Oct 17, 2012

প্রিয় ছবিটিকে বিভিন্ন রুপ দিন মাত্র এক ক্লিকে dynamic auto painter

সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকুন নিজের মত করে।অনেকদিন পরে লিখতে বসলাম।লিখতে বসেই মনে পরে গেলো বাংলাদেশে সামাজিক ছবিগুলো কেন ব্যাবসা সফল হতে পারেনা কিন্তু মারদাংগা ছবিগুলো ঠিকই ব্যাবসা সফল হয়।টেকটিউনসেও সেই একই অবস্থা।কাজের সফটওয়্যারগুলো দিলে কিছু করা যায় কিন্তু কিছু কিছু মানুষের তা পছন্দ না।অন্যের টিউনিং পেজে গিয়ে মারাত্বক কিছু কথা বলে বেড়ায় আমার নামে।আর তাই সেই সব মারদাংগা মানুষদের জন্য আমার এই মারদাংগা সফটওয়্যার।এগুলো দিয়ে খেলা করুন।শুধু খেলতেই শিখুন কিছু আর করতে হবে না।অনেক ভালো সফটওয়্যার ছিলো হাতে।সেগুলো না দিয়ে শেয়ার করলাম এই মারদাংগা সফটওয়্যার।পাবলিক যা খেতে চায় তাই তো খাওয়াতে হয়।

DYNAMIC AUTO PAINTER 2.5.4


সফটওয়্যারটির বর্ণনা কি ভাবে দেবো ঠিক বুঝতে পারছি না। যেহেতু নাম DYNAMIC AUTO PAINTER সেহেতু বুঝতেই পারছেন সবকিছু হবে অটোম্যাটিক।এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার প্রিয় ছবিটিকে রুপান্তরীত করতে পারবেন বিভিন্ন রুপে এবং মাত্র ১ ক্লিকে।যেসব রুপে রুপান্তরীত করতে পারবেন তা হলো--aquarell,benson,book,camille,cezanne,chalk,felttip,illustrator,klimt,monet,pastels,pencil,portraitist,realism,sargent,starry,
sunflowers,tempera,vegetables,watercolor,wax,wetonwet,woodetch .
আসুন এবার আমরা জানি এর ব্যবহার।প্রথমেই সফটওয়্যারটি ওপেন করুন এবং file অপশন থেকে একটি ছবি আপলোড করুন।

যদি মনচায় তবে ব্যবহার করুন histogram অপশনটি এবং রেগুলার করে নিন পছন্দমত আপনার ছবির রঙগুলো।এছাড়াও আলো কম/বেশী করতে পারবেন।

এবার START বাটনে ক্লিক করুন।

চোখের সামনে কাজ হচ্ছে এভাবে।

অবশেষে ছবিটিকে একটা রুপ দিলো এরকম।

উপরের ছবিটি সেভ করা হয়েছে aquarell ষ্টাইলে।এবার নীচের ছবিটি দেখুন pencill ষ্টাইলে।

ঠিক এভাবে আপনারা অন্য ষ্টাইলেও ছবিগুলো তৈরী করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে মাত্র ১ ক্লিকে।
এবার এদের ওয়েব সাইটের লিঙ্ক দিচ্ছি বিস্তারীত জেনে আসার জন্য।


অফিসিয়াল সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

সবকিছু জানার পর যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে ডাউনলোড করতে পারেন ৫৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি মিডিয়া ফায়ার থেকে

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test