Jul 22, 2012

আমার সবচেয়ে পচন্দের তিনটি গুরুত্বপূর্ণ টিপস

১ মাউস ছাড়া শুধু কীবোর্ড দিয়ে মাউস পয়েন্টারে কাজ করার উপায়?

১. Start মেনুর Control Panel এ যান
২. Accessibility Options এ যান ও Mouse ট্যাবটি সিলেক্ট করুন
৩. এখানে Use MouseKeys চেক করে Settings এ যান
৪. Use shortcut চেক করুন, পয়েন্টার স্পিড বাড়াতে পারেন, Use MouseKeys when NumLock is এ On সিলেক্ট করুন
৫. এবার Ok দিন, পরের উইনডোতে Apply, Ok দিন।
৬. কীবোর্ডে Num Lock অন করুন
৭. এখন ডানদিকের এই প্যাডের সংখ্যা কীগুলো মাউসের পয়েন্টার ব্যবহারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে


২ কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের সাটডাউনের সময় নির্ধারণ করুন


আপনি আপনার কম্পিউটারটিকে নিদ্রিষ্ট সময়ে সাটডাউন করতে চান কিন্তু আপনার কাছে প্রয়োজনীয় সফটওয়্যার নেই! তবে এই কাজটি কোন সফটওয়্যার ছাড়াই করতে পারেন!!! ধরুন আপনি আপনার কম্পিউটারকে ৫ মিনিট পর সাটডাউন করতে চান, তাহলে ৫ মিনিটরে সময় হল ৩০০ সেকেণ্ড। এক্ষেত্রে প্রথমে Start Menu থেকে Run এ ক্লিক করুন। তারপর টাইপ করুন Shutdown.exe-s-t-300 এবং Ok করুন। আপনি যদি ৫ মিনিটের পরিবরতে অন্য কোন সময় কম্পিউটার বন্ধ করতে চান তাহলে সেই সময়কে সেকেণ্ডে প্রকাশ করুন এবং ৩০০ জায়গায় তা টাইপ করুন। আপনার কম্পিউটার নিদ্রিষ্ট সময়ে সাটডাউন হবে। আর যদি আপনি এই টাইমার বন্ধ করতে চান তাহলে Start Menu থেকে Run এ গিয়ে Click করুন তারপর Shutdown.exe-a।

৩ একদম ভিন্ন উপায়ে ফোল্ডার হিডেন

আমরা সবাই কম-বেশি ফোল্ডার হিডেন করতে অভ্যস্ত, তাই না? কিভাবে হিডেন করি? প্রথমে ফোল্ডারটির Properties যাই, তারপর Hidden চেক করে Ok করে বেরি আসি। এরপর Folder Option >>> View ট্যাব থেকে Do not show hidden files and folders চেক করে File Hidden করি। এই পদ্ধতিটি সবারই জানা আছে, কি বলেন? তাই আপনাদের জন্য এই ভিন্ন উপায়। দেখুন আর চেষ্টা করুনঃ

প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন। এবার এটিকে Rename করুন। এবার Alt কী চেপে 0160 লিখুন এবং এন্টার দিন। দেখুন ফোল্ডারটির নাম নেই এবং আপনি নাম ছাড়াই ফোল্ডারটিতে কাজ করতে পারবেন। এবার ফোল্ডারটির Properties এ যান। Customize ট্যাবে যান ও Change Icon এ ক্লিক করুন। এখানে অনেকগুলো আইকন দেখতে পাবেন। নিচের স্কোলবারটি টেনে ভিতরের দিকে যান। তারপর একটি ছবি ছাড়া আইকন দেখতে পাবেন। তা নির্বাচন করে OK, OK করে বেরিয়ে আসুন। এখান দেখুন আপনার ফোল্ডারটি কোথায়? এইভাবে আপনি সুধু নাম ছাড়া ও ফোল্ডার বানাতে পারবেন ।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test