Dec 6, 2011

আসুন শিখি থ্রিডি স্টুডিও ম্যাক্স, ফ্রি টিউটোরিয়াল! পর্ব-৩


আমি যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ম্যক্সের অ আ ক খ গুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া, সবাইকে ম্যাক্স ব্যবহারে উৎসাহিত করা, ছোটখাটো দু'একটা প্রজেক্ট আর সব শেষে একটা বড় প্রজেক্টের মাধ্যমে এই ধারাবাহিক টিউটোরিয়ালের উপসংহার টানা। এবং সাথে সাথে এটাও আশা করি সবাই শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবেন।

আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রজেক্ট-

প্রজেক্টঃ মাশরুম



১. প্রথমেই Max অপেন করুন। File>Reset>Yes কমান্ড দিন।

২. এবার আগের মতই ডানদিকের কমান্ড প্যানেল হতে Create ট্যাবে ক্লিক করে Geometry ট্যাবে ক্লিক করুন। (আগের পর্বে স্ক্রিনশট্ দেয়া আছে)

৩. Standard Primitives সিলেক্ট থাকা অবস্থায় Object Type হতে Sphere বাটনে ক্লিক করুন। বাটনটি হলুদ হয়ে যাবে। (আগের পর্বে স্ক্রিনশট্ দেয়া আছে)

৪. Top ভিউপোর্টের মাঝখানে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করুন। মাঝারি আকৃতির হলে ক্লিক ছেড়ে দিন। সাথে সাথে Perspective ভিউয়ের দিকেও তাকান। (আগের পর্বে স্ক্রিনশট্ দেয়া আছে)

৫. Create অথবা Modify ট্যাব হতে Parameters এক্সপান্ড (+)
করুন।



৬. এখানে Radious ১০০ এবং Segments ৫০ টাইপ করুন।

৭. নিচের একেবারে কোণার দিকে Zoom Extents All বাটনে ক্লিক করুন। তাতে সব ভিউপোর্টে জুড়েই অবজেক্টটি দেখা যাবে।



৮. Sphere সিলেক্ট অবস্থায় Modify ট্যাব এর Modifier List হতে FFD(box) অপশন সিলেক্ট করুন।

৯. লক্ষ্য করুন, কমান্ড প্যনেলে FFD Parameters চলে এসেছে। এখান থেকে Set Number of Points বাটনে ক্লিক করুন। এখানে Lenth, Width, Height যথাক্রমে ৬, ৬, ৬ নির্ধারণ করুন।

১০. Modifier List এর নিচে FFD(box) 6x6x6 এর সামনের
(+) চিহ্ণতে ক্লিক করুনএবং Control Points এ ক্লিক করুন।

১১. Toolbar থেকে Select and Uniform Scale টুল সিলেক্ট করে Left ভিউপোর্টে ড্রাগ করে মাঝের দুই সারি পয়েন্ট সিলেক্ট করুন।



১২. Select and Uniform Scale টুল দিয়ে Left ভিউপোর্টে Sphere টির মাঝখান চেপে ধরে নিচের দিকে ড্রাগ করুন। ফলে মাঝখান সংকুচিত হবে।



১৩. এই অবস্থায় Toolbar থেকে Select and Move টুল সিলেক্ট করে সবুজ তীর চেপে ধরে উপরের দিকে ড্রাগ করুন।



১৪. Toolbar থেকে Select and Uniform Scale টুল সিলেক্ট করে Left ভিউপোর্টে ড্রাগ করে উপরের দুই সারি পয়েন্ট সিলেক্ট করুন।

১৫. উপরের দিকে ড্রাগ করুন। ফলে উপরের অংশ চওড়া হবে।

১৬. একই পদ্ধতিতে (Toolbar থেকে Select and Uniform Scale টুল সিলেক্ট করে) নিচের দুই সারি পয়েন্ট সিলেক্ট করে নিচের দিকে ড্রাগ করুন। ফলে এ অংশ ছোট হবে।



১৭. এই অবস্থায় Toolbar থেকে Select and Move টুল সিলেক্ট করে সবুজ তীর চেপে ধরে উপরের দিকে ড্রাগ করুন।

১৮. Modifier List এর নিচে FFD(box) 6x6x6 অপশনটিতে Control Points ক্লিক করে আনচেক করুন এবং এর সামনের
(-) চিহ্ণতে ক্লিক করুন। যেকোন খালি স্থানে ক্লিক করুন, ফলে সিলেকশন উঠে যাবে।

১৯. Select and Move টুল সিলেক্ট করে মাশরুমকে গ্রিডের উপর বসান। নিচের একেবারে কোণার দিকে প্রথমে Zoom Extents All এবং পরে Arc Rotate বাটনে ক্লিক করুন। এবার ঘুরিয়ে ঘুরিয়ে মাশরুমটি দেখে নিন।



২০. F9 চেপে মাশরুমটি দেখে নিন।

File>Save এ গিয়ে যেকোন নামে এই প্রজেক্টটি সেভ করে রাখুন। পরের পর্বে আমরা এটিতে রঙ ইত্যাদি প্রয়োগ করব।


কিছু সাধারণ প্রশ্ন-

3D গ্রাফিক্স ডিজাইনার প্রফেশানটা কেমন? বাংলাদেশে এর চাহিদা কেমন? বর্তমান চাকরির বাজার কেমন?
-আমি যতটুকু জানি সারা বিশ্বেই থ্রিডি ডিজাইনার-এনিমেটর এর প্রচুর চাহিদা আছে। এইতো কিছুদিন আগে আমাদেরই দেশের এক তরুণ হলিউড মুভিতে থ্রিডি কাজ করে অস্কার পেয়েছিলেন।

Autodesk® 3ds Max® 8® এর জন্য সিস্টেম সাপোর্ট কি কি?

Hardware
• Intel® Pentium® III or AMD® processor, 500 MHz or higher
(dual Intel)
• XeonTM or dual AMD Athlon® or Opteron® 32-bit system
recommended)
• 512 MB RAM (1 GB recommended)
• 500 MB swap space (2 GB recommended)
• Graphics card supporting 1024x768x16-bit color with
64 MB RAM
• OpenGL® and Direct3D® hardware acceleration supported;
3D graphics accelerator 1280x1024x32-bit color with 256 MB
RAM recommended
• Microsoft® Windows®–compliant pointing device (optimized
for Microsoft IntelliMouse®)
• WacomTM Intuos® or similar pressure-sensitive tablet recommended for vertex paint
• DVD-ROM drive
• Optional: sound card and speakers, cabling for
TCP/IP-compliant network, 3D hardware graphics
acceleration, video input and output devices, joystick,
MIDI instruments, three-button mouse

Software
• Microsoft Windows XP Professional (SP2) (recommended)
or Home Edition (SP2), or Windows 2000 (SP4)
• Microsoft Internet Explorer 6
• DirectX 9.0c (required), OpenGL (optional)

আমার যতটুকু মনে হয় এইসব সাপোর্ট সবার পিসিতেই আছে। তাছাড়া ক্ষেত্র বিশেষে একটু কম-বেশি হলে কিছুই হবে না। আর সফট্ওয়্যার সিডি সবখানেই পাওয়া যাওয়ার কথা। এছাড়া ম্যক্সের ওয়েবসাইট http://www.autodesk.com/3dsmax

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test