তাছাড়া
ওয়ালটন প্রিমো/সিম্ফোনি w5 জাতীয় কম মূল্যের এন্ড্রয়েডে তো ফোন মেমরিই
খালি থাকে খুব কম । অ্যাপ সাইজ এখানে একটি বড় সমস্যা। সেই ক্ষেত্রে যদি
অ্যাপটি মোবাইলে ইন্সটল করে পরে আবার ট্রান্সফার করতে যে ঝামেলা সম্মুখীন
হতে হয় তার তুলনায় এমন যদি হত যে ইন্সটলের সাথে সাথে সরাসরি sd কার্ডে
চলে যাবে, তাহলে কি ভাল হত না?
LINK
2 SD দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। এটি ডাটা/ক্যাশ সবকিছু sdcard এ
ট্রান্সফার করে একটি সিম্বলিক লিঙ্ক (শর্টকাটের মত) রেখে দেয়। ফলে ফোন
মেমরি চাপমুক্ত থাকে।
কাজ শুরু হবার আগে নিশ্চিত হোন:
১. আপনার ফোন রুটেড
২. sdcard পার্টিশন করার মত সাহস আছে। কেননা কারেন্ট চলে গেলে কিংবা ডাটা কেবল খুলে sdcard নষ্ট হবার ঝুকি থাকে।
ডিসক্লেইমার:
আপনার এন্ড্রয়েডের কোন প্রকার ক্ষয়ক্ষতির জন্যে আমি দায়ী থাকব না। কোন সমস্যা হলে সমাধান দেবার চেষ্টা করতে পারি মাত্র।
Link2sd দিয়ে এন্ড্রয়েডের অ্যাপ sdcard এ ট্রান্সফার করার প্রক্রিয়ার ধাপ:
১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে link2sd অ্যাপটি ডাউনলোড করে নিন।
২. SD Speed Increase অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ্ডাউনলোড করে নিন।
৩. EASUS, MiniTool, AOMEI ইত্যাদি
যেকোন একটি পার্টিশন ম্যানেজার দিয়ে আপনার sdcard টি পার্টিশন করে
৫১২মেগা/১গিগা/২গিগা স্পেস খালি(unallocated) করুন। এবার ঐ unallocated
স্পেস দিয়ে একটি সেকেন্ড পার্টিশন তৈরি করুন।
এটি করার সময় যা যা করতে হবে-
ধাপ-(ক) মোবাইল ডাটা কেবল প্রবেশ করান। MSC মোড সিলেক্ট করুন। দরকার হলে Auto connect in MSC Mode দিয়ে রাখুন আগে থেকে।
ধাপ-(খ) আপনার download করা পার্টিশন সফটওয়্যার এ ঢুকুন। মেমরি কার্ডটা দেখাবে।
ধাপ-(গ) মেমরি
কার্ডের আইকনের উপর রাইট ক্লিক করে Resize এ ক্লিক করে সাইজ কমিয়ে দিন
যাতে ২য় পার্টিশন করার জন্যে আপনার যত unallocated স্পেস দরকার তা পেয়ে
যান। এপ্লাই/ওকে করুন। কিছু সময় লাগতে পারে, চিন্তা করবেন না।
ধাপ-(ঘ) পরের ধাপে আনপার্টিশনড স্পেসে রাইট ক্লিক করে Create new partition দিন। Format দিন FAT32 বা ext2 বা ext3। এপ্লাই/ওকে করুন।
ধাপ-(ঙ) মোবাইল থেকে ডাটা কেবল খুলে রিস্টার্ট দিন। (screenshot গুলো spicy gadgematics থেকে নেয়া।)
৪. SD
Speed Increase (sd booster অ্যাপটি দিয়েও একই কাজ করা যায়) অ্যাপটি
ওপেন করুন ক্যাশ সাইজ দিন ২০৪৮ কেবি। Set on every boot যেন সিলেক্ট করা
থাকে। সুপারইউজার পারমিশন চাইলে ইয়েস দিন।
৫. এবার Link2SD ওপেন করে যে অ্যাপ মেমরি কার্ডে পুরো ট্রান্সফার করতে চান তাতে টাচ করুন।
৬. সবার নিচে লেখা Create Symbolic Link এ টাচ করুন।
৭. এভাবে প্রতিটি অ্যাপ sdcard এ ট্রান্সফার করতে থাকুন।
৮. খেয়াল রাখবেন এসব অপশন যেন সিলেক্ট করা থাকে
৯. আমাদের কাজ শেষ। ভাল থাকুন
0 comments:
Post a Comment