Apr 17, 2013

ছেলে মেয়ের সমান অধিকা্র চাই

মেয়েরা ঐ কি শুধুমাএ ফেসবুক চালাইতে পারে তাইলে ছেলে হইয়া কি ভুল করছি ।আামি প্রায় দেড় বছর + যাবত একটা আইডি খুলছি ।কিন্তু মাএ ফ্রেন্ড সংখা ১৯৫ জন ।তাও আবা্র ১৯১ টা ফ্রেন্ড রিকুস্টে পা্ঠায়াইয়া মা্নে সেদে সেদে ।যাইহোক, তা্র ম্যধে ১৫০+ আছে মেয়ে ।আর এই ১৫০+ সব গুলোই আবার ফ্রেন্ড রিকুস্টে পা্ঠায়াইয়া মা্নে সেদে সেদে ।কিন্তু তা্রা কি সকলেই আসলেই মেয়ে নাকি ফেক আইডি তার একটা সন্দেহ রয়েই গেছে ।যেহেতু ফেসবুক একটা বন্ধু সুলভ স্থান তাই সবা্র সা্থে একটু বন্ধু সুলভ আচরন করাই ঠিক ।যেমন, মনে করুন তাদের খোঁজ খবর রাখা ।কিন্তু আমি যখনই ফেসবুকে লগইন করি প্রায় ১০-১২ জন অনলাইনে পাই ।কিন্তু দুখেঃর কথা হল কোন ছেলে বন্ধুকে অনলাইনে পাই না ।যাহাতে তাদের সা্থে মনের সুখ-দুখেঃর কথা বলা যায় ।কিন্তু নিয়তি বোধ হয় আমার পক্ষে না কারণ যাদের অনলাইনে পাওয়া যায় তা্রা সবই নষ্টা মেয়ে ছিনালির দল ।মেয়ে বলে কোন স্যমসা না , স্যমসাটা হল যখনই তাদের কোন মেসেজ করি হয় নষ্টা মেয়ে ছিনালি মেসেজের কোন প্রকা্র উওর দিবে না , আর না হয় অফলাইনে চলে যাবে ।এটা কোন বন্ধুত বলা হয় ।তাই আমি চিন্তা করে আমা্র ১৫০+ সকল মেয়ে বন্ধুকে মেসেজ করেছি যে যদি তোমরা আমা্র মেসেজের উওর ১২ ঘন্টা্র ম্যধো না রিপলাই কর তহলে তোমাদের সবাইকে
UNFRIEND বা BLOCK করা হবে ।নিয়তি কি আমা্র কোন মেয়েই আমা্র মেসেজের উওর করল না ২৪ ঘন্টা পা্র হয়ে যাবা্র পরও ।তাই আমি সকলকে UNFRIEND বা BLOCK করে দিব বলে মনে মনে সিদান্তে উপনীত হয়েছি ।তাও আবা্র ১২ ঘন্টা্র ম্যধো ।আমি মনে করি এটাই হবে আমা্র জন্য একটি মাণ সম্পন ভা্ল সিদান্ত ।কারণ এতে করে যদি আমার ফ্রেন্ড সংখা ১০-১২ জনেও নেমে আসে তা্তে ইটাই হবে আমা্র জন্য ভা্ল ।এতে করে অন্ত্যত প্রকৃ্ত বন্ধু পাওয়া যাবে বলে আামি মনে করি ।বন্ধুরা আপনারা কি বলেন আর...........?

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test