Dec 10, 2011

Ubuntu linux

আমার কাছে লিনাক্স মানে extra configuration এর সমস্যা ।
এর আগে redhat8 and fedora 2 প্রর্যন্ত ডু মারলাম কিন্তু যেই লাউ সেই কদু । কিছু দিন আগে যখন আফিসের কাজে নরওয়েতে গেলাম তখন দেখলাম আনেকে ubuntu টা ব্যাবহার করছে ।
হোটেলে এসে Ubuntu linux টা install করলাম এবং প্রথম দেখা তে প্রেমে পরে গেলাম কারন হলো Ubuntu linux by default সব কিছু detect করে driver গুলো install করে নিলো ।
আমার laptop টাতে fedora 4 ব্যাবহার করলাম কিন্তু wireless connection পায়না নেট থেকে নামাতে হবে (!!) Ubuntu linux install এর পর প্রথম আর্কষন ছিলো auto wireless detect .....

আমি সব পেলাম Ubuntu linux থেকে এই ছাড়া আমি java ee platform এ কাজ করি তাই অন্য কোন OS related সমস্যা আমার নাই ।...

আমার বাসার PC টা এখন Ubuntu linux based । তবুও windows আছে কারন আমার পুরানো এবং on going project গুলো windows এ configured ।

আশা করছি আগামি 1 বছরের মধ্যে পুরা open source dependent হয়ে যাব ।

ধন্যবাদ

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test