Apr 20, 2013
ফ্রী আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন (Not PDproxy)-UPDATED
পোস্টের শুরুতেই সবাইকে আমার সালাম।মুসলমান ভাইদেরকে অগ্রিম ঈদ মোবারক আর হিন্দুদের জানাই শারদীয় শুভেচ্ছা।
পোস্টের শুরুতেই আমি পিডি প্রক্সি নিয়ে আলোচনা করব।আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে পিডি প্রক্সি দিয়ে ফ্রী তে নেট ইউজ করা যায়।কিন্তু এটার সবচেয়ে বড় অসুবিধা হল:
১.Bandwidth Limit Exceded ম্যাসেজ যা ১০০ এমবি ব্যবহার না করলেও আসে।
২.Blocked Website(Facebook,Twitter,Yahoo,Youtube) গুলোতে যেতে পারবেন না।
3.কোন সফ্টওয়্যার এর এক্টিভেটর ব্যবহার করতে পারবেন না।
4.Torrent File ডাউনলোড করতে পারবেন না।
নোট:আপনার একাউন্ট বলক করে দিলে Bandwidth Limit Exceded ম্যাসেজ পাবেন।
এতো সমস্যা নিয়ে কি আর নেট ইউজ করা যায়? আজ আমি যেটা নিয়ে আলোচনা করব তার নাম Cproxy।
সুবিধাসমুহ:১.দৈনিক কোন লিমিট নাই
২.কোন ওয়েবসাইট ব্লক করবে না।
৩.ব্যবহার করা সহজ
4.Torrent File ডাউনলোড করতে পারবেন ।
অসুবিধাসমুহ:১.একটি একাউন্ট ৩ দিন ব্যবহার করতে পারবেন
২.৩ দিন পর ডিমো সার্ভার ব্যবহার করলে ফুল স্পিড পাবেন না।
৩.মাঝে মাঝে কোন ওয়েবসাইটে যেতে ১০ সে. অপেক্ষা করতে হবে।
ব্যবহার:১.এখান থেকে ডাউনলোড করুন
২.ফ্রীতে একটি একাউন্ট তৈরী করুন
৩.তারা আপনাকে একটি ইমেল পাঠাবে।ইমেলে দেওয়া আইডি এবং পাসওয়ার্ড ইনস্টল করার পর Preference এ প্রবেশ করান
৪.parent proxy তে address:freeproxyserver.net port:8080 Username and password দরকার নেই।
৫.apply করুন।তারপর overview তে update stats এ ক্লিক করুন।
এ একাউন্ট দিয়ে আপনি ৩ দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।৩ দিন পর নতুন একাউন্ট তৈরী করুন।
6.Network properties এ গিয়ে Networking-Internet protocol version4&6(ipv4&ipv6)-properties-use the following dns server addresses(click)-prefered:127.0.0.1 alternate:8.8.8.8
7.Browser setting: setting-network-change proxy setting-lans etting-use a proxy server for your lan(address:127.0.0.1 port3128)
Discussed settings here
8.IDM এ গিয়ে Downloads-options-proxy/socks-get from IE(click)-use proxy(Click)
9.preferance এ random server ইউজ করেন
পোস্টটি লিখতে অনেক কষ্ট হল।আপনাদের ভাললাগা কষ্টকে ভুলে গিয়ে পরবর্তী পোস্ট করতে অনুপ্রেরণা জাগাবে।
N.B:পিডি প্রক্সি ব্যবহার করতে ডিফল্ট সেটিংস ব্যবহার করতে হবে
ফেসবুকে আমি।
Subscribe to:
Post Comments (Atom)
Internet Speed Test
Fourni par test de bande passante
0 comments:
Post a Comment