May 28, 2011

তৈরি করুন আপনার স্বপ্নের পৃথিবী ! (হলিউড এর এনভারমেন্ট তৈরির সফটওয়্যার )

আজকে এমন একটা সফটওয়্যার নিয়ে টিউন করব যেটা আসলেই খুব চমকপ্রদও।এই সফটওয়্যার টা হলিউড এর বিখ্যাত অনেক মুভি তে ব্যাবহার করা হয়েছে এনভায়রমেন্ট তৈরি করার জন্য। এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার মনের মত প্রাকৃতিক দৃশ্য খুব সহজেই তৈরি করতে পারবেন। হোক না কোন বিশাল পাহার বা অসিম সমুদ্র , এই সফটওয়্যার টা দিয়ে সবকিছুই তৈরি করা যায় ইচ্ছা মত। সফটওয়্যার টার নাম VUE 9.5 xstream
সফটওয়্যার টির নির্মাতা প্রতিষ্ঠানের লিঙ্কঃ http://www.e-onsoftware.com/ এই ভিডিও টা দেখলে বুঝবেন কত বিখ্যাত মুভি তে সফটওয়্যার টা ব্যাবহার করা হইসে ২০১০ এঃ http://www.youtube.com/watch?v=49Z9zRTxkJk এবং এইটা ২০০৯ এর মুভি গুলাঃ http://www.youtube.com/watch?v=lVXs7SZhzP0
fa9d6b01a24874d7615553994f9de2cb তৈরি করুন আপনার স্বপ্নের পৃথিবী ! (হলিউড এর এনভারমেন্ট তৈরির সফটওয়্যার ) | Techtunes
এই সফটওয়্যার টা সবাই ব্যাবহার করে মজা পাবেন কিন্তু বিশেষ করে যাদের থ্রিডি গ্রাফিক্স এর প্রতি আগ্রহ আছে তাদের জন্যে এই সফটওয়্যার টা খুব ইন্টারেস্টিং । যেকোনো ত্রিমাত্রিক সফটওয়্যার এ খুব কঠিন একটা জিনিস হল গাছ গাছড়া দিয়ে একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি করা। মায়া বা থ্রিডি স্টুডিও ম্যাক্স এর মত সফটওয়্যার এও নেচারাল সিনারি সংযুক্ত করা অনেক ক্ষেত্রেই ঝামেলার। তার উপর আছে কয়েকটা গাছ যোগ করলেই আপনার কম্পিউটার স্লো হয়ে যায়। VUE 9.5 xstream দিয়ে আপনি হাজার হাজার গাছ লাগাতে পারবেন কোন সমস্যা ছাড়াই। তাছাড়া এতে আছে ইকসিস্টেম এর মত খুবি সহজ একটা টুল জার সাহাজ্যে আপনি মাউস এর এক ক্লিক এই পুরা সিন টা কে রিয়েলিস্টিক ভাবে গাছ রোপণ করতে পারবেন। টেকটিউন্স এর জন্যে আমি একটা সিন তৈরি করলাম , আপ্নারাই বলুন কেমন হল। dw9l01 তৈরি করুন আপনার স্বপ্নের পৃথিবী ! (হলিউড এর এনভারমেন্ট তৈরির সফটওয়্যার ) | Techtunes
সফটওয়্যার টার ডাঊনলড লিঙ্ক দিলামঃ
মিডিয়াফায়ারঃ
http://www.mediafire.com/?3cuxr6apfd42i
অথবাঃ
http://www.filesonic.com/file/1021046251/EON.VUE.V9.5.XSTREAM-ISO.part1.rar
http://www.filesonic.com/file/1021041921/EON.VUE.V9.5.XSTREAM-ISO.part2.rar
অথবাঃ
http://www.fileserve.com/file/T734a9e/EON.VUE.V9.5.XSTREAM-ISO.part2.rar
http://www.fileserve.com/file/f3EpMmG/EON.VUE.V9.5.XSTREAM-ISO.part1.rar
অথবাঃ
http://www.fileserve.com/file/z6br4f9/env95iso.rar
অথবাঃ
http://filehook.com/fyow2wl5n6ni/env95iso.rar.html
অথবাঃ
http://www.filesonic.com/file/1027809904/env95iso.rar
অথবাঃ
http://bitshare.com/files/5l6fpsi2/env95iso.rar.html
অথবাঃ
https://rapidshare.com/files/1910501864/env95iso.rar
অথবাঃ
http://www.wupload.com/file/1155642/env95iso.rar
ব্যাবহার করে দেখতে পারেন , ভবিষ্যতে এই সফটওয়্যার এর উপর টিউটোরিয়াল বানানোর ইচ্ছা আছে।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test