অনেকেরই নিজস্ব ওয়েবসাইট বা ব্লগসাইট আছে। কিন্তু অনেক সময় নিজস্ব ওয়েবসাইটের মোবাইল সংস্করণ (ওয়াপ সংস্করণ) না থাকায় মোবাইল ফোন থেকে কিছু কিছু সাইট দেখতে সমস্যা হয়। আপনি চাইলে নিজের ওয়েবসাইটের মোবাইল সংস্করণের ঠিকানা তৈরি করে নিতে পারেন।
এ জন্য http://www.google.com/gwt/n ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এখানে YOUR URL অংশে আপনার সাইটের ঠিকানা লিখুন। যেমন: আপনার সাইটের ঠিকানা যদি হয় www.abcd.co.cc তবে মোবাইলের সংস্করণের ঠিকানাটি হবে http://www.google.com/ gwt/n?u=http%3A%2F%2Fabcd.co.cc&hl=en&mrestrict=xhtml এ রকম।
এ প্রক্রিয়ায় আপনার সাইটের মোবাইল সংস্করণের ঠিকানা বের করতে পারবেন। মোবাইল ফোন থেকে এ ঠিকানায় সাইটটি ভালোভাবেই দেখা যাবে। এখন এ ঠিকানাটি যেহেতু অনেক বড়, তাই এটি মনে রাখা সবার জন্য কষ্টসাধ্য হবে।
আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে, তাহলে এ ঠিকানাটি ফরোয়ার্ড করে নিতে পারেন।
ঠিকানাটি সংক্ষিপ্ত করার জন্য www.dot.tk সাইটে যান। এখানে Enter your url লেখা বক্সে মোবাইল সংস্করণের ঠিকানাটি লিখে Next চাপুন। এর পরের পৃষ্ঠায় আপনি যে নামে উক্ত ঠিকানা সংক্ষিপ্ত করবেন, তা লিখতে হবে। যেমন: আপনি যদি abcd সাইটের নাম রাখতে চান তাহলে লিখতে হবে abcd.tk।
এরপর আপনি যদি ই-মেইল ঠিকানা ছাড়া সরাসরি এ ঠিকানাটি নিবন্ধন করতে চান তাহলে confirm-এ ক্লিক করুন। ই-মেইল থেকে নিবন্ধন করতে চাইলে next চেপে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে যান। মনে রাখবেন, মূল সাইটের বৈশিষ্ট্যের সঙ্গে মোবাইল সংস্করণে কিছুটা ভিন্ন দেখা যাবে। উদাহরণস্বরূপ, www.abcd.co.cc ঠিকানার সাইটে যান এবং এ সাইটের মোবাইল সংস্করণ www.abcd.tk ঠিকানায় দেখুন।
এ জন্য http://www.google.com/gwt/n ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এখানে YOUR URL অংশে আপনার সাইটের ঠিকানা লিখুন। যেমন: আপনার সাইটের ঠিকানা যদি হয় www.abcd.co.cc তবে মোবাইলের সংস্করণের ঠিকানাটি হবে http://www.google.com/ gwt/n?u=http%3A%2F%2Fabcd.co.cc&hl=en&mrestrict=xhtml এ রকম।
এ প্রক্রিয়ায় আপনার সাইটের মোবাইল সংস্করণের ঠিকানা বের করতে পারবেন। মোবাইল ফোন থেকে এ ঠিকানায় সাইটটি ভালোভাবেই দেখা যাবে। এখন এ ঠিকানাটি যেহেতু অনেক বড়, তাই এটি মনে রাখা সবার জন্য কষ্টসাধ্য হবে।
আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে, তাহলে এ ঠিকানাটি ফরোয়ার্ড করে নিতে পারেন।
ঠিকানাটি সংক্ষিপ্ত করার জন্য www.dot.tk সাইটে যান। এখানে Enter your url লেখা বক্সে মোবাইল সংস্করণের ঠিকানাটি লিখে Next চাপুন। এর পরের পৃষ্ঠায় আপনি যে নামে উক্ত ঠিকানা সংক্ষিপ্ত করবেন, তা লিখতে হবে। যেমন: আপনি যদি abcd সাইটের নাম রাখতে চান তাহলে লিখতে হবে abcd.tk।
এরপর আপনি যদি ই-মেইল ঠিকানা ছাড়া সরাসরি এ ঠিকানাটি নিবন্ধন করতে চান তাহলে confirm-এ ক্লিক করুন। ই-মেইল থেকে নিবন্ধন করতে চাইলে next চেপে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে যান। মনে রাখবেন, মূল সাইটের বৈশিষ্ট্যের সঙ্গে মোবাইল সংস্করণে কিছুটা ভিন্ন দেখা যাবে। উদাহরণস্বরূপ, www.abcd.co.cc ঠিকানার সাইটে যান এবং এ সাইটের মোবাইল সংস্করণ www.abcd.tk ঠিকানায় দেখুন।
0 comments:
Post a Comment