Dec 9, 2012

লিনাক্সের জন্য ডাউনলোড ম্যানেজার ও মিডিয়া গ্র্যাবার

বেশীরভাগ ব্যবহারকারী লিনাক্সে এসে প্রথমেই যেটা খুজেন সেটা হল কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। ঠিক তার পরেই খোজেন ডাউনলোড করবেন কিভাবে। ফায়ারফক্স, ক্রোমিয়াম ব্রাউজার ক্রসপ্লাটফর্ম হওয়ার সেগুলোর অ্যাডঅন/এক্সটেনশন নিয়ে ঝামেলা না হলেও আইডিএম না থাকায় বিপদে পড়ে যান অনেকেই। ওয়াইন দিয়ে আইডিএম চালাতে পারলেও ক্ষেত্রে ব্রাউজার ইন্টিগ্রেশন বড় একটা সমস্যা হয়ে যায়। তো আসুন দেখাই কিভাবে ব্রাউজারকে ডাউনলোড ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করাবেন এবং ওয়েব পেইজে থাকা বিভিন্ন মিডিয়া ফাইল যেমন ভিডিও, অডিও, ফ্লাশ ইত্যাদি ডাউনলোড করবেন।

ডাউনলোড ম্যানেজার ডাউনলোড

লিনাক্সের জন্য কয়েকটি বেশ শক্তিশালী ডাউনলোড ম্যানেজার আছে। তাদের মাঝে আমার কাছে সহজ এবং সহজে ব্যবহার করা যায় এমন কয়েকটি হল:
  • এরিয়া (aria2c)
  • ইউগেট (uget)
  • মাল্টিগেট (mautiget)
  • কেগেট (kget)
  • জিনোম ডব্লিউগেট (gwget)
  • ডাউনলোডার (jdownloaded)
এগুলোর মাঝে সবচেয়ে সহজ হল এরিয়া অথবা ইউগেট। কেডিই ব্যবহারকারীরা কেগেট ব্যবহার করতে পারেন। আর জেডাউনলোডারের জন্য জাভা রানটাইম দরকার হবে। আমি এখানে এরিয়া ও ইউগেট নিয়ে বলছি। কমান্ড দিয়ে খুব সহজেই ওগুলোর স্ট্যাবল ভার্শন ডাউনলোড করতে পারেন। অথবা তাদের ওয়েবসাইট থেকেও অফলাইনে ডেব বা আরপিএম বা সোর্স নামিয়ে কাজ করতে পারেন।
নিচের কমান্ড দিয়ে আপনি যেকোন একটি বা সবগুলোই ইন্সটল করতে
?
1
sudo apt-get install aria2c uget kget jdownloader
এবার বাকি রইল ব্রাউজারের সাথে তাদের সংযুক্ত করা।

