Dec 9, 2012

লিনাক্সে বাংলা লেখার সমস্যার সমাধান

প্রথমেই বলে নিই আমি লিনাক্স বিশেষজ্ঞ নই। লিনাক্সের অনেক সমস্যারই উত্তর আমি দিতে পারব না। তবু অনেকেই লিনাক্সে এসে প্রথমেই নানা সমস্যায় পড়েন তাদের জন্যই এই স্পেট।টেকটিউন্সে গিযে সেদিন দেখলাম ডলার ভাই লিনাক্স প্রেমিদের কথায় লিনাক্সে এসে সমস্যায় পড়েছেন।
 প্রথম সমস্যা
প্রথমটা হল ব্রাউজারে বাংলা ফন্টের সমস্যা।এটার সমাধানে আমাকে কোনো কষ্টই করতে হল না । শুধু আমাদের টেকস্পেটের Bangla Help এর ঠিকানাটা  দিয়ে দিলাম তাতেই ডলার ভাই এর এই সমস্যার সমাধান হয়ে গেল।

২য় সমস্যা
২য় টা হল ডাউনলোডারের সমস্যা। jdownloader কিভাবে ইনস্টল করতে হয় তা শাওন ভাই , বা দিহান ভাই বা নিওফাইটের কাছে দাবি রইল টেকস্পেটে শিখিযে দেবার।

৩য় সমস্যা 
“ঐটাতে karmic ও lucid ব্যাবহারকারীদের জন্য আলাদা আলাদা ইন্সট্রাকশন দেয়া আছে। karmic ও lucid কি জিনিস, এইটাই তো বুঝিনা”
এটাও টেকস্পেট টিমের কাছে দাবি রইল বুঝিয়ে দেবার জন্য.

৪র্থ  সমস্যা

৪র্থ যে সমস্যা ডলার ভাই-এর রয়েছে সেটা হল লিনাক্সে বাংলা টাইপ করার সমস্যা। এটা সহজ বলে আমি দেখিয়ে দিলাম ।
 প্রথম ধাপ
প্রথমে আপনার PC কে ইন্টারনেট সংযুক্ত করে নিন।এবার উবুন্টুর System Settings এ যান।এটা এর সাইড বারে পাবেন।


System Settings এর মধ্যে All Settings এ Language Support পাবেন। ওটাতে ক্লিক করুন ।

এবার যে উইন্ডোটা খুলবে তার Languge অপসনের নিচের দিকে দেখুন Install/ Remove Languages  বাটন আছে। এটাতে ক্লিক করুন।

এখান থেকে বাংলা সিলেক্ট করে দিন। নিচে  Apply Changes এ ক্লিক করুন।

আপনার উবুন্টুর পাসওয়ার্ড চাইবেপাসওয়ার্ড দিন। Authenticate -এ ক্লিক করুন । ইনস্টল শুরু হবে।

ইনস্টল শেষ হলে Apply System wide করে দিন।   ( Install/ Remove Languages  বাটনের উপরেই  আছে।)
এবার Languge বাটনের এর ঠিক পাশেই দেখুন Regional Format আছেওটাতে ক্লিক করুন।
ওখানে দেখুন Display numbers,dates and currency amounts in the usual format for : অপসন আছে।
ওরে ঠিক নিচের বক্সটিতে ক্লিক করুন এবং ওখানে Bengali(বালাদেশ) বা Bengali( ভারত) সিলেক্ট করুন.

আগের মতোই পাসওয়ার্ড চাইবে । পাসওযার্ড দিয়ে করুন।উবুন্টু নিজেই নিজের কাজ করে যেতে থাকবে।আপনি একটু চা খেতে থাকুন।নিজেকে ফ্রেশ করে নিন।

কাজ শেষ হলে করে Apply System-wideদিন।

২ য় ধাপ


:arrow:   System Settings >>> All Settings>>Keyboard Layout -এ আসুন।

নিচের দিকে দেখুন ”+”" আছে।এটাতে ক্লিক করুন

scroll করে নিচের দিকে নামুন ।

বাংলার বেশ কিছু লেআউট দেওয়া আছে।আপনার পছন্দ মতো সিলেক্ট করুন।এবার বাটনে ক্লিক করুন ।আপনার কাজ শেষ।

আপনার উবুন্টুর উপরের বারে দেখুন নিচের ছবির মতো কিবোর্ডের চিহ্ন (নিচের ছবিতে ঐ কিবোর্ডের আইকনেরর পাশে en লেখা আছে দেখুন) এসেছে।

এটাতে ক্লিক করুন। দেখতে পাবেন ইংরেজির পাশাপাশি বাংলা কি বোর্ডের লোউট এসেছে।বাংলায় লিখতে চাইলে বাংলা লে আউট , ইংরেজি লিখতে চাইলে ইংরেজি লে আউট সিলেক্ট করে নিন।লিখতে গিযে কোন কি তে কোন বর্ণ মনে না থাকলে উপরের বারে কি বোর্ডের আইকনে ক্লিক করুন।ওখানে অপসন পাবেন ওটাতে ক্লিক করলে আপনার মনিটরে লেআউট ভেসে উঠবে । সুতরাং কোনো চিন্তা নেই।
সব কাজ হয়ে গেলে একবার কম্পিউটার রিস্টার্ট করে নিন।



এখানে আমি Bengali (India, Baishakhi)  সিলেক্ট করেছি।এটা অনেকটা ফোনেটিক ।এবং এটা ফিক্সড লেআউট। তাই দ্রুত টাইপ করা যায়।
এটার একটা স্ক্রিনসট দিয়ে দিলাম।



৪ র্থ ধাপ (Optional)
(যদি বেশি সুবিধা নিতে চান অভ্রের মতো)

অভ্রে  F12  টিপলে সরাসরি ইংরেজি-বাংলা কি বোর্ডের মধ্যে সহজে যাতায়াত করা যায়।

আপনি এখানেও সেটা করে নিতে পারেন।
:arrow: আগের মতোই   System Settings >>> All Settings>>Keyboard Layout -এ  আসুন।

একেবারে নিচে ডানদিকে Options বাটন আছে। ওটাতে ক্লিক করুন।

একটু নিচের দিকে Key(s) to change layout পবেন।(কালো বোল্ড হরফে আছে)




ওটাতে ক্লিক করুন।পরপর অনেক অপসন আছে।

এখান থেকে আপনার পছন্দ সই অপসনটা বেছে নিন। আমি Alt+Space বেছে নিয়েছি।কারণ এই দুটো পাশাপাশি আছে তাই আমার ব্যবহার করতে সুবিধা হবে।

পরবর্তিতে ইংরেজি ও বাংলা কিবোর্ডের মধ্যে চেঞ্জ করতে চাইলে এই দুটো বাটন বা আপনি যেটা সিলেক্ট করেছেন সেটা টিপলেই চেঞ্জ হবে।মাউস দিযে সিলেক্ট করা লাগবে না।
সবশেষে লগ আউট বা কম্পিউটার রিস্টার্ট করে নিন।
*****************************************
********************
******
*
যে কোনো সমস্যায় পড়লে আমাদের টেকস্পেট টিমকে কেবল জানান এব দ্রুত সমাধান পেয়ে যান।
 Happy Journey In Linux
Happy Journey With Techspate.

0 comments:

Look

Technology Used by Successwful Businesses

Internet Speed Test