May 15, 2012

Odesk এ Autocad,3d Modelling নিয়ে কাজ করছি…আপনারাও করতে পারেন

কেমন আছেন সবাই।আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের  Odesk  এ কাজ করা নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করব।
প্রায় ২ মাস অপেক্ষার পর Odesk এ প্রথম কাজ পাই।কাজ টা হল Autocad শিখানো।Employer United state  এর।এর পর আরও ৩ জন কে Autocad এবং ২ জন কে 3ds max শিখাই।Teaching করি Teamviewer এর মাধ্যমে।
আরও কিছু কাজ করি ফটোশপ,seo,revit architechture নিয়ে।
2d drawing,3d modelling,photoshop design করে ৬ মাস এ আয় হয় ২০০০ usa dollar.আমার কিছু কাজের নমুনা দিলাম।




Fixed price,hourly দুই  ধরনের কাজ করি।hourly rate 7$/hour.
বিড করার সময় দেখে নিবেন Employer কোন দেশের।indian,pakisthani হলে বিড করবেন না।project description ভাল ভাবে পরে তারপর বিড করবেন।রাত ২-৩ টার দিকে বিড করতে পারলে কাজ পাওয়া সহজ হবে।
odesk এ কাজ করা নিয়ে কোনও কিছু জানার দরকার হলে মেইল করতে পারেন।
pantho.pp@gmail.com

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test