ফায়ারফক্স

প্রথমে সহজটা দিয়েই শুরু করি। ফায়ারফক্সের জন্য অ্যাডঅন আছে প্রচুর। যেকোনটা ব্যবহার করে সহজেই ডাউনলোড ইন্টেগ্রেটর ও ম্যানেজার পাওয়া সম্ভব। যেকোন ডাউনলোড ম্যানেজার ইন্টিগ্রেট করতে সবচেয়ে ভাল অ্যাডঅন হল ফ্লাশগট। নিচের আইকনে ক্লিক করে ফ্লাশগট ইন্সটল করুন।
 খুবই সহজ তিনটি কথায় ফ্লাশগটের কাজ বলি।
  • এটা দিয়ে আপনি ফাইল কোন ডাউনলোড ম্যানেজার দিয়ে করবেন তা ঠিক করতে পারবেন। সেই সাথে কোন বাটন চাপলে ফ্লাশগট ছাড়া ডাউনলোড করবেন তাও সেট করতে পারবেন।
  • ওয়েব পেইজের মিডিয়া যেমন ভিডিও, অডিও কোন ডাউনলোড ম্যানেজার দিয়ে করবেন সেটা সেট করতে পারবেন। এখানেও আপনার কম্পিউটারে ইন্সটল করা সকল ডাউনলোড ম্যানেজারের লিস্ট পাবেন।
  • আর কনটেক্সট মেনুতে কি কি শো করবে তাও ঠিক করতে পারেন। অর্থাৎ যেকোন লিংকে রাইট ক্লিক করে সেটা সরাসরি ডাউনলোড ম্যানেজারে পাঠাতে কিংবা পেইজের মিডিয়া গ্র্যাব করার কাজও করতে পারেন।
 এবার বলি ফায়ারফক্সের জন্য চমৎকার একটি ডাউনলোড ম্যানেজার সম্পর্কে। এটার নাম DownThemAll যেটা নিচের বাটনে ক্লিক করে ইন্সটল করুন।
ডাউনদেমঅল দিয়ে আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মতই একসাথে একাধিক কানেকশন, কিউ, স্পীড কনট্রোল করে ডাউনলোড করতে পারেন। ডাউনদেমঅলের মূল ফিচারগুলো হল:
  • ফ্লাশগট অ্যাডঅন দিয়ে কিংবা সেভ ফাইল ডায়ালগ থেকে সরাসরি ফাইল ডাউনলোড কিউতে যোগ করতে পারবেন।
  •  ডাউনলোডগুলো সরাসরি লিস্ট আকারে শো হবে। দরকারমত পজ করতে পারবেন এবং ডাউনলোড স্পীড, প্রোগ্রেসবার, টাইম এগুলো দরকারমত সরাতে পারবেন।
  •  ডাউনদেমঅলের চমৎকার কনটেক্স মেনু আছে যা দিয়ে খুব সহজে ফাইল ওপেন, ক্যানসেল, রিমুভ করার কাজ করা যায়। সাথে প্রতিটা ফাইলের আলাদা স্পীড কনট্রোল করার অপশন তো আছেই।
  • কনটেক্সট মেনু এবং টুলস মেনুতে অপশন কনট্রোল করা সহ সিস্টেম ট্রেতে মিনিমাইজ করার সুবিধা আছে এতে।
  • একসাথে কতটি ডাউনলোড করবে সেটাও কন্ট্রোল করার সুবিধা আছে।
  • আর আছে প্রতিটা ফাইল কতটি অংশে বিভক্ত হয়ে ডাউনলোড করবে সেটা ঠিক করার অপশন যা আইডিএম ব্যবহারকারীদের জন্য খুবই দরকারী।
  •  আর আছে ডাউনলোড করা ফাইল রাইপ সেট করার অপশন, ফলে আপনি কোন ফাইল ডাউনদেমঅল দিয়ে ডাউনলোড করবেন তা সহজেই সেট করতে পারবেন।

ক্রোমিয়াম ব্রাউজার

গতি এবং এক্সটেনশনের দিক দিয়ে ক্রোমিয়ামও কিন্তু পিছিয়ে নেই। ক্রোমিয়ামের সাথে ব্রাউজার ইন্টিগ্রেট করতে এই লিংকে যেয়ে SimpleGet ইন্সটল করে ফেলুন। এটা ফায়ারফক্সের ফ্লাশগটের মতই কাজ করে। ইন্সটল শেষে টুলস মেনু থেকে এক্সটেনশন পেইজে যান। সেখানে সিম্পলগেটের অপশন লেখায় ক্লিক করলে নিচের মত পেজ আসবে।
  • লক্ষ্য করুন যে লিনাক্সে মোটামুটি সকল অ্যাপলিকেশন এক্সিকিউট করা হয় /usr/bin থেকে। ধরা যাক আমি গুগল ক্রোম থেকে ডাউনলোড ফাইল ফ্যাটর‍্যাট দিয়ে করবো। তাহলে PATH অংশে শুধু /usr/bin/fatrat লিখুন। যদি এরিয়া ব্যবহার করেন কিংবা জিএব্লিউগেট, তাহলে aria2c কিংবা gwget লিখবেন।
  • ছবির মত প্যারামিটার অংশে আপনাকে বলে দিতে হবে এক্সটেনশনটি কিভাবে বাইরের ডাউনলোড ম্যানেজারকে এক্সিকিউট করে লিংক পাঠাবে। বেশীরভাগ অ্যাপলিকেশনই হয় এমন যে তাদের নামের পর লিংক দিলেই সেটা ডাউনলোড শুরু করে। অর্থাৎ আপনি এরিয়া দিয়ে ডাউনলোড করতে চাইলে শুধু নিচের মত করে লিখুন।
?
1
aria2c http://mediafire.com/allfiles.iso
  • যাহোক। বাকি যে ডেস্টিনেশন বক্স আছে ওটায় লিখুন কোন ফোল্ডারে ডাউনলোড হবে। যদি ফ্যাটর‍্যাট দিয়ে ডাউনলোড করেন তাহলে এটা দেওয়ার দরকার নেই। কেননা ডাউনলোড ম্যানেজার দিয়েই ওটুকু কনট্রোল করা যাবে। এবার টেস্ট করার জন্য একটা লিংক দেই। লিংকে মাউসওভার করে Download link দিলেই ক্রোম থেকে সেটা চলে যাবে ফ্যাটর‍্যাটে।
  • তখন সেটা নিচের মত করে দেখানো হবে। আপনি ওখান থেকেই ঠিক করতে পারবেন ফাইল কোথায় সেভ হবে, নতুন কিউ (বা লিস্ট) তৈরী করবেন কিনা, অথবা আপলোড ডাউনলোড স্পীড কত ইত্যাদি।
  •  ফ্যাটর‍্যাটের মূল ইন্টারফেসে আইডিএম এর মতই কিউ ম্যানেজ করা, ডাউনলোড কনট্রোল করা ইত্যাদির অপশন রয়েছে।

