ঊবুন্টুর সর্বশেষ রিলিজ ১২.০৪ এল টি এস এর একটি সমস্যা হল এতে আপনার
ল্যাপটপের ব্রাইটনেস আপনি যতই সেট করুন না কেন, পিসি রিস্টার্ট করলে আবার
ব্রাইটনেস ফুল হয়ে স্টার্ট হয়।
আসলে এটা করা হয়েছে বিভিন্ন মনিটরের কম্প্যাটিবিলিটি ঠিক রাখার জন্য।
এটা খুব সহজেই সমাধান করা যায়।
প্রথমে টারমিনাল খুলুন বা alt+ctrl+T চাপুন। এবার নিচের কমান্ড দিনঃ
sudo su -c ‘echo 5 > /sys/class/backlight/acpi_video0/brightness’
যদি
কমান্ড রান করে তাহলে ৫ এর জাগায় ০,১,২ ইত্যাদি দিয়ে চেস্টা করে দেখুন
ব্রাইটনেস কমে বা বাড়ে কি না। যদি কাজ করে তাহলে এই কমান্ডটিকে আমাদের বুট
এর সময় এক্সিকিঊট করাতে হবে তার জন্য rc.local ফাইলকে এডিট করতে হবে, তার
জন্য নিচের কমান্ডটি টারমিনালে পেস্ট করুনঃ
gksu gedit /etc/rc.local
একটি ফাইল ওপেন হবে। এতে “exit 0” লেখাটির আগে নিচের লাইনটি যোগ করে দিনঃ
echo 5 > /sys/class/backlight/acpi_video0/brightness
এখানে 5 এর জায়গায় আপনার প্রয়োজনীয় ব্রাইটনেস লেভেল লিখুন। সেভ করুন।
এবার আপনার পিসি রিস্টার্ট দিন।
আশা করি এবার আর ব্রাইটনেস ফুল হচ্ছে না।
Dec 9, 2012
Subscribe to:
Post Comments (Atom)
Internet Speed Test
Fourni par test de bande passante
0 comments:
Post a Comment