সবাইকে সালাম ও শুভেচ্ছা। শুভ সন্ধ্যা। আশা করছি ভালো আছেন। অনেকেই হয়তো
বিরক্ত হচ্ছেন AUTODESK নিয়ে ঘন ঘন টিউন করাতে। আসলে কি করবো বলুন
সফটওয়্যারগুলো এত জরুরী যে যারা এর ব্যবহারকারি তারাই এর মর্ম বুঝবেন।
প্রায় ৪ জিবি ফাইল যখন অসংখ্য মানুষ ডাউনলোড করে তখন বুঝতেই হবে এর চাহিদা
ব্যাপক। ডাউনলোডের মহামারি দেখে আমি AUTODESK নিয়ে এত টিউন করছি এবং কথা
দিচ্ছি এরপরে AUTODESK এর আর মাত্র একটি সফটওয়্যার নিয়ে টিউন করবো আর
তাহলেই আমার ষোলকলা পূর্ণ হবে। আপনি অনলাইনে এই সফটওয়্যারগুলো সার্চ করলেই
পাবেন। কিন্তু সেগুলো পাসওয়ার্ড প্রটেক্টেড কিনা, ফাইল মিসিং আছে কিনা
ক্র্যাক কিংবা কী'জেন কাজ করবে কি না তার গ্যারান্টি কে দিবে আপনাকে? আমি
এর প্রতিটি সফটওয়্যার নিজে পরীক্ষা করে এবং তা বিশ্বাস যোগ্যতার জন্য
স্ক্রীণশর্ট নিয়ে আপনাদের কাছে শেয়ার করেছি। যাদের দরকার তারা যে ডাউনলোড
করবেন তাতে কোন সন্দেহ নেই আর যাদের দরকার নেই তারা তো নিশ্চিন্ত। কোন কথাই
নেই। অযথা ডাউনলোড করে লাভ কি?
যারা Electronics Engineering Technology নিয়ে পড়াশুনা করছেন কিংবা
এরসাথে সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক উপকারে আসবে
বলে আশা করছি।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
পার্ট ৪
পার্ট ৫
পার্ট ৬
পার্ট ৭
পার্ট ৮
পার্ট ৯
পার্ট ১০
পার্ট ১১
পার্ট ১২
যারা ডাউনলোড শেষ করবেন ( যে দিনই হোক না কেন ) এরপর ১২ টি পার্ট winrar দিয়ে এক করবেন। যারা জানেন না কি ভাবে এক করতে হয় তারা এখানে দেখুন ।এবার সব পার্ট জোড়া লাগানোর পর নীচের মত ২২/২৩ টি ফাল দেখতে পাবেন। যে কোন একটাতে ক্লিক করুন জোড়া লেগে যাবে নিজে থেকেই।
এবার শুরু করুন ইন্সটল।যখন পাসওয়ার্ড চাইবে দিয়ে দিন।
নীচের ছবিতে দেখুন।লাল গোল চিহ্নিত স্থানে ক্লিক করলে কিছু ঘর খুলবে,সবগুলোতে টিক চিহ্ন দিন এবং next ক্লিক করুন
এবার স্বাভাবীক ভাবে শেষ করুন ইন্সটল। বেশ সময় লাগবে কিন্তু। ভয় পাবেন না। সবকিছু শেষ হওয়ার পর ডেস্কটপে থাকা আইকোনে ক্লিক করুন। নীচের মত ছবি আসবে।
এখানে mem patch লেখাতে ক্লিক করুন। প্যাচ সাক্সেসফুল হয়েছে জানলে পরবর্তী পেজে জান। নাম্বার ভুল বললে সবকিছু বন্ধ করে পুনরায় ডেস্কটপে থাকা আইকোনে ক্লিক করুন।(কী'জেন বন্ধ করবেন না)।নতুন পেজ খুলবে। কি করবেন দেখুন
১ থেকে ৭ পর্যন্ত যেভাবে দেখিয়েছি সেভাবে করুন। generate মানে ৪ নাম্বারে ক্লিক করার পর আপনাকে যে activition কোড দেবে চেষ্টা করুন O জাতীয় পারওয়ার্ড না নিতে।এক্ষত্রে বারবার generate তে ক্লিক করুন। O ছাড়া পাবেনই।কারন বোঝা মুশকিল হয় এটা শূণ্য নাকি ইংরেজীর ও।
যাইহোক next ক্লিক করলে
২/১ টি ছবি। কি বলেন?
