Dec 6, 2011

লেখালেখি টিউটর-video editing করুন media studio 7 দিয়ে সহজে,জেনে নিন কিছু টুল

3d animation-এ ভিডিও এডিটিং একটি অংশ হিসেবে কাজ করে, animation clip গুলি render (আউটপুট) দেয়ার পর, সবক্লিপ গুলিকে একসাথে করে পুর্নাংগ এনিমেশন করা হয়, তাছাড়া নাটকের title animation, promo, trailer, credits, ইত্যাদি সব সেক্টরেই ভিডিও এডিটিং এর ক্ষেত্র।video editor মিডিয়া সেক্টরে একটি সম্মাঞ্জনক পেশা।professional ভিডিও এডিটিং করা হয় adobe premiere দিয়ে। সেক্ষেত্রে media studio অনেক easy, যা অনেকেইরই জানা নেই। দ্রুত ও সহজে video editing করার জন্য premiere এর পরিপুরক best software হলো মিডিয়া স্টুডিউ। premiere এ যে কাজ করা যায়, তার ৮০% কাজই media studio দিয়ে সহজে করা যায়।
1
Open হবার পর new window আসবে এখান থেকে edit file format list থেকে mpeg files সেলেক্ট করে existing projects templates থেকে video CD-PAL সিলেক্ট করে ok করুন। অর্থাৎ আমাদের দেশে pal সিস্টেম ব্যবহৃত হয়। [PAL-phase alternate line]
2
3 video audio import করতে এই  অংশে রাইট ক্লিক করে অপ্সন সিলেক্ট করুন, video, audio ফাইল।
Video কে কেটে ভাগ করার জন্য scissors এই টুল ইউজ করুন
4
Audio, video র সংযোগ বিচ্ছিন্ন করতে split কমান্ড ইউজ করুন।
5
বাকি কাজ আপনারা ট্রাই করে দেখতে পারেন।
এর বিস্তারিত পরে ভিডিও টিউটোরিয়ালে দেয়ার চেষ্টা করব।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test