Dec 10, 2011

লিনাক্স-এ Zoom Ultra Modem কনফিগার করা-Non-graphical mode

আমিও একজন সদ্য জন্মানো লিনাক্স পাগলা। ইহা আমার নিজের দাবী :P । লিনাক্স-এর প্রতি আমার আগ্রহ দিন কে দিন বেড়েই চলেছে। প্রতিটা মুহুর্তেই চাই কিছু না কিছু শিখতে। বলতে পারেন, লিনাক্স এর জগতে আমার এখনো ক খ গ ঘ শেখাও হয়নি। তাই ছুটতে হবে অনেক দূর। ঘুরে দেখতে হবে লিনাক্স নামক জগৎ টাকে।

আমি যখন প্রথম, নেটে বিভিন্ন জায়গায় এই লিনাক্স-এ জুম আল্ট্রার/zte2726 evdo modem এর কনফিগারেশন পদ্ধতি সার্চ করছিলাম। তখন আমি বেশ কিছু ভাল পোষ্ট পেয়েছিলাম তবে আমি কোন একটা পোষ্ট থেকে সম্পূর্ণ ভাবে উপকৃত হতে পারি নি। একের অধিক পোষ্ট আমাকে পড়তে হয়েছিলো। তারপর থেকেই ভাবছিলাম যে বাংলায় এটাকে একটু সহজ সরল ভাবে লিখা যায় কিনা। তো যাই হোউক, শুরুতেই আমি সেই সব পোষ্টের রাইটারসদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার প্রথম টেকি পোষ্ট এর মূল রচনা শুরু করছি।

শুরুতেই জানিয়ে দিচ্চি জুম আল্ট্রা কনফিগারেশনের আগে আপনাকে কিছু প্রয়োজনীয় প্যাকেজ ইন্সটল করতে হবে।
1. usb_modeswitch
2. wvdial


আমাদের প্রথমেই যে কাজ টি করতে হবেঃ আপনার মডেমটি ইউ এস বি পোর্টে প্লাগ-ইন করুন এবং আপনার টারমিনাল টি অপেন করুন এবং টাইপ করুনঃ
sudo bash
[give your password]
তাহলে আমরা এখন root mode কাজ করতে পারবো।

এইবার টাইপ করুন টারমিনালেঃ
lsusb


তারপর এই পোষ্টের সবার নিচের লাইন্টির মতন আপনিও একটি লাইন আপনার ল্যাপ্টপ অথবা পিসি এর স্ক্রীনে দেখতে পাবেন যদি আপনার মডেমটি ডিটেক্ট করে থাকে।

লক্ষ করুন- '19d2:fff5'; এটি কিন্তু মডেম এর প্রডাক্ট আইডি না। এটি হচ্ছে, মডেমটির স্টোরেজ ডিভাইসের প্রোডাক্ট আইডি। যেখানে উইন্ডোজের জন্য ড্রাইভার রাখা থাকা। তো এটি বাই-ডিফল্ট হিসেবে সেট করা থাকে, যে কারনে লিনাক্স-কে এর মডেম এর প্রডাক্ট আইডি টা সুইচিং-এর মাধ্যমে বাই ডি-ফল্ট সেট করে দিতে হবে।

Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 003 Device 002: ID 19d2:fff5 ONDA Communication S.p.A.

আপনি যদি modeswitch এর প্যাকেজটি সঠিক ভাবে সেটাপ করে নিতে পারেন তাহলে আপনার টারমিনালে নিচের লাইন্টি টাইপ করুনঃ

gedit /etc/usb_modeswitch.conf

এইবার gedit-এ একটি পাইজ অপেন হবে। আপনার কাজ হবে সমস্ত পেইজ থেকে সব লিখা মুছে ফেলুন এবং নিচেরন চার লাইন কপি করে পেস্ট করে দিন।



