ত্রণ করুন পুরো পিসিকে

[আমরা যারা WINDOWS 7 ব্যবহার করি তাদের জন্য এই টিপসটি প্রযোজ্য।]
যারা windows7 ব্যবহার করেন তারা DESKTOP এর হোম স্ক্রীন থেকেই পুরো পিসিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আপনি সাধারনত কোন ফাইল বা গান বা কোন মুভি প্লে করতে চান তাহলে আপনাকে মাউস ক্লিক করতে করতে ফাইল এর ভিতরে ডুকতে হয়, তারপর ফাইল ওপেন করতে হয়। কিন্তু সামান্য কিছু সেটিংস্‌ পরিবর্তন করে নিলে আপনাকে আর ডাবল ক্লিক করে করে ফোল্ডার এর ভিতরে ডুকতে হবে নাহ। শুধু মাউসকে সামান্য নাড়াচাড়া করে এই কাজটা সম্পন্ন করতে পারবেন ঠিক নিচের ছবির মতো করে।

এর জন্য যা করতে হবে====

প্রথমে Start Button e Click.

তারপর একটু ডানপাশে গিয়ে মাউস এর RIGHT বাটন এ ক্লিক করলে Proprties আসবে। Proprties এ ক্লিক করুন।

এবার উপরের Toolbars এ ক্লিক।


এখন উপরের ছবিতে লাল চিন্নিহিত অংশের মত করে Desktop & Tablet Pc Input Panel এ ক্লিক করুন এবং ওকে করে বেরিয়ে আসুন।

ব্যাস আপনার কাজ শেষ। এইবার Desktop এর হোম স্ক্রীন দেখেন এইরকম দুইটা আইকন আসবে এই আইকন গুলু দিয়েয়েই নিয়ন্ত্রণ করুন পুরো পিসিকে।এত গেল শুধু ফোল্ডার দেখার কাহিনী এইবার দেখেন কিভাবে মাউস টিপে, এবং নিজে লিখে টাইপিং করবেন।
এইবার আপনি আগে যে Tablet Pc Input Panel এ ক্লিক করছেন তার কারনে Desktop এর হোম স্ক্রীন এরকম একটা আইকন আসবে এতে ক্লিক করুন ।

আর উপরের ছবির মত করে মাউস দিয়ে যেকোনো অক্ষর লিখুন আর দেখুন আপনার কাঙ্ক্ষিত word চলে আসবে।

আর মাউস দিয়ে টাইপিং করতে উপরের লাল চিন্নিহিত জায়গায় ক্লিক করুন আর মাউস দিয়ে টাইপিং করার মজা দেখুন।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test