শুভ রাত্রি সবাইকে। পরবর্তী টিউন হবে AUTODESK নিয়ে শেষ টিউন। এরপর হবে কিছুদিন ছন্নছাড়া টিউন। ভালো থাকুন সবাই ||| আল্লাহ হাফেজ |||
( একটি পরামর্শ- এত বড় ফাইল একাই ডাউনলোড করতে যদি অসুবিধা হয় তবে পরিচিত ৩ জন মিলে ডাউনলোড করতে পারেন। প্রথম জন প্রথম ৪ পার্ট,দ্বিতীয় জন পরের ৪ পার্ট এবং তৃত্বীয় জন শেষের ৪ পার্ট।এরপর পেন ড্রাইভের মাধ্যমে এক করে নিলেই হবে )।
AUTOCAD AUTODESK ELECTRICAL 2012
যারা Electronics Engineering Technology নিয়ে পড়াশুনা করছেন কিংবা
এরসাথে সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক উপকারে আসবে
বলে আশা করছি।
টেকটিউনসে ইলেক্ট্রনিক্স নামে একটা বিভাগ আছে। অনেকেই
সে বিভাগে বিভিন্ন বিষয় নিয়ে সচিত্র প্রতিবেদন লিখে থাকেন। তাদের জন্যও এই
সফটওয়্যারটি আদর্শ হতে পারে। আরো বিস্তারীত জানতে ঘুরে আসতে পারেন AUTODESK AUTOCAD ELECTRICAL 2012 এর সাইট থেকে।
তো আর কথা নয়। মোট ১২ টি ফাইলে ১.৭ জিবি'র এই ফাইলটি আপলোড করা হয়েছে। ১১
টি ফাইল ১৫০ মেগাবাইট করে এবং ১২ নাম্বার ফাইলটি ১০৭ মেগাবাইটে।উল্লেখ্য
এটি শুধুমাত্র ৩২ বিটের জন্য।তবে সঙ্গে ৬৪ বিটেরও কী'জেন আছে।চেষ্টা করে
দেখতে পারেন কাজ হয় কি না।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
পার্ট ৪
পার্ট ৫
পার্ট ৬
পার্ট ৭
পার্ট ৮
পার্ট ৯
পার্ট ১০
পার্ট ১১
পার্ট ১২
যারা ডাউনলোড শেষ করবেন ( যে দিনই হোক না কেন ) এরপর ১২ টি পার্ট winrar দিয়ে এক করবেন। যারা জানেন না কি ভাবে এক করতে হয় তারা এখানে দেখুন ।এবার সব পার্ট জোড়া লাগানোর পর নীচের মত ২২/২৩ টি ফাল দেখতে পাবেন। যে কোন একটাতে ক্লিক করুন জোড়া লেগে যাবে নিজে থেকেই।
এবার শুরু করুন ইন্সটল।যখন পাসওয়ার্ড চাইবে দিয়ে দিন।
নীচের ছবিতে দেখুন।লাল গোল চিহ্নিত স্থানে ক্লিক করলে কিছু ঘর খুলবে,সবগুলোতে টিক চিহ্ন দিন এবং next ক্লিক করুন
এবার স্বাভাবীক ভাবে শেষ করুন ইন্সটল। বেশ সময় লাগবে কিন্তু। ভয় পাবেন না। সবকিছু শেষ হওয়ার পর ডেস্কটপে থাকা আইকোনে ক্লিক করুন। নীচের মত ছবি আসবে।
এখানে mem patch লেখাতে ক্লিক করুন। প্যাচ সাক্সেসফুল হয়েছে জানলে পরবর্তী পেজে জান। নাম্বার ভুল বললে সবকিছু বন্ধ করে পুনরায় ডেস্কটপে থাকা আইকোনে ক্লিক করুন।(কী'জেন বন্ধ করবেন না)।নতুন পেজ খুলবে। কি করবেন দেখুন
১ থেকে ৭ পর্যন্ত যেভাবে দেখিয়েছি সেভাবে করুন। generate মানে ৪ নাম্বারে ক্লিক করার পর আপনাকে যে activition কোড দেবে চেষ্টা করুন O জাতীয় পারওয়ার্ড না নিতে।এক্ষত্রে বারবার generate তে ক্লিক করুন। O ছাড়া পাবেনই।কারন বোঝা মুশকিল হয় এটা শূণ্য নাকি ইংরেজীর ও।
যাইহোক next ক্লিক করলে
২/১ টি ছবি। কি বলেন?
শুভ রাত্রি সবাইকে। পরবর্তী টিউন হবে AUTODESK নিয়ে শেষ টিউন। এরপর হবে কিছুদিন ছন্নছাড়া টিউন। ভালো থাকুন সবাই ||| আল্লাহ হাফেজ |||
( একটি পরামর্শ- এত বড় ফাইল একাই ডাউনলোড করতে যদি অসুবিধা হয় তবে পরিচিত ৩ জন মিলে ডাউনলোড করতে পারেন। প্রথম জন প্রথম ৪ পার্ট,দ্বিতীয় জন পরের ৪ পার্ট এবং তৃত্বীয় জন শেষের ৪ পার্ট।এরপর পেন ড্রাইভের মাধ্যমে এক করে নিলেই হবে )।
0 comments:
Post a Comment