Dec 9, 2012

আপনার উইন্ডোজ ৭ এখন ব্যবহার করুন বাংলায়

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ অনেক দিন থেকে টেকস্পেট এর সাথে আছি। অনেক  কিছু জানতে এবং শিখতে পারছি এখান থেকে। কিন্তু নিজে খুব একটা স্পেট করা  হয়েনি। তাই নিজেকে খুব স্বার্থপর লাগে। তাই এখন আপনাদের জন্য স্পেট করতে বসলাম।

উইন্ডোজ ৭ এখন বাংলায়:

মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ আপনি এখন মাতৃভাষায় ব্যাবহার করতে পারবেন। এই জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ইন্সটল হয়ে গেলে পুরো উইন্ডোজ ৭ বাংলায় পরিবর্তন হয়ে যাবে।



উপরের ছবি গুলু দেখুন। উইন্ডোজ ৭ এখন বাংলাই :)
ভার্সন:1.0
প্রকাশের তারিখ:13-01-11
ভাষা:বাংলা (বাংলাদেশ)
ডাউনলোডের আকার:2.6 MB – 6.7 MB

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test