May 28, 2011

সবকিছু স্থায়ীভাবে মুছে কম্পিউটারের কর্মদক্ষতা বাড়াতে ডাউনলোড করুন: East-Tec Eraser 2011 9.9.84.100 Portable | 10.3 MB

মাত্র একবার ব্যবহার করে দেখুন কী অভাবনীয়ভাবে আপনার কম্পিউটারের কর্মদক্ষতা বেড়ে গেছে! East-Tec Eraser 2011 জিডিটাল ইনফরমেশন স্থায়ীভাবে মুছে ফেলার ক্ষেত্রে U.S. Department of Defense, রাশিয়ান এবং জার্মানী স্ট্যান্ডার্ড* পদ্ধতিতে মানোত্তীর্ণ একটি সফটওয়্যার। সাধারণভাবে তথ্য মুছে ফেলার পর এমনকি শিফট ডিলিট কিংবা ফরমেট দিলেও অনেক তথ্যই আপনার হার্ড ড্রাইভে থেকে যায়। এসব যাবতীয় মুছে ফেলাসহ সব ধরনের তথ্য সিস্টেম থেকে যে কোন কিছু একেবারে স্থায়ীভাবে মুছে ফেলার জন্য এটি একটি অসাধারণ সফটওয়্যার।
*স্ট্যান্ডার্ড: যেমন Bruce Schneier Algorithm অথবা Peter Gutmann
a সবকিছু স্থায়ীভাবে মুছে কম্পিউটারের কর্মদক্ষতা বাড়াতে ডাউনলোড করুন: East Tec Eraser 2011 9.9.84.100 Portable | 10.3 MB | Techtunes
আসুন দেখা যাক এর অসাধারণ গুনাবলীগুলো:
প্রাইভেসি ও আইডেন্টিটি সুরক্ষা
আপনার অজ্ঞাতসারে অথবা অনুমোদনহীন যেসকল তথ্য কম্পিউটারে জমা রয়েছে, যেমন: ওয়েব পেজেস, ইন্টারনেটের বিভিন্ন সাইটে ভিজিট করা ছবি, অবাঞ্চিত কুকিস, চ্যাটরুম কনভার্সেশনস, মুছে ফেল ই-মেইল ম্যাসেজ এবং ফাইল, টেম্পোরারি ফাইলস, উইন্ডোজ স্যুয়াপ ফাইল, রিসাইকল বিন ইত্যাদি সম্পূর্ণরূপে ধ্বংস করা যাবে।
সত্যিকার অর্থে মুছে ফেলা
সাধারণভাবে কোনকিছু মুছে ফেলা কোনভাবেই সিকিউরড নয়; যখন আপনি কোন ফাইল ডিলিট করে ফেলেন, এর কন্টেন্ট এবং তথ্যসমূহ ডিস্কে রয়ে যায়। East-Tec Eraser 2011 নিশ্চিত করে যে, মুছে ফেলা ফাইল আসলেই মুছে ফেলা হয়েছে যেন মূল্যবান করপোরেট ট্রেড সিক্রেটস, বিজনেস প্ল্যান, পার্সোনাল ফাইলস, ফটো অথবা কনফিডেন্সিয়াল চিঠিপত্রসমূহ অন্য কারও হাতে না পড়ে।
পরিষ্কার করে আপনার প্রিয় ব্রাউজার
East-Tec Eraser 2011 প্রায় সব ব্রাউজারেই কাজ করে যেমন: (Internet Explorer, Mozilla Firefox, Google Chrome, America Online, MSN Explorer, Opera, Safari, Netscape Navigator এবং নিরাপদে মুছে ফেলে ইন্টারনেট হিস্টরি, ওয়েব পেজেস, ইমেজস, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস কিংবা ক্যাশ, এ্যাড্রেস বার লোকেশন, অবাঞ্চিত কুকিস, এবং আরো অনেক..
পরিষ্কার করে আপনার প্রিয় প্রোগ্রামস
East-Tec Eraser 2011 যেসব প্রোগ্রামসের তথ্য মুছে ফেলতে সাহায্য করে: Yahoo Messenger, MSN Messenger, AOL Messenger, ICQ, Outlook and Outlook Express, Mozilla Thunderbird, Eudora, Limewire, Morpheus, Kazaa, Windows Media Player, RealPlayer, Winamp, Google Toolbar, Microsoft Office, Norton Antivirus, ZoneAlarm, WinZip, WinRar, Download Accelerator এবং আরো অনেক প্রোগ্রামস
সিস্টেমস পারফরমেন্স বৃদ্ধি করা
East-Tec Eraser 2011 কম্পিউটারএবং এর প্রোগ্রামগুলির গতি বৃদ্ধি করে, হাজারের উপর অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইল মুছে ফেলে মূল্যবান ডিস্ক স্পেস খালি করে দেয় যা সিস্টেমের গতি বৃদ্ধি করতে সহায়তা করে।
স্বয়ংস্ক্রিয় প্রটেকশন
আপনি সহজেই East-Tec Eraser 2011 কে নিদির্ষ্ট বিরতিতে কম্পিউটারকে পরিস্কার করার জন্য সময় বেঁধে দিতে পারবেন; যখন আপনার ওয়েব ব্রাউজার বন্ধ থাকবে অথবা কম্পিউটার অব্যবহৃত থাকবে কিংবা নির্দিষ্ট সময় ও তারিখে, দিনে অথবা প্রতি সপ্তাহে নিয়মিত তথ্য মুছে ফেলবে।
ড্রাইভ ওয়্যাইপার
East-Tec Eraser 2011 নিরাপদে সমগ্র সিডি/ডিভিডি ডিস্ক, ইউএসবি ডিস্ক অথবা হার্ড ডিস্ক ফাইল ফোল্ডরসহ মুছে ফেলতে পারে। এটা ব্যবহার করতে পারেন যদি আপনি আপনার ডিস্ক অন্যের সাথে শেয়ার করা, ধার দেয়া কিংবা বিক্রি করে ফেলতে চান কিন্তু আপনি চান না যে, যেসব তথ্য আপনি ডিস্কে ব্যবহার করেছেন তা অন্য কেউ দেখে ফেলুক।
ব্যবহারে সহজ
রয়েছে খুব সহজ ব্যবহার বান্ধব ইন্টারফেস এবং উইজার্ড যা আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে সহজেই গাইড করবে অথবা আপনি খুব সহজে মাত্র ক্লিকে সব কাজ সম্পন্ন করতে পারবেন।
d সবকিছু স্থায়ীভাবে মুছে কম্পিউটারের কর্মদক্ষতা বাড়াতে ডাউনলোড করুন: East Tec Eraser 2011 9.9.84.100 Portable | 10.3 MB | Techtunes
ডাউনলোড করুন: East-Tec Eraser 2011 9.9.84.100 Portable | 10.3 MB
এছাড়াও সবার আগে সবসময় আপডেট থাকতে লাইক করুন ফেসবুক পেজ:
আবর্ণক:: ফুল ভার্সন সফটওয়্যার ডাউনলোড
আপনার প্রয়োজনীয় আরও অনেক ফুল ভার্সন সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করতে পারেন: abornoc.tk
*যেসব অপারেটিং সিস্টেম সাপোর্ট করে: Windows 7 (32-bit and 64-bit*) , Windows Vista (32-bit and 64-bit*), Windows XP, Windows Server 2003, Windows 2000, Windows NT


0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test