Dec 6, 2011

Autodesk Autocad Architecture 2012 (ফুল ভার্সন)

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। সুন্দর কিছুকে আশা করতেই পারে মানুষ তাই না? আর তাই প্রত্যাশা করছি ভালো আছেন সবাই।দীর্ঘ বিরতির পর ফিরে এলাম আবার। কিন্তু যে বিষয় নিয়ে আজ টিউন করবো তা জেনে মনক্ষুন্ন হবেন অনেকেই।কি আর করা বলুন?সবকিছু সবার কাজে লাগে না কিন্তু তাই বলে অল্পসংখ্যক মানুষ যাদের এ সব দূর্লভ সফটের প্রয়োজন তাদের কথাও তো ভাবতে হবে তাই না? ১০০০ জনের দরকার নেই অন্তত ১০ জন ডাউনলোড করবেন এবং উপকৃত হবেন সে বিশ্বাস থেকেই আমার আজকের এই টিউনটি করা।আসুন শুরু করা যাক।

AUTODESK AUTOCAD ARCHITECTURE 2012


autodesk কোম্পানীর যতগুলো সফটওয়্যার নিয়ে আমি টিউন করেছি তাতে এই আর্কিটেকচারটি যোগ না করে শান্তি পাচ্ছিলাম না।এটি ছাড়া যেন অতীতের টিউনগুলির পরিপূর্ণতা আসে না।জানি ডাউনলোড হবে হাতেগোনা কিন্তু তাতে কোন দুঃখ নেই আমার। দিতে পারছি এই আত্মতৃপ্তিতেই তৃপ্ত আমি।
যারা প্রফেশনালী আর্কিটেকচার কিংবা যারা এখনো হননি কিন্তু এ বিষয়ে পড়াশুনা করছেন তাদের উভয়েরই কাজে আসবে সফটওয়্যারটি।আপনি যেই হোন না কেন ৫০০০ ডলার মানে ৪ লাখ টাকা দিয়ে সফটটি কিনে ব্যবহার করার দুঃসাহস হয়তো অনেকেরই নেই আর তাই সাধ আর সাধ্যের মিলন ঘটাতে আমাদের বিভিন্ন ক্র্যাক করা সফট এর উপর নির্ভর করতে হয়।তা না হলে যে কলি অংকুরেই বিনষ্ট হয়,পরিপূর্ণতা পায় না।
আর আপনি যদি শখের ডিজাইনার হোন তবে তো কথাই নেই। যদি শিখতে পারেন তবে কিছু একটা শিখলেন বলে আমি মনে করি। আপনার বাড়ির ডিজাইনটাও করতে পারবেন আপনি যেমন খুশী তেমন ভাবে।আসুন AUTODESK AUTOCAD ARCHITECTURE 2012 দিয়ে তৈরী কিছু প্রজেক্ট দেখা যাক



অসাধারন সবকিছু তৈরী করা সম্ভব যদি আপনি পারেন।প্রথমে স্কেচ এরপর থ্রী ডি তো আছেই। আপনার বিস্তারীত সবকিছু জানার জন্য লিঙ্ক দিচ্ছি AUTOCAD অফিসিয়াল সাইটের।সেখানে গিয়ে বিস্তারীত জেনে আসুন যদি আপনি আগ্রহী হন
অফিসিয়াল সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
ওকে স্যার সবকিছু জানার পরে আপনি যদি মনে করেন এটি আপনার ডাউনলোড করা প্রয়োজন তবে ডাউনলোড করতে পারেন ১১টি খন্ডে মিডিয়া ফায়ার থেকে।প্রথম ১০টি খন্ড আপলোড করা হয়েছে ১৫০ মেগাবাইট করে এবং শেষেরটি ৭৬ মেগাবাইট। অনলাইনে বোধহয় এরচেয়ে ছোট সাইজ করে আর কেউ আপলোড করেনি।তাহলে শুরু করা যাক ডাউনলোড।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
পার্ট ৪
পার্ট ৫
পার্ট ৬
পার্ট ৭
পার্ট ৮
পার্ট ৯
পার্ট ১০
পার্ট ১১
যদি আপনার ডাউনলোড শেষ হয়ে থাকে এবং আপনি যদি না জেনে থাকেন কি করে পার্টগুলো জোড়া লাগাবেন তবে আমার এই টিউনটি দেখতে পারেন।
সবগুলো পার্ট জোড়া লাগানো হলে আপনাকে যে কাজটা করতে হবে তাহলো (আমার অন্য টিউন থেকে কপি/পেষ্ট দিলাম)
যারা VISTA & 7 ব্যবহারকারী তাদের ক্ষেত্রে mem patch কাজ নাও করতে পারে। তাদের UAC বন্ধ রাখতে হবে।কিভাবে বন্ধ করবেন? START >>> CONTROL PANEL >>> User Accounts and Family Safety >>> change the settings of the user account control >>> never change এবং ওকে করে বেরিয়ে আসুন।আরো সহজ করে ছবিতে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়।আমার কম্পিউটার ইতালিয়ান ভাষায় তাই শুধু ছবি দেখুন


কাজটি শেষ হয়ে থাকলে কম্পিউটার রি ষ্টার্ট করুন এবং এরপর শুরু করুন ইন্সটল

এবার সিরিয়াল নাম্বার দিন

নীচের পেজে আসা মানে আমরা ধরে নিচ্ছি সিরিয়াল গ্রহন করেছে আপনি বুদ্ধিমান হলে খেয়াল করে দেখুন একসঙ্গে কয়টি সফট পাচ্ছেন।


এবার নীচের পেজ আসলে মনে করবেন আপনার ইন্সটল সঠিকভাবে শেষ হয়েছে।

এবার আসা যাক বরাবরের মত সেই খেলায় যা অনেকেই ইতিমধ্যে খেলেছেন।নীচের active লেখাতে ক্লিক করুন

নীচের মত একটা পেজ আসবে ।এখানে কী'জেন ওপেন করুন এবং mem patch লেখাতে ক্লিক করুন।প্যাচ সাকসেস হয়েছে লেখাটি যেন অবশ্যই আসে।এবং continue চাপুন।খেয়াল রাখবেন কী'জেন বন্ধ করবেন না।

এবার নীচের মত পেজ আসবে।

close লেখাতে ক্লিক করুন।নতুন করে ডেস্কটপে থাকা আইকোনে ক্লিক করুন, নতুন করে active লেখাতে ক্লিক করুন এবার নীচের মত পেজ আসবে।

১নং থেকে কপি করুন
২ নং জায়গায় সেটা হাতে টাইপ করুন (খেয়াল করুন শূন্য ০ এবং o ও যেন গড়মিল না হয়।
৩ নং জায়গায় generate তে ক্লিক করুন।
৪ নং জায়গা থেকে কপি করুন
৫ নং জায়গায় তা ctrl+v চেপে পেষ্ট করুন।
৬ নং জায়গায় next ক্লিক করুন এবং

এবার শুরু করুন কাজ

AUTODESK কোম্পানীর সফটওয়্যার নিয়ে এটাই আমার শেষ টিউন।আশাকরি জরুরী সবটাই দিতে পেরেছি। কখনো ২০১৩ কিংবা ২০১৪ সালের আপডেট ভার্সন বের হলে হয়তো আবার শেয়ার করবো।আমি জানি অনেকেই বিরক্ত হয়েছেন এই বিশাল সাইজের সফটওয়্যারগুলো দেখে। কিন্তু যাদের প্রয়োজন তাদের কথা একবার ভেবেছেন কি?

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test