Dec 9, 2012
ডাউনলোড করুন বাংলা অপারেটিং সিস্টেম শিশির ২০১২
অপেক্ষার পালা শেষ হল।রিলিজ করা হল বাংলায় অপারেটিং সিস্টেম “শিশির ২০১২”।এই অপারেটিং সিস্টেমটি জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর ১২.০৪ ভার্সনের উপর ভিত্তি করে বানানো হয়েছে।সেচ্ছাসেবী প্রতিষ্ঠান অঙ্কুর এই অপারেটিং সিস্টেমটি তৈরি এবং রিলিজের সাথে জড়িত।গত ১০ তারিখে জাতীয় প্রেসক্লাবে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এই অপারেটিং সিস্টেমটির সিডির মোড়ক উম্মোচন করেন।বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন প্রেড্রো লিনাস, বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুর এবং অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহে আলম খান।অপারেটিং সিস্টেমটিতে জনপ্রিয় অনেকগুলো সফটওয়্যার যেমন ফায়ারফক্স,ভিএলসি,ওপেন অফিস,বাংলা বানান পরীক্ষক সহ অনেক গুরুত্বপুর্ণ সফট দেয়া আছে।এমনি ইন্সটল করা বাদে এটি লাইভ চালিয়ে দেখতে পারবেন।এর ইন্সটলেশান পদ্ধতি উবুন্টুর মত।যারা কখনো ইন্সটল দেননি তারা শাওন ভাইয়ের এই লেখাটি পরে আশাকরি ইন্সটল করতে পারবেন।এছাড়া কোন সমস্যা হলে কিংবা নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনার মতামত কমেন্ট এ আমাদের জানান।
>শিশির ২০১২ ডাউনলোড লিংক
>রিলিজ সংক্রান্ত অন্যান্য তথ্য
ছবিসুত্রঃ অঙ্কুর ওয়েবসাইট
Subscribe to:
Post Comments (Atom)
Internet Speed Test
Fourni par test de bande passante
0 comments:
Post a Comment