Oct 17, 2012

শত বছরের পুরনো ছবির দাগ মুছে দিন নতুন রুপ!

ছোটবেলার স্মৃতিগুলোর মধ্যে অন্যতম একটি অংশ হলো ফটো। নিজের বাচ্চাকালের ছবি দেখতে কার না ভাল লাগে। ফেসবুকে অনেকেই নিজের ছোটবেলার ছবি প্রোফাইল ইমেজ হিসেবে সেভ করে রাখে। শুধু ফেসবুকেই নয় নিজের ব্যক্তিগত অ্যালবামেও সেই ছোটবেলার ছবিগুলো থাকে। কিন্তু অনেক সময় ছবিতে দীর্ঘ দিনের বিভিন্ন ছাপ দেখা দেয়। সেই সমস্যা দূর করতেই এই টিউন।

উপরের এই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরান ছবিতে কত সমস্যা থাকতে পারে। :P
শুধু এই সমস্যাই নয় আরও বহু সমস্যার সমাধানে ছো্ট কিন্তু অতি কাজের একটি সফটওয়্যার হলো Retouch Pilot। স্ক্যানার দিয়ে স্ক্যান করা ছবিতে অনেক রকম দাগের সৃষ্টি হয়। সেসবও দূর করতে পারে এই সফট।

যে সব সমস্যার সমাধানে Retouch Pilot:

পুরনো ছবির বিভিন্ন স্ক্যাচ,স্পট, ক্ষয়প্রাপ্ত অংশ দূর করতে পারে। দেখুন কিভাবে পুরান ছবিকে নতুন জীবন দেয়া হয়েছে। :)

আগে

পরে

বাচ্চাদের দুষ্টামির নিদর্শন দেখেন। আঁকা-আঁকি করে প্রতিভা চর্চা হচ্ছে ছবির উপর। :P
কিন্তু সমাধান দেখুন নিমিষেই!
ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলুন খুব সহজেই।
ছবির যে কোন অংশের আকার পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। ঠোট, চোখ বা শরীরের যে অংশের আকার ঠিক করতে পারবেন।
১৯৩৪ সালের সোভিয়েত ইউনিয়ন থেকে The Flying Club এর এই ফটোটা দেখুন।
যেটা আসলে এমন ছিল
ভাবছেন ব্যবহার করবেন কিভাবে? খুব সহজ। ভিডিও টিউটোরিয়াল সাথেই দেয়া আছে।
আরও বিস্তারিত জানতে দেখুন এখানে।

ডাউনলোডঃ

RetouchPilot_v3.2.0 সাইজ মাত্র ৩ মেগাবাইট!
ফুল ভার্শন করতে সাথে দেয়া ক্র্যাক ফাইল ওপেন করুন।(উইন্ডোজ 7 এ ক্র্যাক ফাইলে রাইট ক্লিক করে Run As Administrator এ ক্লিক করে ওপেন করুন।) চিত্রে দেখানো স্থানে ক্লিক করে RetouchPilot.exe ফাইলটি দেখিয়ে দিয়ে start বাটনে ক্লিক করুন।
তারপর সফট ওপেন করে সিরিয়াল কী দিন।
Enjoy!!!
আশা করি আপনাদের কাজে লাগবে।

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test