DefaultVendor= 0×19d2
DefaultProduct= 0xfff5
TargetVendor= 0×19d2
TargetProduct= 0xfff1
MessageContent=”5553424312345678c00000008000069f030000000000000000000000000000″
এইবার পেউজটিকে সেভ করে বন্ধ করে দিন এবং আপনার টারমিনালে নিচের কমান্ড টি টাইপ করুন।
usb_modeswitch
এরপর lsusb টাইপ করে দেখে নিন 0xfff5 থেকে 0xfff1 হয়েছে কিনা।



Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 001 Device 002: ID 04f2:b071 Chicony Electronics Co., Ltd 2.0M UVC WebCam / CNF7129
Bus 001 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
Bus 002 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
Bus 008 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 007 Device 005: ID 19d2:fff1 ONDA Communication S.p.A.
Bus 007 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 005 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 006 Device 002: ID 046d:c058 Logitech, Inc.
Bus 006 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub


অনেক কিছুই ঘটিবে এইবার। চলে আসুন শেষ পর্বের দিকেঃ
আপনি যদি wvdial এর প্যাকেজটি সঠিক ভাবে সেটাপ করে নিতে পারেন তাহলে আপনার টারমিনালে নিচের লাইন্টি টাইপ করুনঃ

gedit /etc/wvdial.conf
এইবার gedit-এ একটি পাইজ অপেন হবে। আপনার কাজ হবে সমস্ত পেইজ থেকে সব লিখা মুছে ফেলুন এবং নিচেরন লাইনগুলো কপি করে পেস্ট করে দিন।(কিছু অপ্রয়জনীয় লাইন থাকছে কিন্তু সেগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার মনে করি নাই তাই হবুহ রেখে দিয়েছে)



[Dialer citycell]
Username = waps
Stupid Mode = 1
Password = waps
Phone = #777

[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Modem Type = Analog Modem
; Phone =
ISDN = 0
; Password =
; Username =
Modem = /dev/ttyUSB0
Baud = 9600

এইবার পেউজটিকে সেভ করে বন্ধ করে দিন এবং আপনার টারমিনালে নিচের কমান্ড টি টাইপ করুন।
wvdialconf



ব্যস, কাজ শেষ।

এখন আপনার টারমিনালে নিচের কমান্ড টি টাইপ করুন। এবং অপেক্ষা করুন ডোমেইন আইপি সহ আর তিন খানা আইপি এড্রেস এর জন্য।
wvdial citycell



স্ক্রীনে দেখাবেঃ
--> WvDial: Internet dialer version 1.60
--> Cannot get information for serial port.
--> Initializing modem.
--> Sending: ATZ
ATZ
OK
--> Sending: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
OK
--> Modem initialized.
--> Sending: ATDT#777
--> Waiting for carrier.
ATDT#777
CONNECT
--> Carrier detected. Starting PPP immediately.
--> Starting pppd at Sat Oct 23 15:56:42 2010
--> Pid of pppd: 2761
--> Using interface ppp0
--> pppd: H [12] h [12]
--> pppd: H [12] h [12]
--> pppd: H [12] h [12]
--> pppd: H [12] h [12]
--> pppd: H [12] h [12]
--> local IP address 10.1.31.197
--> pppd: H [12] h [12]
--> remote IP address 2.2.2.2
--> pppd: H [12] h [12]
--> primary DNS address 117.18.224.146
--> pppd: H [12] h [12]
--> secondary DNS address 117.18.224.147
--> pppd: H [12] h [12]

যতক্ষন ব্যবহার করবেন ততক্ষন আপনাকে টারমিনাল অপেন করে রাখতে হবে। কাজ শেষ হলে ctrl+c চেপে কানেকশন বন্ধ করতে হবে। লিনাক্স-এ আপনার জুম আল্ট্রা মডেম এর যাত্রা শুভ হউক এবং লিনাক্স এর সাথেই থাকুন সারাক্ষন।
ধন্যবাদ।

If you need any help for configuring Zoom Ultra in your linux: Contact me: irfandhk@gmail.com / irfandhk@yahoo.com(IM only)

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test