মিডিয়া গ্র্যাব করা

ওয়েব পেজ থেকে দরকারী ভিডিও, অডিও, ফ্লাশ ডাউনলোড করতে ফায়ারফক্স ও ক্রোমিয়ামেও রয়েছে সুবিধা। আপনারা যে ফ্লাশগট অ্যাডঅনটি ইন্সটল করেছিলেন সেটি সবসময় পেইজে মিডিয়া ফাইল সার্চ করবে। সার্চ করে পেলে অ্যাড্রেসবারে ওয়েব ফেভিকনের পাশে (সবুজ টিক চিহ্ন দেওয়া) এমন ভিডিও আইকন দেখতে পাবেন।
ওটায় ক্লিক করে পেজের ভিডিও ডাউনলোড করতে পারবেন। যদি একাধিক ভিডিও থাকে, তাহলে রাইট ক্লিক করে সকল ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইলের লিস্ট পেয়েযাবেন। এরপর সেটা ইচ্ছামত ডাউনদেমঅল বা ফ্যাটর‍্যাট দিয়ে ডাউনলোড করে ফেলুন।
ক্রোমিয়ামের জন্যেও ইউটিউব ভিডিও ডাউনলোড করা সহজ। ক্রোমিয়ামের সাথে টেম্পারমানকি এক্সটেনশটি দেওয়াই থাকে। না থাকলে এখানে যেয়ে ইন্সটল করে ফেলুন। তারপর এই লিংকে যেয়ে ইউটিউব ভিডিও হেল্পার স্ক্রিপ্টটি টেম্পারমানকির জন্য ইন্সটল করুন। এবার যেকোন ইউটিউব ভিডিও পেইজে গেলেই ডান কোণায় দেখবেন সম্ভাব্য সকল ফরম্যাটের ভিডিও ডাউনলোড লিংক এসেছে। ওগুলোয় ক্লিক করে ইচ্ছামত ডাউনলোড করুন।
উল্লেক্ষ্য এই স্ক্রিপ্টটি দিয়ে ফায়ারফক্সেও ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। ফায়ারফক্সে গ্রিজমানকি অ্যাডঅন ইন্সটল করতে ক্লিক করুন এখানে

