May 28, 2011

মজার কম্পিউটার পর্ব- ১ : কম্পিউটারের cd ড্রাইভ open/close করার ভাইরাস ! ( ভয় পাবেন না কিন্তু )

কম্পিউটারে আমরা নানা ধরনের কাজ করে থাকি । অধিকাংশ সময়ে প্রয়োজনের জন্য এটি আমরা ব্যবহার করি কিন্তু এ ব্যবহার করতে করতে যখন আমরা  হাঁপিয়ে যাই তথন যদি আমারা কম্পিউটার থেকে একটু মজা নিতে পারি সেটা আমাদের কে আবার নিজ কাজে উৎসাহ এর যোগান দিবে । আজ যেটা করব এটা আমাদের কে প্রচুর আনন্দ দিবে । তবে ভাইরাস মনে করে আবার ভয় পাবেন না । এটি ভাইরাস না  মজার কম্পিউটার পর্ব  ১ : কম্পিউটারের cd ড্রাইভ open/close করার ভাইরাস ! ( ভয় পাবেন না কিন্তু ) | Techtunes তবে কাজটা ভাইরাসের মত ।
চলুন তবে শুরু করা যাক !!!
প্রথমে নোটপ্যাড বের করুন । এরপর নোটপ্যাডে নিচের কোর্ডগুলো copy করে paste করুন ।
Set oWMP = CreateObject(“WMPlayer.OCX.7″ )
Set colCDROMs = oWMP.cdromCollection
if colCDROMs.Count >= 1 then
do
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next ‘ cdrom
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next ‘ cdrom
loop
End If
এখন save as এ গিয়ে probarta.vbs নামে save করুন ।
 মজার কম্পিউটার পর্ব  ১ : কম্পিউটারের cd ড্রাইভ open/close করার ভাইরাস ! ( ভয় পাবেন না কিন্তু ) | Techtunes
যদি আপনার এটি করতে কোন সমস্যা হয় তবে আমি এখানে upload করে দিলাম । নিচে ক্লিক করে ডাউনলোড করে নিন ।
ডাউনলোড
এখন ঐ probarta.vbs ফাইলটিতে ক্লিক করলে আপনার কম্পিউটারের cd drive একটানা open ও close হতে থাকবে  মজার কম্পিউটার পর্ব  ১ : কম্পিউটারের cd ড্রাইভ open/close করার ভাইরাস ! ( ভয় পাবেন না কিন্তু ) | Techtunes
কিভাবে বন্ধ করবেন : এটি বন্ধ করার জন্য Task manager open করুন ( Ctrl+Alt+Delete ) । এখন Task manager এর process এ গেলে দেখতে পাবেন wscript.exe নামে একটি টাস্ক চালু আছে । এটি এর উপর ক্লিক করে End Process এ ক্লিক করলে ই এটি বন্ধ হয়ে যাবে । নিচে দেখুন ।
 মজার কম্পিউটার পর্ব  ১ : কম্পিউটারের cd ড্রাইভ open/close করার ভাইরাস ! ( ভয় পাবেন না কিন্তু ) | Techtunes

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test