Apr 27, 2012

চোখের সামনে অথচ অদৃশ্য Folder hide করুন সবচেয়ে সহজ উপায়ে কোন softowere ছারাই

একদম সহজ কিন্তু অনেক এ ব্যাপারটা জানেন না ,যারা  জানেন তারা আরও একবার জানবেন...... :) ।
 
আমি  নতুন টিউনার ... এটি আমার দ্বিতীয় পোস্ট বুঝতে সমস্যা হলে মাফ করবেন...
নিচের ধাপগুলোর মত  কাজ করুন.....
১. NEW FOLDER তৈরি করুন ।
২. RENAME করুন Alt চেপে 0160 ।(খেয়াল করুন প্রথমে ই নতুন একটি ফোল্ডার তৈরী করুন। এবার ফোল্ডারটির উপর রাইট বাটন ক্লিক করুন> রিনেইম এ ক্লিক করুন> এবার Alt চেপে ধরে রাখুন বাম হাতে এবং ডান হাত দিয়ে কীবোর্ডের নিওম্যারিক অংশ থেকে 0160 চাপুন এবার আস্তে করে ডান হাতে চেপে ধরে রাখা Alt বাটন টি ছেড়ে দিন( যখন 0160 চাপবেন তখন কিন্তু অন্য হাতে Alt চেপে ধরে রাখতে হবে , ছেড়ে দিলে কিন্তু হবেনা , 0160 লিখার পর ছাড়তে হবে Alt বাটন কে) ছেড়ে দেবার পর দেখবেন যে ফোল্ডারের নামের জায়গাটিতে কিছুই টাইপ হয়নি শুধু কার্সরটি টিক টিক করছে। এবার আস্তে করে এন্টার চাপুন তাহলে দেখবেন যে আপনার ফোল্ডারটির নাম new folder থেকে পরিবর্তিত হয়ে এখন ফাকা হয়ে গেছে অর্থ্যাৎ কোন নামই নেই। )
         দেকবেন নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়েছে (নিচের মত )
নাম ছাড়া ফোল্ডার
 ৪. এবার আইকন গায়েব করার পালা ... ফোল্ডারটির >propertise >costomizee>change icon এ ক্লিক করুন ।
৫.invisible icon বেঁছে নিন (নিচের ছবির মত )......
invisible icon
 ৬.এখন ok press করুন ।
        আপনার  ফোল্ডার এখন চোখের সামনে  কিন্তু অদৃশ্য ......
কোথায়ে  এই ফোল্ডার  তৈরি করেছেন তা ভাল করে মনে রাখবেন । তাহলে আপনি ছাড়া এই ফোল্ডার এর খোজ কেও জানবে না । কোন সফটওয়্যার ছারাই নিজস্ব security ।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test