Oct 16, 2012

কিছু ছোট ছোট ফটোগ্রাফিক্স সফটওয়্যার ফটোগ্রাফারদের জন্য। ইচ্ছুক হলে আপনিও দেখতে পারেন

সবাইকে সালাম ও শুভেচ্ছা।আসলে মানুষ একটা সময় কর্মহীন থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়।২ দিন বিশ্রামে আমার হয়েছে সে অবস্থা।আরো ২ দিন বাকি।সময় কাটে না তাই বসে পড়লাম।টিভিও দেখতে পারি না ছেলেটার যন্ত্রনায়।কি সব কার্টুনের চ্যানেল নিয়ে পড়ে থাকে ,আমাকে ধারে কাছেও ঘেঁসতে দেয় না।ওনেক অনুরোধে প্রতিদিন রাত ১০৩০ মিনিটে এন টি ভি'র খবরটা শুনি।যাইহোক ভাবলাম অনেকদিন ফটোগ্রাফী নিয়ে টিউন করি না আজ করি।আমার ফটোগ্রাফী নিয়ে কোন অভিজ্ঞতা নেই কিন্তু তার পরেও টিউন করতে ভালো লাগে।আমার অত্যন্ত পছন্দের দু'টো জিনিস হলো ফটোগ্রাফী আর থ্রী ডি এ্যানিমেশন।একটাও শিখতে পারিনি আর পারবোও না।য়াজ যে ফটোগ্রাফী নিয়ে টিউন করবো আমার দৃঢ বিশ্বাস এগুলোএ ২/৩ টা নিয়ে অতীতে টিউন হয়েছে।সার্চ করে ১ টি খুঁজে পেয়েছি কিন্তু মনে হয় চুপিচাপে আরো ২/১টা কোথাও ঘাপটি মেরে বসে আছে।যাইহোক কারো শেয়ারের সঙ্গে মিলে গেলে দয়া করে ক্ষমা করে দিবেন।আমি জানি আপনারা ক্ষমা করতে পছন্দ করেন।

PC STITCH V10.00

জ্বী আজ সেলাইয়ের কাজ শেখাবো।সূঁই-সুতো তৈরী তো?মজা করলাম।আসুন সফটওয়্যারের মাধ্যমে কাজটা সারি কি
বলেন?ধরুন আপনার ছবিটাকে যদি এভাবে বানানো যায় তবে কি খুশী হবেন?
সবকিছুই হাতের কাজ।দেখুন আমি চেষ্টা করেছি পাইনি।
আপনি পারবেন সে বিশ্বাস আছে।লক্ষ্য করুন ছবিতে ফুল আছে ডান পাশে।এরকম অসংখ্য পাবেন পশু,গাছ,পাখি ইত্যাদি যা আপনার ছবির সঙ্গে জুড়ে ছবিকে করে তুল্বে আরো সুন্দর।
আপনাকে আরো বিস্তারীত জানার জন্য আমন্ত্রন জানাচ্ছি।এখানে ক্লিক করে জেনে নিতে পারেন সবকিছু।আশা করছি আপনাদের ভালো লাগবে।যারা জানার পরে ইচ্ছুক তারা নামিয়ে নিতে প্পারেন মাত্র ৮৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি।
ডাউনলোড
ইন্সটল করুন।কাজ শেষে প্যাচটি /c drive/programs/pcstitch 10 এ প্রবেশ করিয়ে ক্লিক করুন।যা খুলবে তাতে patch লেখাতে ক্লিক করলে কাজ শেষ।

IMAGE TUNER 3.3

কাহিনী তেমন কিছু নেই।এটি দিয়ে আপনার যে কোন ছবি রিসাইজ করতে পারবেন।খুব সহজ।নীচে দেখুন
এক সঙ্গে একটি কিংবা একাধীক ছবি সিলেক্ট করে রি সাইজ এবং রিনেম করতে পারবেন এক্সঙ্গে।আপ্নার কতটুকু পরিমান সাইজ দরকার তা ডান পাশের ঘর গুলিতে সিলেক্ট করুন এবং সবুজ বোতামে ক্লিক করলে কেল্লা ফতে।ারো বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।ডাউনলোড সাইজ মাত্র ১১ মেগাবাইট ।
ডাউনলোড
এটি একটি ফ্রী সফটওয়্যার আর তাই শুধু ইন্সটলের পর ব্যবহার করুন।

ID PHOTO STUDIO 2.9

আমার ধারনা এটি নিয়ে অতীতে টিউন হয়েছে।যাইহোক সার্চ করে পাইনি।যাক টিউন হলেও ক্ষতি নেই।পুনরায় টিউন হলে মহা ভারত অশুদ্ধ হবে না। যাইহোক আপনার যদি কম্পিউটার আর প্রিন্টিং মেশিন থাকে তবে ষ্টুডিওতে না গিয়েও এই ছোট্ট সফটওয়্যারটির মাধ্যমে ছবি ডকুমেন্টস এর জন্য বানাতে পারেন।
নীল কালি চিহ্নিত জায়গায় মাউস দিয়ে সিলেক্ট করতে পারবেন কত পরিমান ছবি আপনার দরকার।সর্বোচ্চ ৩০ কপি পর্যন্ত করতে পারবেন।এরপর stampa তে ক্লিক করলে preview দেখতে পারবেন।
এছাড়াও আরো টুকটাক কাজ আছে যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।সাইজ মাত্র ৬ মেগাবাইট।
ডাউনলোড
ইন্সটল এবং ব্যাবহার একসাথে কারন এটিও একটি ফ্রী সফটওয়্যার।

PIXIA 4.79

জনৈক টিউনার কিং ফিসার অনেকগুলো সফটওয়্যারের সঙ্গে এটিও শেয়ার করেছিলেন।টিউনটি এখানে।সফটওয়্যারটি খুব ভালো লাগলো তাই আমি নতুন করে পুনরায় শেয়ার করতে এলাম।অতীতের টিউনারের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
যারা ফটোগ্রাফী পারেন না (আমার মত) তারা এই ছোট্ট সফটওয়্যারটির মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারেন কিছু হয় কি না।
চোখগুলো একটু লাল লাল করে পেষ্ট দিয়ে দাঁতগুলো ঘসে দিয়েছি তাতে উজ্জ্বল হয়েছে।আরো অনেক ধরনের ব্রাশ আছে যা দিয়ে আপনার ছবিটিকে দারুন রুপে সাজাতে পারবেন।চেষ্টা করে দেখুন না।যারা ইচ্ছুক তারা ডাউনলোড করুন মাত্র ১০ মেগাবাইটের এই সফটওয়্যারটি।
ডাউনলোড
শুধু ইন্সটল এবং ব্যাভার কারন এটিও ফ্রী সফটওয়্যার ।আপনি যদি আরো বিস্তারীত জানতে ইচ্ছুক হন তবে এখানে ক্লিক করে ঘুরে আস্তে পারেন ওয়েবসাইট থেকে।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test