May 6, 2012

Microsoft Kodu (কডু) : গেম বানান মনের মত!

মাইক্রোসফট কডু (KODU)

নাম সুনলেই প্রথমে অনেকে মনে করতে পারেন এইটি আবার কি ধরনের সফটওয়্যার। এটি এমন এক্টি সফটওয়্যার যার মাধ্যমে যে কেউ যে কন ধরণের গেম বানাতে পারবেন। মাইক্রোসফট এই প্লাটফর্মটি এমন ভাবে বানিয়েছে যাতে করে সবাই প্রগ্রামিং এর মজাটা মুটামুটি ভাবে বুস্তে পারে। প্রথম পর্যায়ে মাইক্রোসফট এটি তাদের রিসার্চ  এর জন্য বাজারে ছেরেছে। বাজারে ছাড়ার কয়েক সপ্তাহের মধ্যে এটি ব্যাপক  সারা পরে। যদিও মাইক্রোসফট এটি কিডসদের কথা চিন্তা করে বানিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সব ধরনের age  এর ছেলেমেরা এটি ব্যবহার করতে শুরু করেছে।

আমার অভিজ্ঞতা

আমি আশলে গেম প্রিও একটা মানুষ। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল গেম বানানোর। কিন্তু গেম বানাতে গেলে আমার মনে হতো আমার প্রগ্রামিং শিখতে হবে তাই ভয় আর গেম বানানোর দিকে হাত দিতাম না। মাইক্রোসফট কডু (KODU) যখন  বাজারে আসে তখন সবার কাছে শুনতে শুরু করি এটি এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে খুব সহজেই যে কেউ গেম বানাতে পারবে। কিছু দিন আগের কথা, আমি চিন্তা করলাম দেখি সফটওয়্যারটা ডাউনলোড করি। তারপর ইন্সটল করে বুজার চেষ্টা করলাম মাইক্রোসফট কডু মাধ্যমে কি আশলেই গেম বানানো যাবে নাকি আমার পক্ষে। কিছুক্ষণ  সফটওয়্যারটি ব্যবহার করার পর বুস্তে পারলাম এটি একটি খুবি মজার প্লাটফর্ম যার মাধ্যমে নাকি আমি খুবি তারাতারি একটি গেম বানাতে পারবেন।

এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কিভাবে এটি সম্ভব প্রগ্রামিং ছাড়া ?

এইটার উত্তর সহজ ভাসায়ে যদি বলি এটি অনেক সহজ একটি বেপার।কারন এই প্লাটফর্মটি এমন ভাবে বানানো যেইখানে আপনি আপনার পছন্দ সব কিছু ব্যবহার করতে পারবেন। এইখানে আগের থেকে সব কিছু বানানো আছে।আপনি সুধু এটি ব্যবহার করবেন প্রেওজন অনুযায়ী। এখন নিশ্চয়ই আপনি বুস্তে পারছেন মাইক্রোসফট কডু (KODU) কি মজার একটি গেম প্লাটফর্ম। কডু ব্যবহার করে আপনি যেকোনো ধরণের গেম বানাতে পারবেন আপনার পছন্দমত। যেমন রেসিং, স্পোর্টস থেকে শুরু করে কিনা নাই।
আশা করছি আপনি আজকের থেকেই এটি ব্যবহার শুরু করবেন :)

সরাসরি ডাউনলোড করতে এই ঠিকানাটি ব্যবহার করুন

http://fuse.microsoft.com/project/kodu.aspx

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test