Oct 16, 2012

ADOBE PHOTOSHOP CS6 EXTENDED ( Download )

সবাইকে সালাম ও শুভেচ্ছা।সেই সকাল থেকে কম্পিউটারে বসেছি আর উঠা হয়নি।এখান থেকে সেখানে আর সেখান থেকে এখানে ঘুরতে ঘুরতেই দিন পার।যতই দেখি আর ততই অবাক হই আর যতই অবাক হই ততই মুগ্ধ হই।তবে মেজাজটা খারাপ হয়ে আছে একটা কারনে। adobe illustrator cs6 3.5 giga ফাইল নামাতে গিয়ে ২ বারই মাঝ পথে থেমে গেছে 1.5 giga হওয়ার পরে।ফায়ফক্স বিমাতা সুলভ আচরন শুরু করেছে।কিন্তু এটা ছাড়া আমি অক্ষম তাই অন্য কোন ব্যবস্থা নিতে পারিনা।যাইহোক ৩ দিন ছুটির ২ দিন এখনো বাকি।দেখা যাক কাল কোন ব্যবস্থা হয় কি না।
ক্ষমা চাচ্ছি অতিরিক্ত বকবক করার জন্য।আসলে আজ যা নিয়ে টিউন করবো সে ফাইলগুলো এখনো আপলোড করা শেষ হয়নি তাই একটু সময় নষ্ট করছি।যাইহোক এবার কাজের কথায় আসি।আমার জানা যদি ভুল না হয় তবে adobe photoshop cs6 ফুলভার্সন শুভ মুক্তি পেয়েছে।যাইহোক আমার আজকের টিউনের বিষয় adobe photoshop cs6. অনেকদিন প্রি রিলিজ থাকার পরে এখন যখন ফুল ভার্সন পেলাম তখন আর টিউন না করে থাকি কি করে বলুন?আর তাই সময় নষ্ট না করে বিশেষ সফটওয়্যারটি শেয়ার করতে এলাম আপনাদের সাথে।

ADOBE PHOTOSHOP CS6 EXTENDED

যারা ফটোগ্রাফির কাজ করেন তাদের স্বপ্নের সফটওয়্যার এই ফটোশপ।স্বপ্ন বললাম এই কারনে যে স্বপ্ন নাকি কারো
জীবনে সত্যি হয় আর কারো জীবনে হয় না যেমন আমার জীবনে হয়নি।যাদের জীবনে হয়েছে তারা নিতান্তই ভাগ্যবান অবশ্য সেটা একান্তই আমার দৃষ্টিতে।যাহোক যারা ফটোশপ নিয়ে কাজ করেন আশা করছি এক আপডেট ভার্সন তাদের অনেক কাজে লাগবে।নতুন কি কি যোগ করা হয়েছে এটাতে তা জানার জন্য এখানেক্লিক করে জেনে নিতে পারেন।এখানে বলে রাখছি যে ফটোশপ cs6 এর দুইটা ভার্সন রয়েছে।একটা শুধু photoshop cs6 আর অন্যটা hpotoshop cs6 extended.এখানে যেটা শেয়ার করা হলো সেটা extended যা মূল্যমানের দিক থেকেও বেশী।এই দুই ভার্সনের মধ্যে আর একটা তফাৎ হলো শুধু ফটোশপে 3Dর কাজ করতে পারবেন না কিন্তু extended ভার্সনে করতে পারবেন।আর একটা কথা এই CS6 extended ভার্সন কিন্তু অভ্রতে বাংলা সাপোর্ট করে যা খুব সম্ভব CS5এ করতো না।যাইহোক এক্সপার্টরা ভালো বলতে পারবেন।
অভ্র দিয়ে ফটোশপ সি এস ৬ এ বাংলা লেখা

যাইহোক আপনারা যারা ফটোশপের এই সিএস ৬ ভার্সন টি ডাউনলোড করতে চান তারা মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করে নিতে পারেন ১.৭৯ গিগাবাইটের এই সফটওয়্যারটি যা আপ্লোড করা হয়েছে ৯টি খন্ডে।প্রথম ৮টি খন্ড ১৫২ মেগাবাইট করে এবং শেষেরটি ১৪৬ মেগাবাইট।শুরু হোক ডাউনলোড।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
পার্ট ৪
পার্ট ৫
পার্ট ৬
পার্ট ৭
পার্ট ৮
পার্ট ৯
শুধু প্যাচ
আপনার ডাউনলোড শেষ হয়ে থাকলে ফাইলগুলি ঝটপট জোড়া লাগিয়ে ফেলুন।এবার SETUP লেখাতে ক্লিক করে শুরু করুন ইন্সটল।(ছবি দেখুন)

এবার পরবর্তী পেজ যখন আসবে তখন আপনার পছন্দমত ল্যাঙ্গুয়েজ সিলেক্টড করে নিন (ছবি দেখুন)

এবার আপনাকে রেজিষ্ট্রেশন করতে বল্বে।আপনি আপনার ইচ্ছামত ইমেইল আইডি,নাম,দেশ,পারওয়ার্ড দিয়ে দিন।যেমন amivaloachi@yahoo.com/name-modon/last name-kumar ইত্যাদি লিখে রেজিষ্ট্রেশন করুন।মনে রাখবেন এই রেজিষ্ট্রেশন আপনার কোন কাজে লাগবে না শুধু সামনে অগ্রসর হওয়ার জন্য দরকার।ছবিতে দেখুন আমি কিভাবে রেজিষ্ট্রেশন করেছি

এবার শুরু হবে আপনার আসল ইন্সটল।ক্লিক করে হাল্কা নাস্তা করে আসতে পারেন কারন একটু সময় লাগবে।(ছবি দেখুন)

এবার নীচের ছবিটি আসলে মানে দাঁড়াবে যে আপনার ইন্সটল শেষ হয়েছে।

এবার ডেস্কটপ থেকেই প্যাচের উপর ক্লিক করুন।দেখিয়ে দিন /cdrive/programs/adobe/photoshop cs6 এবং আপনার কাজ শেষ।(ছবি দেখুন)

ডেস্কটপে কোন আইকোন পাবেন না।all programs এ গিয়ে দেখুন cs6 বাবাজি আছে।মাউস দিয়ে টেনে নিয়ে ডেস্কটপে বসিয়ে দিন এবং উপভোগ করুন ফুল ভার্সনের মজা।ও হ্যাঁ আর একটা কথা।কোন কোন এ্যান্টি ভাইরাস প্যাচটাকে ভাইরাস হিসেবে ধরতে পারে।সে ক্ষেত্রে এ্যান্টিভাইরাসকে বলে দিন ভয় নেই।বাকিটা আপনার ইচ্ছা।
আর কি সবাই ভালো থাকুন।ইচ্ছে মত ভালো থাকুন।আমারও তিন দিন ছুটি আর আপনাদেরও তিন দিন ছুটি।খালি মজা আর মজা|||আল্লাহ হাফেজ|||

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test