এরিয়া দিয়ে ডাউনলোড করা

আমার খুবই পছন্দের ডাউনলোড ম্যানেজার হল এরিয়া। তবে সমস্যা হল এটি কমান্ডলাইন টুল। কিন্তু এরিয়া ব্যাবহার করার মূল কারণ হল:
  • খুব অল্প রিসোর্স লাগে। অর্থাৎ গ্রাফিকাল সফটওয়্যারের চেয়ে দ্রুত কাজ করে। যাদের পিসি পুরনো তাদের ভাল কাজে দেবে।
  • এরিয়া দিয়ে শুধু HTTP ডাউনলোড লিংকের পাশাপাশি FTP, Magnet (Torrent) ইত্যাদিও ডাউনলোড করা যায়। এজন্য আলাদা কমান্ড শেখার দরকার নেই। যেমন আপনি http://www.techspate.com/all_spates.pdf ডাউনলোড করতে চান। তাহলে শুধু এমন কমান্ড দিলেই হবে।
?
1
aria2c http://www.techspate.com/all_spates.pdf
  • যদি সেটা এফটিপি বা ম্যাগনেটে থাকতো তখন কমান্ডটি হত
?
1
2
aria2c ftp://www.techspate.com/all_spates.pdf
aria2c magnet:?xt=urn:btih:891ab87d4e4cbd55a/all_spates.pdf
  • এরিয়া খুবই শক্তিশালী রিজিউম সাপোর্ট দেয়। ধরা যাক আপনি ১০০ মেগাবাইটের একটি ফাইল ডাউনলোড শুরু করলেন। ৮০ মেগাবাইটে এসে থামিয়ে দিলেন। এরপর ফাইল সরিয়ে না নেওয়া পর্যন্ত আপনি আবার ০ থেকে ডাউনলোড শুরু করতে পারবেন না কিংবা ফাইলটি _1 বা এমন নাম দিয়ে সেভ হয়ে ডাউনলোড হবেনা। অর্থাৎ রিজিউম পেতে হলে আবার লিংকে প্রবেশ করে এরিয়া চালু করলেই হল।
  • এরিয়া দিয়ে ডাউনলোড করা ফাইল পোর্টেবল। মানে আপনি এক পিসিতে ফাইল ডাউনলোড শুরু করলেন। মাঝে বন্ধ করে ডাউনলোড হওয়া ফাইল ২টা (১টা আসল ফাইল, আরেকটা এরিয়া হেল্পার ফাইল) অন্য পিসিতে রেখে ডাউনলোড শুরু করলে রিজিউম হবে।
  • এরিয়া দিয়ে ইচ্ছামত একাধিক মিরর থেকে ফাইল ডাউনলোড করা যায় কিংবা একাধিক কানেকশন দিয়েও ফাইল নামানো যায়। যেমন all_spates.pdf ফাইলটি ৫ টি কানেকশন দিয়ে নামাতে চান। তখন সিম্পলি লিখুন:
?
1
aria2c -x5 http://www.techspate.com/all_spates.pdf
 

ইউগেটের সাথে এরিয়া প্লাগইন আকারে ব্যবহার করা

এরিয়ার গ্রাফিকাল ইউআই না থাকলেও ইউগেটের মাঝে এটাকে প্লাগইন আকারে ব্যবহার করা যায়। সঠিকভাবে কনফিগার না করলে এরকম এরর পাবেন:
?
1
Message: aria2.getVersion result error
  • প্রথমে এরিয়া ও ইউগেট নামিয়ে নিন। তারপর ইউগেট ওপেন করে Edit > Settings > Plugins এ যান। তারপর নিচের ছবির মত ঘরগুলো পূরণ করুন। এখানে -x মানে কতটি কানেকশন এবং -k মানে ফাইল কতটুকু সাইজে স্প্লিট করা হবে তা বোঝাচ্ছে।
  • এবার যেকোন লিংক ইউগেটে বসান অথবা ফ্লাশগট/সিম্পলগেট দিয়ে এক্সিকিউট করুন। ডাউনলোড স্টার্ট করার আগে কানেকশন বাড়িয়ে দিন। তখন দেখবেন খুব দ্রুত ডাউনলোড হচ্ছে।
আজকের মত ডাউনলোড ম্যানেজারের কথা এখানেই শেষ। পরেরবার লিনাক্সে আরেকটি কোন বিষয় নিয়ে লিখবো। সকলে সুস্থ থাকুন, আর সময়ের সাথে প্রযুক্তির উচ্ছ্বাসে মেতে উঠুন টেকস্পেটের সাথে।
টেকস্পেটে ১ মাসের জন্য শুরু হয়েছে সেরা মন্তব্য প্রতিযোগীতা। ১ মাস ব্যাপী সবচেয়ে সৃজনশীল-গঠনমূলক মন্তব্য করে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার। বিস্তারিত দেখুন এখানে -> সেরা মন্তব্য করে জিতে নিন সেরা পুরস্কার।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test