Dec 9, 2012

লিনাক্সে রুট অ্যাকাউন্ট অ্যাকটিভেট করার উপায়

লিনাক্সে অনেক কাজ আছে যেগুলা রুট ইউজার হিসেবে করতে হয়। কোন কমান্ড রুট হিসেবে করতে হলে তার আগে sudo শব্দটি যোগ করতে হয়। sudo কে আসলে বলে substitute user do যার মানে হল যেকোন ইউজারের বদলে কাজ করা অথবা সুপারইউজার বা রুট হিসেবে কমান্ড সম্পাদন করা। কিন্তু কোন প্যাকেজ ইন্সটল বা কম্পাইল করার সময় অথবা সিস্টেম ফাইল রিপ্লেস বা মডিফাই করতে বারবার sudo যুক্ত করা ঝামেলা। তাই রুট হিসেবে লগিন করে এই সমস্যা দূর করা সম্ভব। চলুন দেখাই কিভাবে।
  • প্রথমে টার্মিনাল খুলুন।
  •  এবার কমান্ড লিখুন
?
1
sudo passwd
  • এবার চিত্রের মত করে আপনার অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড ঠিক হলে ইউনিক্স পাসওয়ার্ড চাইবে।
  • এখানে আপনার ইচ্ছামত একটি পাসওয়ার্ড দিন যেটা হবে রুট একাউন্টের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি আবার দিয়ে ভেরিফাই করুন।
  • এবার আপনার অ্যাকাউন্ট থেকে লগআউট দিন। Other user হিসেবে লগিন করুন। ইউজারনেম দিন root.
  • সেই ইউনিক্স পাসওয়ার্ডটি বসান।
 এবার আপনি রুট ইউজার হিসেবে লগিন করতে পারবেন এবং যেকোন কাজ কোন বাধা ছাড়াই করতে পারবেন।

হ্যাপি লিনাক্সিং

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test