- প্রথমে টার্মিনাল খুলুন।
- এবার চিত্রের মত করে আপনার অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড ঠিক হলে ইউনিক্স পাসওয়ার্ড চাইবে।
- এখানে আপনার ইচ্ছামত একটি পাসওয়ার্ড দিন যেটা হবে রুট একাউন্টের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি আবার দিয়ে ভেরিফাই করুন।
- এবার আপনার অ্যাকাউন্ট থেকে লগআউট দিন। Other user হিসেবে লগিন করুন। ইউজারনেম দিন root.
- সেই ইউনিক্স পাসওয়ার্ডটি বসান।
এবার আপনি রুট ইউজার হিসেবে লগিন করতে পারবেন এবং যেকোন কাজ কোন বাধা ছাড়াই করতে পারবেন।
হ্যাপি লিনাক্সিং
0 comments:
Post a Comment